Hello World!

কি অবস্থা সবার? গেমিং নিয়ে কোনো পোস্ট ট্রিকবিডিতে এখন আর হয়ই না বলা চলে। তাই আজকে নিয়ে আসলাম ৫ টি ভালো Android Cricket & Football Games। আশা করছি গেমারদের ভালো লাগবে গেমগুলো। তাহলে চলুন শুরু করা যাক। ২য় পর্বটিও দেখবেন।

(৫) Game Name : Cricket League

Game Developer : Miniclip.com

Game Size : 63 MB

Required OS : 4.4+

Game Type : Sports, Cricket, Competitive Multiplayer, Online, Stylized

Game Released Date : September 23, 2021

Game Link : Playstore

 

এই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে 10 Million+ বা ১০ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটি Google Play Store এ Review করা হয়েছে ২ লক্ষ ৩৯ হাজার+ বার আর সেই Review অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

আপাতদৃষ্টিতে গেমটি মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। একদম Simple Concept। যারা একটু Lazy Type এর মানুষ আছেন তারা এই গেমটি খেলতে পারেন।

মোটামুটি টাইম পাস করিয়ে নেওয়ার মতো। গ্রাফিক্সও মোটামুটি ভালোই আছে। Control ও ভালো। এখানে আপনি India, Bangladesh, Australia, England, South Africa, Pakistan সহ বিভিন্ন দেশের Team নিয়ে খেলতে পারবেন।

যেহেতু এটি একটি Multiplayer Type Game তাই এখানে আপনি বিভিন্ন দেশের Gamer দের সাথে খেলতে পারবেন Online Server এর মাধ্যমে।

এখানে আপনি Short Quick Match ও খেলতে পারবেন ৩-৫ মিনিটের।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

 

 

 

 

 

 

(৪) Game Name : Score! Hero

Game Developer : First Touch Games Ltd.

Game Size : 200 MB

Required OS : 6.0+

Game Type : Offline, Soccer, Sports, Single Player, Stylized

Game Released Date : April 20, 2021

Game Link : Playstore

 

এই গেমটির Playing System টা একটু ভিন্ন। এখানে আপনি Automatic Ball Pass থেকে In game এর সবকিছুই Automatic পাবেন।

তবে আপনাকে Ball টা Screen এ Swipe/Draw করে Pass করতে হবে। আর আপনাকেই Goal দিতে হবে Draw করে। আপনি যে জায়গাতে Draw করবেন Ball সেদিকেই যাবে।

এভাবেই এই গেমটিকে তৈরি করা হয়েছে। প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭ লক্ষ ৩১ হাজার+।

আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★। রেটিং দেখে চিন্তিত হবেন না। অসাধারন একটি গেম।

অনেক Addictive এই গেমটি। এখানে আপনি সারা বিশ্বের ৯০ টি Official Licensed Team দেখতে পারবেন। সেগুলো নিয়ে খেলতে পারবেন ও তাদের বিপক্ষেও খেলতে পারবেন।

গেমটির গ্রাফিক্সও অসাধারন। গেমটিতে আপনি প্রচুর Camera Angle এর Video দেখতে পারবেন।

মানে মাঠের চারপাশে, উপরে, নিচে, কাছে দূরে কোথাও বাদ রাখেনি Camera Angle এর। প্রতিটা জায়গারই Live Footage আপনি দেখতে পারবেন।

গেমটিতে আপনি English Commentary ও পেয়ে যাবেন। আর সেই Commentary এর সাহায্যে আপনাকে In depth Tutorial ও দিয়ে দিবে।

এছাড়াও আপনি আপনার নিজের নাম দিয়ে Jersey তৈরি করতে পারবেন। গেমটির Mod Version ও রয়েছে। সেখানে আরো অনেক কিছুই করতে পারবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

 

 

 

 

 

(৩) Game Name : World Cricket Championship 2

Game Developer : Nextwave Multimedia

Game Size : 435 MB

Required OS : 4.4+

Game Type : Offline, Sports, Cricket, Single Player, Competitive Multiplayer, Stylized

Game Released Date : July 28, 2015

Game Link : Playstore

 

এটি Android Platform এ one of the best cricket game। গেমটি আপনি অনলাইন + অফলাইন দুইভাবেই খেলতে পারবেন।

গেমটি এই পর্যন্ত বিভিন্ন Awards ও জিতেছে।

এছাড়াও গেমটিতে আপনারা 150 টির মতো Batting Animations সহ 28 টির মতো Bowling Animation পাবেন আলাদা আলাদা।

আরো আছে Rain Interruption, D/L Method। Realistic Ball Physics এর সাথে পাবেন Dead, Dusty, Green Pitch।

এছাড়াও গেমটিতে আপনারা ১৮ টি ভিন্ন ধরনের ইন্টারন্যাশনাল টিমের সাথে পাবেন ১০ টি ডোমেস্টিক টিম, ৪২ টি ভিন্ন ধরনের টুর্নামেন্ট, ওয়ার্ল্ড কাপসহ টি২০ কাপ, ওডিআই সিরিজ সহ আরো অনেক কিছু।

এখানে আপনি ৪০টিরও বেশি ক্যামেরা এংগেলই দেখতে পাবেন। সাথে বিভিন্ন ব্যাটিং ও বোলিং মোডসহ গেমটিতে এত এত ফিচার আছে যা বলে বোঝানো সম্ভব না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

Screenshot image

 

 

 

 

 

 

 

(২) Game Name : World Soccer League

Game Developer : mobirix

Game Size : 37 MB

Required OS : 4.0+

Game Type : Offline, Soccer, Stylized, Single Player

Game Released Date : October 29, 2015

Game Link : Playstore

 

কম সাইজের ভিতরে দারুন একটি গেম। গেমটি প্লে-স্টোরে ১০০ মিলিয়ন বা ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গেমটির প্লে-স্টোরে রিভিউ সংখ্যা রয়েছে ২০ লক্ষাধিকেরও বেশি। আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★।

গেমটিতে আপনি ৬০টি National Team, ৬০ টি Club এবং ২০০০ এরও বেশি Player পাবেন।

গেমটিতে টোটাল ৪টি মোড আছে।

1) Exhibition
2) Cup

3) League
4) Training

গেমটি অনেক জনপ্রিয়। প্লে-স্টোরে গেমটি Top 5 List এ অবস্থান করছে। গেমটির গ্রাফিক্স অনেক ভালো। যেকোনো ডিভাইসেই ভালো ভাবেই খেলতে পারবেন আশা করছি।

গেমটিতে আমি Smooth Control + Gameplay পেয়েছি। আশা করছি আপনাদেরও কোনো সমস্যা হবে না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

 

 

 

(১) Game Name : Real Cricket™ Go

Game Developer : Nautilus Mobile

Game Size : 55 MB

Required OS : 5.0+

Game Type : Cricket, Offline, Single Player, Stylized

Game Released Date : January 28, 2019

Game Link : Playstore

 

এই গেমটি Google Playstore এ #6 top free in sports এ রয়েছে। তাহলে বুঝে নিন গেমটা কেমন। গেমটি Google Playstore এ ডাউনলোড করা হয়েছে 10 Million+ বার বা ১ কোটিবারেরও বেশিবার।

আর গেমটি Google Playstore এ Review করা হয়েছে ২ লক্ষ ২৫ হাজার+ আর সেই Review অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0★।

গেমটি অনেক অল্প সাইজের ভিতরে অনেক সুন্দর Graphics Offer করছে। এখানে বিভিন্ন ধরনের Camera Angle এ আপনি গেমটি খেলতে পারবেন।

গেমটি আপনি 512 MB ওয়ালা মোবাইল থেকে শুরু করে যেকোনো ডিভাইসেই Smoothly খেলতে পারবেন।

এখানে আপনি Quick Match, Tournaments, Multiplayer, RCPL, এই ৪ টি Mode এ খেলতে পারবেন। এছাড়াও এখানে ৩ ধরনের Camera Angle পাবেন।

1) Boradcast Camera
2) Close Camera
3) Pro Camera

এখানে আপনি ২, ৩, ৫, ১০, ২০, ৫০ Over এ খেলতে পারবেন। আর Pitch পাবেন Hard, Green, Dry। গেমটির Colour Saturation একটু বেশি যা খেলে বুঝলাম। তবুও নিরাশ করার মতো না।

আশা করছি ভালোই লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

 

 

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….

Leave a Reply