Hello World!
কি অবস্থা সবার? গেমিং নিয়ে কোনো পোস্ট ট্রিকবিডিতে এখন আর হয়ই না বলা চলে। তাই আজকে নিয়ে আসলাম ৫ টি ভালো Android Cricket & Football Games। আশা করছি গেমারদের ভালো লাগবে গেমগুলো। তাহলে চলুন শুরু করা যাক।
(5) Game Name : Real Cricket™ 20
Game Developer : Nautilus Mobile
Game Size : 569 MB
Required OS : 5.0+
Game Type : Offline, Cricket, Sports, Single Player, Competitive Multiplayer, Stylized
Game Released Date : April 8, 2019
Game Link : Playstore
আগের গেমটি এই গেমের Lite Version বলা চলে। এই গেমটির Graphics অন্যান্য Cricket Games এর থেকে অনেক High + Optimized।
গেমটি আপনি নিজে খেললেই বুঝতে পারবেন আমি কেন এ কথা বলেছি।
গেমটিতে আপনি English, Hindi, Bangla সহ বিভিন্ন ভাষার Commentary দেখতে পারবেন HD Sound Quality তে।
এখানে আপনি International, Aussie 20-20, Masters, Under 19, RC Premier League, Pakistan League, Bangladesh League, English 20-20, WIPL সহ বিভিন্ন Team নিয়ে খেলতে পারবেন।
এখানে বাংলাদেশ, ভারত, ইংলেন্ড, অস্ট্রেলিয়া, পাকিস্তান সহ বিশ্বের বিভিন্ন Team নিয়ে ও তাদের বিপক্ষে খেলতে পারবেন।
এখানে আপনি ৬ টি Difficulty তে গেমটি খেলতে পারবেন। Easy, Medium, Hard, Expert, Hardcore, Custom।
Pitch পাবেন Hard, Green এবং Dry। এছাড়াও এখানে সকাল, বিকাল, সন্ধ্যা, রাত, ভোর ৫ টি ভিন্ন ভিন্ন সময়ে ম্যাচ খেলতে পারবেন।
এছাড়াও আপনি বৃষ্টির দিনেও খেলতে পারবেন। আপনি ২৫%, ৫০%, ৭৫%, ১০০% বৃষ্টি নিয়ে খেলতে পারবেন।
এছাড়াও Mumbai India, London UK, Melbourne Australia, Cape Town South Africa সহ বিভিন্ন দেশের মাঠে খেলতে পারবেন।
এছাড়াও এখানে ম্যাচের শুরুতে জাতীয় সংগীত ও Live News ও দেখাবে। বাংলাদেশ Team এর চিরচেনা পরিচিত প্লেয়ারগুলো সহ বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় Team ও তাদের প্লেয়ারদের নিয়ে খেলতে পারবেন।
এছাড়াও প্রতিটি প্লেয়ারের Speciality ও তাদের কাজসমূহ সবকিছুই আপনি Customize করে Set করতে পারবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(4) Game Name : World Cricket Championship 3
Game Developer : Nextwave Multimedia
Game Size : 0.99 GB (Almost 1 GB)
Required OS : 5.1+
Game Type : Sports, Cricket, Offline, Single Player, Competitive Multiplayer, Stylized
Game Released Date : September 13, 2020
Game Link : Playstore
এই গেমটি অন্যান্য সব গেম থেকে ভিন্ন এবং সবথেকে ভালো মনে হয়েছে আমার কাছে। এই গেমটি World Cricket Championship গেমটির Successor।
এই গেমটিতে সবকিছুই আছে যা একটি Cricket Game এ থাকা প্রয়োজন। গেমটিতে প্রচুর ফিচার আছে।
গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ২ লক্ষ ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।
গেমটিতে এত এত ফিচার আছে যে তা বাংলাতে লিখা আমার পক্ষে সম্ভব না। তবে ছোট করে বললে বলা যায় গেমটি প্লে-স্টোরে বেস্ট ক্রিকেট গেম।
এখানে গ্রাফিক্স, কন্ট্রোল, এনিমেশন, গেমপ্লে সবকিছুই একদম পারফেক্টভাবে আছে। গেমটির সকল ফিচারের বড় লিস্ট দিয়ে দিচ্ছি দেখে নিন। গেমটি ডাউনলোড করে খেলুন। আপনার ডেটা বৃথা যাবে না এটা আমি প্রমিস করতে পারি।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(3) Game Name : Dream League Soccer 2024
Game Developer : First Touch Games Ltd
Game Size : 501 MB
Required OS : 5.0+
Game Type : Offline, Coaching, Single Player, Stylized
Game Released Date : January 14, 2020
Game Link : Playstore
এই গেমটি Google Playstore এ #9 Free in sports Category তে আছে। গেমটি ২০২০ এ প্লে-স্টোরে রিলিজ করা হয়েছে বললেও এর অনেক আগে থেকেই গেমটি অনেকেই খেলে আসছে।
আমি নিজেও অনেক আগে থেকেই গেমটি খেলে আসছি। এই গেমটির গ্রাফিক্স এক কথায় অসাধারন। তার সাথে গেমটির কন্ট্রোল + গেমপ্লে দুটিই ভালো।
মাঠের বিভিন্ন Angle থেকে Camera Shot দেখতে পারবেন। আর সবকিছুই Fully Customizable। Settings থেকে সবকিছুই Customize করতে পারবেন।
Game টি Google Playstore এ 100 Million+ বা ১০ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে। গেমটি Google Playstore এ Review করা হয়েছে 6 Million+ বা ৬০ লক্ষাধিকবারেরও বেশিবার।
সেই Review অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.2 ★। গেমটির Review সংখ্যা দেখেই হয়তোবা বুঝতে পারছেন গেমটি কতটা Popular Gamer দের কাছে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(2) Game Name : Fifa Mobile
Game Developer : ELECTRONIC ARTS
Game Size : 81 MB (ভিতর থেকে Data Download হবে কিছু)
Required OS : 5.0+
Game Type : Soccer, Competitive Multiplayer, Single Player, Realistic
Game Released Date : October 10, 2016
Game Link : Playstore
Android Platform এ #1 Grossing In Sports এ আছে এই গেমটি Playstore এ। যদি High Graphics Football Games এর কথা আসে তবে এই গেমটি অবশ্যই প্রথমে থাকবে।
আপনার ডিভাইস যত ভালো হবে ততই ভালোভাবে আপনি এই গেমটি আপনার ডিভাইসে Run করাতে পারবেন।
কারন এই গেমের Graphics এতটাই Realistic যে আপনাকে PC Game এর Feel দিবে। অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন আবার অনেকেই হয়তোবা এই গেমটি সম্পর্কে জানেন না।
যারা জানেন না তারা জেনে নিন। এর থেকে ভালো Football Game Android Platform এ আর ২ টা পাবেন না।
Game টি Google Playstore এ ডাউনলোড করা হয়েছে 100 Million+ বা ১০ কোটিবারেরও বেশিবার এবং গেমটির Review সংখ্যা রয়েছে 9 Million+ বা ৯০ লক্ষাধিকবারেরও বেশি।
এবং সেই Review অনুযায়ী গেমটির রেটিং দাড়িয়েছে 4.1 ★। গেমটিতে আপনি ১৫,০০০ প্লেয়ারের সাথে সাথে মোট সারা বিশ্বের ৬০০ টিরও অধিক Team নিয়ে খেলতে পারবেন Including Real Madrid, Manchester City।
এখানে Kylian Mbappé, David Alaba and Christian Pulisic সহ অসংখ্য চির পরিচিত Player দের নিয়ে খেলতে পারবেন।
গেমটিতে আরো ৩০টিরও বেশি League এর সাথে অনেক কিছুই পেয়ে যাবেন। Android এর Best Football Game এটি।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
(1) Game Name : Score Hero! Match
Game Developer : First Touch Games, Ltd
Game Size : 85 MB
Required OS : 5.0+
Game Type : Sports, Soccer, Competitive Multiplayer, Single Player, Stylized
Game Released Date : March 7, 2018
Game Link : Playstore
আগের গেমটি হচ্ছে এই গেমটির Successor। তবে এই গেমটিকে টপকে যেতে পারেনি। আগের গেমটি এই গেমের বিশাল Success এর পরই তৈরি করা হয়েছে।
আগের গেমটিতে যা যা Missing ছিলো এই গেমটিতে আপনি সেই সবই পেয়ে যাবেন।
এটি একটি Multiplayer Online Game। আগের গেমটির মতো মনে হলেও এখানে Extra অনেক কিছুই পেয়ে যাবেন। এখানে Intelligent AI সহ অনেক কিছুই আপনি পেয়ে যাবেন।
গেমটি আগের গেমটির তুলনায় আরো বেশি ডাউনলোড করা হয়েছে। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৯ লক্ষ ৮০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।
গেমটির Concept সত্যিই প্রশংসনীয়। গেমটির গ্রাফিক্সও অসাধারন। গেমটিতে আপনি প্রচুর Camera Angle এর Video দেখতে পারবেন।
মানে মাঠের চারপাশে, উপরে, নিচে, কাছে দূরে কোথাও বাদ রাখেনি Camera Angle এর। প্রতিটা জায়গারই Live Footage আপনি দেখতে পারবেন।
গেমটিতে আপনি English Commentary ও পেয়ে যাবেন। আর সেই Commentary এর সাহায্যে আপনাকে In depth Tutorial ও দিয়ে দিবে।
এছাড়াও আপনি আপনার নিজের নাম দিয়ে Jersey তৈরি করতে পারবেন। গেমটির Mod Version ও রয়েছে। সেখানে আরো অনেক কিছুই করতে পারবেন।
এখানে 3D Graphics এর যে সুন্দর ব্যবহার করা হয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এছাড়াও আগের গেমটিতে আপনি শুধু Goal দেওয়ার সময়ই Ball Control করতে পারতেন।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
দেখা হবে পরের পোস্টে।
ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT….
Pes24 Er Kace List Er Game Gulo Kichui Na🥱