Hello World!

কি অবস্থা সবার? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকের পোস্টে আমরা ৫টি এমন Action Style গেমসের কথা আলোচনা করবো যেগুলোর গ্রাফিক্স যেমন Console/PC Level এর তেমনই সেগুলোর Gameplay. তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

 

(১) Game Name : Black Desert Mobile

Game Developer : PEARL ABYSS

Game Size : 90 MB (ভিতর থেকে আরো Data Downlaod হবে)

Required OS : 5.0+

Game Type : Online

Game Released Date : December 9, 2019

Game Version : 2.5.12

Game Link : Playstore

এটি RPG GAME LOVER দের কাছে অনেক জনপ্রিয় একটি গেম। এখানে প্রশংসনীয় অনেক ব্যাপারই আছে।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৪ লক্ষ ১১ হাজার+ আর সেই রেটিং অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 3.8 ★ যা এই গেম Deserve করে না।

এই গেমটি Atleast 4.3 ★ বা 4.5 ★ Deserve করে। এই গেমটিতে যে গ্রাফিক্স আছে তা আপনাকে অবাক করে দিবে। Android গেমেও যে এত সুন্দর গ্রাফিক্স পাওয়া যায় তা এই গেম না খেললে বুঝতেই পারবেন না।

এই গেমটিতে প্রত্যেকটি Character
কে এতটা সুন্দরভাবে Design করা হয়েছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না। এখানে প্রতিটা Character এরই প্রচুর Customization Option আছে।

আর এতো Realistic Animation Graphics আমি খুব কম গেমেই দেখেছি। গেমটি রেগুলার আপডেট করা হচ্ছে এবং নতুন নতুন ফিচার এড করা হচ্ছে।

গেমটিতে ১৫০টি দেশের Player রয়েছে। এখানে Unique 13 টি Character আছে। সচরাচর আমরা ৩-৫ টি ক্যারেক্টার দেখতে পাই বেশিরভাগ গেমেই। তবে এখানে ক্যারেক্টার ডিজাইন এর উপর ভিত্তি করে গেমটির রেটিং ৪.৫ ★ দেওয়ার যোগ্য।

গেমটির কন্ট্রোল ও গেমপ্লে খুবই স্মুথ পাবেন যদি আপনার কাছে একটি ভালো ডিভাইস থাকে। যত ভালো ডিভাইস তত ভালো গ্রাফিক্স + গেমপ্লে তে গেমটি খেলতে পারবেন।

Adventure + Action + RPG + Multiplayer + Single Player সবকিছু নিয়েই গেমটিকে তৈরি করা হয়েছে। one of the best mmorpg games on mobile একে বলাই যায়।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলো ঃ

 

 

(২) Game Name : Kritika : The White Knights

Game Developer : Com2uS Holdings Corporation

Game Size : 95 MB (ভিতর থেকে আরো Data Download হবে)

Required OS : 5.0+

Game Released Date : May 29, 2014

Game Version : 4.20.2

Game Link : Playstore

এটি একটি Competitive Multiplayer Action-RPG Game। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তারা জেনে নিতে পারেন।

গেমটি অনেক পুরোনো ২০১৪ সালে রিলিজ করা হয়। গেমটি এখন পর্যন্ত প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং রিভিউ করা হয়েছে ৮ লক্ষ ৮৭ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

এই গেমটির রেটিং অনুযায়ী গেমটি আমার কাছে পারফেক্টই মনে হয়েছে। এই গেমে আপনি অনেক মজা পাবেন। কারন এখানে Control + Gameplay এক কথায় অসাধারন। গেমটির গ্রাফিক্সও খুবই ভালো।

এখানে আপনি অবশ্যই Story Mode পাবেন। RPG Games গুলো বেশিরভাগই Story Mode ই হয়। এখানেও আপনি Story mode এ খেলতে পারবেন অন্যান্যগুলোর মতোই।

গেমটিতে বিভিন্ন ধরনের Characters + Skills + Upgrades + Weapons ইত্যাদি নিয়ে খেলতে পারবেন এবং সেগুলো Upgrade + Customize করতে পারবেন।

এখানে Colour দেখতে পাবেন ব্যাপক পরিমানে। কারন গেমটিকে এভাবেই ডিজাইন করা হয়েছে। এটি একটি Hack & Slash Game হওয়ায় আপনি Attack করে অনেক মজা পাবেন। আশা করছি গেমটি ভালো লাগবে।

গেমটিতে প্রচুর Features আছে। সবগুলোই দিয়ে দিলাম। নতুন নতুন ফিচার আরো এড করা হচ্ছে। তাই গেমটি Must Try করে দেখবেন।

 

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলো ঃ

 

Kritika: The White Knights Game Review

 

Kritika: The White Knights Game Review

Kritika: The White Knights Game Review

 

Kritika: The White Knights Android Gameplay - YouTube

 

(৩) Game Name : Oceanhorn

Game Developer : FDG entertainment GmbH & Co.KG

Game Size : 273 MB

Game Type : Offline

Required OS : 4.1+

Game Released Date : December 15, 2016

Game Link : Playstore

এটি একটি Action – Adventure Type Open World Game যেখানে আপনি একটি ছেলের Character Play করবেন।

গেমটির শুরু হয় এভাবেঃ আপনি ঘুম থেকে উঠেন। উঠে দেখেন আপনার বাবা একটি চিঠি রেখে গিয়েছে এবং সে চলে গিয়েছে কোথাও।

তাকে খুজে পাওয়ার রাস্তা হচ্ছে তার দেওয়া নোটবুক এবং একটি রহস্যময় নেকলেস। এই জিনিসগুলোর মাধ্যমেই আপনাকে তাকে খুজে পেতে হবে।

রোমাঞ্চকর এই Open World গেমটিতে আছে প্রচুর Puzzle, Dangers & Secrets। আপনাকে বিভিন্ন ধরনের Monsters এর সাথে লড়াই করতে হবে এবং তার সাথে অনেক বড় একটি ম্যাপ পাবেন Explore করার জন্যে।

আপনি শিখতে পারবেন Magic এবং তা ব্যবহার করতে পারবেন। এছাড়াও আপনি প্রচুর প্রাচীন গুপ্তধন খুজে পেতে পারবেন যেগুলো আপনার Journey তে আপনাকে অনেক সহায়তা করবে।

 

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলো ঃ

Oceanhorn ™ - Apps on Google Play

 

Oceanhorn ™ - Apps on Google Play

 

Oceanhorn for Android - Download the APK from Uptodown

 

Oceanhorn - Steam Trailer - YouTube

 

Oceanhorn: Monster of Uncharted Seas Review - Review - Nintendo World Report

 

 

 

(৪) Game Name : FRAG Pro Shooter

Game Developer : Oh BiBi

Game Version : 2.22.0

Game Link : Playstore

Game Released Date : March 5, 2019

Game Type : Action, Tactical Shooter, Offline, Single Player, Competitive Multiplayer, Stylized

Required OS : Android 5.0 and Up

বর্তমানে যারা Shooting Games পছন্দ করেন তারা এই গেমটির নাম শুনেননি এমন Game Lover খুব কমই আছে বলে আমি মনে করি।

কেননা এই গেমটি Playstore এ ১০ কোটিবারেরও বেশি ডাউনলোড করা হয়েছে যেখানে গেমটি সম্প্রতি ২০১৯ সালে রিলিজ করা হয়েছে Playstore এ।

গেমটির রিভিউ সংখ্যাও অনেক। ১০ লক্ষাধিকবারেরও বেশিবার গেমটিকে রিভিউ করা হয়েছে আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

এটি একটি MMO বা Multiplayer Online Shooting Type Game। গেমটিতে আপনি একসাথে অনেকগুলো Character নিয়ে খেলতে পারবেন।

একটি Character মারা গেলেও অন্যান্য character এর মধ্যে একটি character ও জীবিত থাকলে তবুও আপনি গেমটি Continue করতে পারবেন যা সত্যিই একটি মজার বিষয়।

গেমটি আপনি আপনার বন্ধুদের নিয়েও খেলতে পারবেন। এই গেমটির Graphics খুবই অসাধারণ। এখানে আপনি FPS (First Person Shooter + TPS (Third Person Shooter) দুইভাবেই খেলতে পারবেন।

গেমটিতে আপনি PVP Battle, 2VS2 Team Battle ইত্যাদি Mode এ খেলতে পারবেন। এছাড়াও গেমটিতে আপনি পেয়ে যাচ্ছেন ১০০ টিরও বেশি Weapons।

গেমটিতে একসাথে আপনি ৫ টি Character নিয়ে খেলতে পারবেন। এখানে Attack + Defense যেভাবেই আপনি পারেন Strategy বানিয়ে খেলতে পারবেন।

গেমটিতে ১০০ টিরও বেশি Heroes রয়েছে। Skin Customization থেকে শুরু করে গেমটিতে অনেক কিছুই আপনি পেয়ে যাবেন।

আর হ্যাঁ, গেমটি আপনি Offline + Online দুইভাবেই খেলতে পারবেন। প্রতিটি Character ই এখানে আলাদা আলাদা Skills, Powers নিয়ে তৈরি করা। তাই আপনি ভিন্ন কিছুর স্বাদ পেতে পারবেন।

আর তাছাড়া এই গেমটি নিয়মিত আপডেট করা হচ্ছে। তাই প্রতিনিয়তই নতুন নতুন অনেক কিছুই এখানে Add করা হচ্ছে।

গেমটি সারা বিশ্বে প্রচুর সারা জাগিয়েছে মোবাইল গেমারদের কাছে। আশা করছি আপনারও ভালো লাগবে গেমটি।

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলো ঃ

 

 

(৫) Game Name : Modern Ops

Game Developer : Edkon Games GmbH

Game Size : 476 MB

Required OS : 4.4+

Game Released Date : March 19, 2019

Game Version : 7.57

Game Link : Playstore

Action গেমের কথা বলছি আর Shooting এর কথা বলবো না তা কি করে হয়?

এটি একটি ভালো Optimized Shooting Game। গেমটি ২০১৯ সালে প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটি প্লে-স্টোরে ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।

গেমটিকে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার রিভিউ করা হয়েছে এবং সেই সাথে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির গ্রাফিক্স + গেমপ্লে দুটিই বেশ প্রশংসাযোগ্য। কারন গেমটির গ্রাফিক্স মোবাইল গেমস এর তুলনায় অনেক ভালো।

সবকিছুরই ডিটেইল বেশ ভালো ভাবেই বিবেচনায় নিয়ে এসে গেমটিকে তৈরি করেছে ডেভেলপাররা।

এখানে আছে Multiplayer Mode, 5v5 Battles, Death Match সহ আরো বিভিন্ন ধরনের Game modes.

গেমটিতে ৩০টিরও বেশি Modern guns, pistols সহ ১০টিরও বেশি pvp action games পেয়ে যাচ্ছেন।

এছাড়াও গেমটিতে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছেন। গেমের Locations, Gun skins, Controls, Gameplay সব মিলিয়ে Overall অনেক ভালোই লেগেছে আমার কাছে।

তাই recommended থাকবে গেমটি খেলার জন্যে।

 

গেমটির কিছু স্ক্রিনশটস নিচে দেওয়া হলো ঃ

 

তো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো পোস্টে। ততক্ষনের মতো ট্রিকবিডির সাথেই থাকুন। ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT……

3 thoughts on "৫ টি Extreme High Graphics Action গেম Android Platform এর জন্যে!"

  1. Nafis Fuad Contributor says:
    high graphics er moddhe Genshin Impact koi huh???
    1. 4HS4N Author Post Creator says:
      pura playstore tai diye dei naki?
  2. jepiyo9479 Contributor says:
    ভাই 90mb বলছেন ভিতরে দেখি ১৮gb এগুলো ক্লিয়ার করলে ভালো হতো। শুধু শুধু টাইম ওয়েস্ট হতো না

Leave a Reply