কে না হতে চায় বাংলা বানানের জাহাজ!

  • এই প্রথম সবার জন্য সেই সুযোগ এনে দিয়েছে
    শব্দকল্পদ্রুম নামের এই মজার গেম। যে এটি
    খেলবে সেই একটি পিপীলিকা হয়ে ঘুরে
    বেড়াবে আর তার চলার পথে ভেসে আসতে
    থাকবে বহু ব্যবহৃত আর প্রয়োজনীয় কিছু বাংলা
    শব্দ। কখনো আসবে থাকবে বহুব্যবহৃত আর
    প্রয়োজনীয় কিছু বাংলা শব্দ। কখনো আসবে
    শুদ্ধরূপে, কখনো আসবে অশুদ্ধ না হয় বর্জনীয়
    রূপে। পিপীলিকা হয়ে লাফিয়ে ধরতে হবে শুধু
    শুদ্ধ শব্দগুলো। কোনভাবেই স্পর্শ করা যাবেনা
    অশুদ্ধ আর বর্জনীয় শব্দ। কারণ সেগুলো স্পর্শ
    করলেই কিন্তু জীবন শেষ! তাতে অবশ্য হতাশ
    হবার কিছু নেই কারণ তখনই জানিয়ে দেয়া
    হবে শব্দটার শুদ্ধ বানান। তাই সাথে সাথে
    লাফিয়ে উঠে আবার শুরু করে দেয়া যাবে
    শব্দকল্পদ্রুম!

  • বাংলা বানানের জাহাজ হতে হলে অতিক্রম
    করতে হবে সাতটি লেভেল। প্রথম লেভেল
    অতিক্রম করে হওয়া যাবে বাংলা বানানের
    ভেলা। তারপর বাংলা বানানের নৌকা।
    এভাবে বজরা, ট্রলার, লঞ্চ, স্টিমার হয়ে সব
    শেষে একজন হতে পারবে বাংলা বানানের
    জাহাজ।
  • দেখা যাক কতজন হতে পারে বাংলা
    বানানের জাহাজ! জেনে রাখা ভাল শব্দগুলো
    নেয়া হয়েছে হায়াৎ মামুদের লেখা ‘বাংলা
    লেখার নিয়ম কানুন’ বই থেকে।

4 thoughts on "বাংলা বানান শেখার জন্য অসাধারন একটি মজার গেমস"

  1. tishat Contributor says:
    Bro walton walpad c tablet khali off hoye jai…on korle crge thake 1 parcent..help me plz
    1. Momen Contributor Post Creator says:
      restore mere dekhun ki hoy…na hole Doctor 😛 r kase neye jan
    2. tishat Contributor says:
      Ok
  2. Notification Subscriber says:
    যারা এখোনো Freenom থেকে Gq,Ga,Cf,Tk Domain Register করতে পারেন না। তাদের জন্য একটি মেগা পোস্টঃ
    MasterKing.ga

Leave a Reply