আসসালামু আলাইকুম
আশা করি সকলেই ভালো আছেন। যদিও আমি বেশী ভাল নেই। ঠান্ডা জ্বরের পাশা পাশি, চলছে মডেল টেস্ট পরীক্ষা। তবুও আলহামদুলিল্লাহ।
আর কথা নয় চলে যাই মূল কাজে। কাজ শুরুর আগে বলে নেই। অনেকেই অনুরোধ করায় আমি পোস্টটি করছি যাদের ফোন রুট তারা আরো সহজেই স্কিল বাড়াতে পারবেন। আর যাদের জানা আছে তাদের দেখার দরকার নেই।
আশা করি সকলেই ভালো আছেন। যদিও আমি বেশী ভাল নেই। ঠান্ডা জ্বরের পাশা পাশি, চলছে মডেল টেস্ট পরীক্ষা। তবুও আলহামদুলিল্লাহ।
আর কথা নয় চলে যাই মূল কাজে। কাজ শুরুর আগে বলে নেই। অনেকেই অনুরোধ করায় আমি পোস্টটি করছি যাদের ফোন রুট তারা আরো সহজেই স্কিল বাড়াতে পারবেন। আর যাদের জানা আছে তাদের দেখার দরকার নেই।
আর কথা নয় চলে যাই মূল কাজে। কাজ শুরুর আগে বলে নেই। অনেকেই অনুরোধ করায় আমি পোস্টটি করছি যাদের ফোন রুট তারা আরো সহজেই স্কিল বাড়াতে পারবেন। আর যাদের জানা আছে তাদের দেখার দরকার নেই।
আমাদের কাজ করার জন্য দরকার হবে es file explorer
যাদের নেই ডাউনলোড করে নিন
এখন আপনি যে দলের খেলোয়ারের স্কিল বাড়াবেন সেই দল ও ফরম্যাটের হয়ে একটি ম্যাচ শুরু করুন।
তারপর es file explorer. ওপেন করুন। নিচের মত show hidden files অন করুন।
এখন es file explorer থেকে android-data-com.nextwave.wcc2-files ঢুকুন।
দেখুন নিচের মত পাবেন।
যদি টেস্ট টিমের স্কিল বাড়াতে চান, তাহলে যে ফাইলের প্রথে TM আছে সেই ফাইলে ঢুকবেন। অন্যগুলোর জন্য RSA.dat টাইপের ফোল্ডার ওপেন করবেন। আর ফেভারিট টিমের জন্য ban_squad.dar টাইপের ফোল্ডারে ঢুকবেন। আর ঢোকার সময় text ফাইল es note editor দিয়ে ঢুকবেন।
তারপর ওপরের edit ক্লিক করবেন
আপনি এখন প্লেয়ারের স্কিল বাড়াতে পাড়বেন।
স্কিল হলো batavg=”65″ এটাকে আপনি টেস্টে ১০০ ও অন্য ফরমেটে ৮৫ পর্যন্ত বাড়াতে পাড়বেন। batavg=”100″
আবার একইভাবে বোলোরদের স্কিল বাড়াতে পারবেন। সেটা bowlavg=”65″ কে টেস্টে ১০০ ও অন্য ফরমেটে ৮৫ পর্যন্ত বাড়াতে পারবেন। bowlavg=”100″
এখন ওপরের সেভ বাটনে ক্লিক করে সেভ করুন।
এখন গেমটি ওপেন করে নতুন ম্যাচ শুরু করে দেখুন আপনার কাংখিত খেলোয়ারের স্কিল বেড়ে গেছে।
দয়া করে কেউ খারাপ কমেন্ট করবেন না। আপনি যদি এর থেকে ভালো জানেন তাহলে পোস্ট করুন।
আজকের মত এখানেই শেষ করছি।
প্রায় সবারই জানার কথা।
আর সবগুলো একসাথে পোষ্ট করতে পারেন না?
একটা গেইম নিয়ে দিনে দুইটা করে পোষ্ট করলে কি হবে?
“Loading Ground..Please wait” Eta Ashe And 90%Loading Hoi Trpr Ver Hoiye Ashe…Plz Solve Korun Amr Ei Problem Ta…Plz plz??
এই গেইম খেলতে মিনিমাম ১ জিবি র্যাম লাগবে।
আর র্যাম কম হলে কোয়াড কোর সিপিউ ও ৫১২ র্যাম লাগবে।
আশা করি বুঝাতে পেরেছি।
একটা ম্যাচও এখনো জিততে পারি নাই।—-+>
Onader Post Trickbd te kom e pai…
আর আপনার একটি লাইন বুঝি নাই, “দল ও (→ফরম্যাট←) এর মানে কি?