আজ পোষ্টের শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই রানা ভাইকে,কারণ তার জন্যই আমি এই বিশাল প্লাটফর্মে লেখার সুযোগ পেয়েছি।
আর আমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই Sk Sharif ভাইয়ের যার কারণে আমি অথর হওয়ার মর্যাদাটুকু পেয়েছি।তিনি আমাকে অনেক সহায়তা করেছেন।

তো এবার মূল পোষ্টে আসি,
আমরা এন্ড্রয়েড ব্যাবহারকারীরা গেইম খেলতে খুব পছন্দ করি।সকলের নিশ্চয় এক ধরনের গেম খেলতে ভালো লাগে না।কারো হয়তো পাজল,কারো একশন,কারো এডভেঞ্চার তারও কত কি!
তাই আাজ আমি এমন একটি গেমের রিভিও নিয়ে এসেছি যা একইসাথে সকল রুচি পুরণ করতে সক্ষম।

গেমটির নাম Infamous Machine

গেমটির আছে যেমন স্টোরিলাইন তেমন গ্রাফিক্স।
তবে মজার ব্যাপার হচ্ছে গেমের প্রতিটি ক্যারাকটারের সাথে বিল্ড-ইন ভয়েস যোগ করা হয়েছে।মানে গেমের প্রতিটা চরিত্র কথা বলবে।

গেমটির রিভিও শুনে নিশ্চয় মনে করছেন,গেমটি কত বড় সাইজেরই না হবে?না,গেমটি মাত্র ৯৩এমবি।তাহলে নিশ্চই অনলাইন?না,এই গেমটি সম্পূর্ণ অফলাইন।

পুরো গেমটিকে আপনাদের ল্যান্ডস্কেপ( Landscape) মোডে খেলতে হবে।
মানে কাৎ করা অবস্থায়।গেমটি ৫টি চ্যাপটার বিশিষ্ট।

পটভূমি:


VIENNA,1804 খ্রিস্টাব্দ।

কাহিনী:


21বছরের ডিজিটাল যুগের একটি ছেলে ভবিষ্যৎ কে বাঁচাতে নিজের অজান্তে বেরিয়ে পড়ে টাইম মেশিনে।
তার নাম কেলভিন।তার উদ্দেশ্য যুবক Dr.Lupin কে খুজে বের করে তার বিধ্বংসি আবিষ্কারকে আটকানো।সে একসময় অসফল হয় এবং বিজ্ঞানী Issac Newton ও বিখ্যাত চিত্রশিল্পী Leonardo the vinchi এর সহযোগীতায় যন্ত্রটি ধ্বংসে সফল হয়।
গেমটির একটি চ্যাপ্টারে আপনারা রবিন হুডকে দেখতে পাবেন।
গেমটিতে কেলভিনের সাথে থাকবে একটি ব্যাগ,যার মধ্যে সে সকল দরকারী জিনিসসমূগ রাওতে পারবে ও প্রয়েজনে ব্যাবহারও করতে পারবে।

গেমটির কিছু স্ক্রিনসট

গেমটির কিছু চিটস এবং ট্রিকস:

*গেমটির কোন স্পটে যদি আপনি বুঝতে না পারেন কোনটি টাচেবল বা কোনটি আপনি ব্যাবহার করতে পারবেন ঐ স্পটে টাচ করে ধরে রাখুন।দেখতে পাবেন সকল টাচেবল জিনিস। *গেমটির কোন অংশে যদি আটকে যান তবে Stream Community
থেকে walkthrough জেনে খেলতে থাকুন।

গেমটি ডাউনলোড করতে Direct Linkএ ক্লিক করুন।
পোষ্টটি পড়ার জন্য ধন্যবাদ।

9 thoughts on "[Game-Review]Android এর জন্য নিয়ে নিন টাইম মেশিন নির্ভর Point and click ধাচের Adventure গেম ‘Infamous Machine’"

  1. Avatar photo ?ⓙⓐⓚⓐⓡⓘⓐ Contributor says:
    ভাল পোস্ট আশা করি আরোও ভালো কিছু দেওয়ার চেষ্টা করবেন
    1. Avatar photo Mamunur Rashid Contributor says:
      koto mb
    2. Avatar photo Niloy Author Post Creator says:
      93 mb
  2. Avatar photo Rakibul Hasan Contributor says:
    Atke geci…ticket nilam…theater a dhuklam er pore ki korbo khuje pacci na…fb link plz..
    1. Avatar photo Niloy Author Post Creator says:
      /nilou.mollick
    2. Avatar photo Niloy Author Post Creator says:
      Full Offline
  3. Avatar photo Niloy Author Post Creator says:
    বা walkthrough দেখতে পারেন।
    1. Avatar photo Niloy Author Post Creator says:
      offline

Leave a Reply