প্রথমে আমি রানা ভাইকে ধন্যবাদ দিতে চাই আমাকে Author বানানোর জন্য এবং এত সুন্দর একটা প্লাটফরম তৈরী করার জন্য৷
SK SHARIF ভাইকেও ধন্যবাদ দিতে চাই আমাকে Authorহতে সাহায্য করার জন্য৷আশা করি তিনি আমার মতো আরো অনেককেই tuner হতে help করতে পারবেন৷
অনেক ভালো মানের post করেও অনেকেই Tuner হতে পারছে না৷কারণ Trickbd তে তো অনেক পোস্ট হয়ে থাকে এতো খারাপের মাঝ থেকে ভালো পোস্ট/Tuner বের করা অনেক কঠিন৷
শরিফ ভাই এরকম ভালো টিউনার দের খুঁজে বের করে তাদের টিউনার হতে help করেন৷তিনি সকলের অসম্পূর্ণ থাকা স্বপ্ন পুনারায় চালু করে তা পরিপূর্ণতা দান করেন৷
ভালো Tuner দের দ্বারাই Trickbd আরো উন্নত হতে পারবে
Trickbd জেনো আরো উন্নতির শীর্ষে পৌঁছতে পারে এই কামনা করিতো অনেক কথা বললাম এখন আর একটু কথা বলবো কেউ কেউ মনে করতে পারেন হয়তো এই Apps দিয়ে অনেক Action,Adventure বা আরো এরকম গেম draw করা যাবে,কিন্তু এরকম কিছুই না৷এটা দিয়ে simple একটা brain গেমস draw করতে পারবেন এবং গেমটি enjoy করতে পারবেন৷simple হলেও কিন্তু অনেক মজাদার
আসলে এই জিনিসটা কি
এই গেম সম্পর্কে অনেকে উল্টাপাল্টা ভাবতে পারেন ৷তাই আগে এই গেমটা আসলে কি সেটা দেখাব৷
যদি আপনার প্রয়োজন/ভালো লাগে তবে বাকি পোষ্টটুকু পড়ার আমন্ত্রণ রইলো৷তা না হলে এখানেই বিদায় জানাই৷
ছবিগুলো দেখে সিদ্বান্ত নিন৷
কি সিদ্ধান্ত নিলেন
ছবিগুলো দেখে কেউ হয়তোবা আমায় গালি দেওয়ার কথা ভাবছেন৷কেউবা তার উল্টোটা৷হয়তো ভেবেছিলেন এটা দিয়ে games তৈরী করা যাবে বড় ধরনের৷কিন্তু এরকম কিছুই না৷
এটা দিয়ে শুধু games এর মধ্যে games এর level তৈরী করতে পারবেন৷আমি তো আগেই বলছি একথা৷
যদি গেমটা ভালোই না হয় তবে আপনাদের কাছে Share করলাম কেন?এজন্য এটা কীভাবে তৈরী করতে হয় তা জানুন আগে—
এজন্য আপনার খাতায় আকাআকি করতে হবে৷তারপর সেটা ছবি তুলে গেমে সেট করতে হবে৷আর হয়ে গেল গেমের একটি level.এটাই আসল মজার বিষয়৷
ডাউনলোড দিবেনই যখন বিস্তারিত জেনেই ডাউনলোড দিন
PlayStore Comment N+P
playstore এ এর positive comment বেশি তবে এর বিরুদ্ধেও তো থাকতেই পারে৷সবগুলোই তো বিবেচনার মধ্যে পরে তাই না৷
অনেক দেখাদেখি হইছে এখন ভালো লাগলে ডাউনলোড করে নিন৷আর বাকি পোস্টটুকু পড়তে থাকেন
Download Apk
Name:Draw Your Game
Size:52.5 Mb
Download Link:Click Here
Support Phone
এই গেমটা smoothly খেলতে আপনার ফোন এর version 3.4.4 হলে ভালো হয়৷
Game টা Install দিয়ে ওপেন করুন
গেম ওপেন করলে আপনি দুটো অপশন দেখতে পাবেন৷একটি অপশনে দেখবেন লক করা আছে৷এটাই হচ্ছে আসল অপশন যার সাহায্যে draw করে গেম মেড করবেন৷কিন্তু প্রশ্ন হচ্ছে-এটা তো লক করা আছে তাহলে কীভাবে কি করব?
এজন্য আপনাকে গেমে দেওয়া level গুলো খেলতে হবে,কিছু level complete করলেই এটি unlock হয়ে যাবে৷
ভালোভাবে বুঝার জন্য screenshot দেখতে পারেন-
Unlock
season 1 complete হলে প্রথম পৃষ্ঠায় চলে আসুন ৷ আর দেখুন create mode unlock হয়ে গেছে৷
বিস্তারিত না লেখলে আপনারাই রাগারাগি করবেন তাই এতসব লেখালেখি৷যাক এখন খাতা কলম নিয়ে রেডি হয়ে যান৷কিন্তু কীভাবে আঁকবো?এর নিশ্চয়ই একটা নিয়ম আছে?হ্যাঁ আছে৷
আপনি create এ ঢুকলেই আপনাকে এর নিয়ম সব শিখিয়ে দিবে৷তাই এটা নিয়ে লেখা আমার মনে হয় ঠিক হবে না৷তাই আর ওদিকে এগোলাম না৷
Other
①আপনি যখন season 1 complete করলেন৷তখনই level তৈরীর ধারনা আপনার মাথায় ডুকে যাবে৷
②আপনি যদি চান তবে খাতায় না আকিয়েও create করতে পারবেন৷এজন্য আপনাকে create অপশনে গিয়ে draw তে click করলেই হবে৷
পরিশেষে
আসলে এখানে লেখার মতো কিছুই পেলাম না তাই এতসব আজেবাজে কথাই লেখে দিলাম৷
যদি কোনো ভুল হয়ে থাকে তবে মাফ করে দিবেন৷আমাকে উপদেশ দিয়ে আমার ভুলগুলো শুদ্রানোর সুযোগ করে দিবেন আশা করি ৷
help me