আসালামু আলাইকুম

আশা করিতে পারি সকলেই ভালো আছেন

আজ আপনাদের নিকট খুব মজার একটি রেসিং গেম নিয়া আসিয়াছি।

সুচনাঃ

গেমটির নাম BB Racing অথবা Bich Buggy Racing এর সাইজ খুব কম ৩৯ এম্বি এর মতো

গ্রাফিক্সঃ

আপনার ফোনের যার্ম এর উপর নির্ভর করে। এই গেমটির ডেভোলপার ভাই জান গেমটিকে আল্ট্রা কন্সোনেন্ট দিয়া বানাইয়াছেন।

যার ফলে আপনার মোবাইলের যার্ম এর হিসেব করিয়া গেমটি তার গ্রাফিক্স বিস্তার করে। আর গেমটি কখনই কোন সমস্যা করে নাই।

আমি আলাদা আলাদা ৪ টা ফোন দিয়া গেমটা খেলিয়া দেখিয়াছি।
ফোনের যার্ম এর উপরে গ্রাফিক্স সাপ্লাই করে।

কেমন দেখিতেঃ

গেমটির বিষয় বস্তু হলো সমুদ্র তিরোবর্তি এলাকার পাশ দিয়া কয়েকটা গাড়ি মিলে রেস করেন।
গেমটি মুলতো সমদ্র তীর নিয়েই তৈরি।

কিছু স্ক্রিন সটঃ

গেমটি দেখিতে ঠিক নিচের ছবি গুলার মতো ____

ডাউনলোড অধ্যায়ঃ

গেমটি প্লে স্টোর এ আছেই যদি খুজিয়া না পান তা হইলে ইহা নিচে থেকে ডাউনলোড করিয়া নিতে পারিবেন।

ডাউনলোড করিতে সমস্যা হইলে কমেন্ট করিতে পারেন

(Download Now)

কোনো সমস্যা হইলে মেসেজ করিতে পারেন

ধন্যবাদ

26 thoughts on "নিয়ে নিন অসাধারন গেম বিচ বাজ্ঞি গেম( BB Recing )"

  1. I ahmed Contributor says:
    Old Game,bt Nice Post
    1. Hunter Author Post Creator says:
      লুল কেনো?
  2. Atikudzaman Author says:
    Vai size koto ..?…………..
    ..ar ata ki miltiplayer game…
    1. Hunter Author Post Creator says:
      Size লিখা আছে
  3. Ex Programmer Contributor says:
    নাইছ গেম কবি ভাই!
    1. Hunter Author Post Creator says:
      আপনি তো আগে থেকেই যানেন কম্পিউটার সাহেব
    1. Hunter Author Post Creator says:
      ধন্যবাদ সাব্বির ভাইয়া পাশে থাকিবেন আশা করি
    2. sabbir Author says:
      #Villan ভাই নাকি?
    3. Hunter Author Post Creator says:
      হ্যা ভাই আপনার অনুমান ঠিক
    1. Hunter Author Post Creator says:
      ধন্যবাদ পারফেক্ট মশাই
  4. Anik Shahoriar Contributor says:
    adima game_2014.. parle cool kono new game dan..
    1. Hunter Author Post Creator says:
      যেমন?
    1. Hunter Author Post Creator says:
      ধন্যবাদ ভাই! আপনাদের ভালো কমেন্ট এর উপরে ট্রিকবিডি নির্ভর।

      ট্রিকবিডি কখনো কাউকে খারাপ চখে দেখে না!

      কিন্তু তুবুও আগের সেই অনেক আগের অথর গুলোকে চাই! মোডারেটর / ট্রিকবিডি এডমিন প্যানেল যদি সম্ভব হয় তবে আগের লেখক গুলো কে ফিরিয়ে আনার চেস্টা করুন

      দোষ, গুন, পাপ লোভ সবার থাকে সবার সাথেই কম্প্রোমাইজ করিতে হয়।

      এডমিন প্যানেল এর নিকট আবেদন পারর্থি ( অবশ্যই তাদের আবার এই ট্রিকবিডি দেওয়ালের Top author দের তালিকায় দেখিতে চাই

      এডমিন প্যানেল রিপ্লে চাই!!!!!!!!!!!!! “

    2. Trickbd Support Moderator says:
      আমরা আগ্রহীদের সুযোগ দিচ্ছি।
      তবে নীতিমালা মেনেই পোষ্ট করতে হবে।
    3. Hunter Author Post Creator says:
      আমার জানা ও নিজের চক্ষে দেখা বর্তমান প্রায় ৮৯% লোক নিজের সার্থ হাসিলের জন্য পোস্ট করে।

      তাই আগের মতো সেই পোস্ট গুলো পাওয়া যায় না।

      আর আপনার বিবেগ হয়তো যানে পরিশ্রম ও অর্থের বিনিময় ২ টা ২ জিনিস।

      যারা নিসার্থ ভাবে পোস্ট করে সেই লোক গুলো আর নেই!!!

      কিছু একটা করুন এডমিন প্যানেল

    4. Trickbd Support Moderator says:
      নীতিমালা না মানলে কাউকেই ছাড় দেয়া হবেনা।
      আমাদের ভেরিফাইড ট্রেইনার আছে কিছু,যারা নিয়মিত ভালো ও মানসম্মত পোষ্ট উপহার দিয়ে যাচ্ছে।
      অবশ্যই বৃহত্তর স্বার্থে।
      এরকম ট্রেইনারদের নিয়ে আমাদের ভবিষ্যত পরিকল্পনা রয়েছে।
      সুতরাং বলতে পারেন আমরা এখন ট্রেইনার বাছাই করছি।
      যার যার পদ অনুযায়ী ব্যাজ দেয়া হবে।
      মতামতের জন্য ধন্যবাদ।
    5. Hunter Author Post Creator says:
      এটা যানি ট্রিকবিডি ব্যাচ সিস্টেম হবে! আর আপনি হয়তো যানেন Old is Gold
    6. Trickbd Support Moderator says:
      দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো।
      এটাও নিশ্চয় জানেন।
      সুতরাং রুলস না মানলে অহেতুক সুযোগ দেয়ার কি দরকার?
  5. Net Boss Contributor says:
    সমুদ্রের পারে। ভালোই হলো।
    1. Hunter Author Post Creator says:
      ধন্যবাদ ভাই
    1. Hunter Author Post Creator says:
      ধন্যবাদ ভাই

Leave a Reply