গেইম রিভিউ
২০১৮ এর মেইবি বেস্ট টাইম কিলার গেইম এইটি।
আপনারা অনেকেই আগে ব্রিক্স ব্রেকার গেইম খেলেছেন
সেখানে একটি বল দিয়ে সব ব্রিক ভাংতে হত। এই গেইম টিও প্রায় সেইরকম তবে এখানে একাদিক বল দিয়ে (৩০-৮০) ব্রিক ভাংতে হয় যা খেলতে অসাধারণ। গেইম টি একবার খেলা শুরু করলে খেলতেই থাকবেন কখন টাইম পার হয়ে যাবে বুজতেই পারবেন না। গেইম টিতে রয়েছে মাল্টিপ্লেয়ার এর ব্যবস্থা। ফলে অনলাইনে খেলতে পারবেন। অফ্লাইনে রয়েছে ৩০০০ লেভেল
যা কখনো খেলে শেষ করা সম্ভব বলে আমার মনে হয় না।
গেইম ডিটেইলস
১. প্লে স্টোরে রয়েছে।
প্লে স্টোরে
৩. সাইজ ১৫ এম্বি প্রায়।
৪. সভ ডিভাইসে চলবে কারণ সিপিউ জিপিউওর ঝামেলা নেয়।
৫. যেকোনো রেম এর ডিভাইসে খেলা যাবে।
উপদেশ
গেইম হ্যক করতে যাবেন না।
YASIR-YCS
পোস্ট তারাতারি করার কারণে ভুল হতে পারে অনেক। তাই কোনো ভুল থাকলে নিচে কমেন্ট করুন।
11 thoughts on "[Bricks Breaker Quest] প্লে স্টোরের এই বছরের সেরা টাইম কিলার গেইল।"