আপনারা অনেকেই অনেক আজব গেইম খেলেছেন
কিন্তু এই গেইম কখনো খেলেছেন কিনা সন্দেহ আছে।
এই গেইম টি খেলে খুবই মজা পাই আমি।গেইমটি খুবই জনপ্রিয়।
এই গেইম এর ২২০ লক্ষ ইউজার আছে। চিন্তা করুন কেমন
হবে এই গেইম। নিচে অ্যাপ টির রিভিউ+ডিটেইলস দিচ্ছি।
Game Review
রিভিউ বলতে এই অ্যাপ এর কি রিভিউ দিব খুজে পাচ্ছি না
এত সিম্পল আর আকর্ষনীয় একটি গেইম। এই গেইমটিতে
কোনো কাজ নেই শুধু খেলবেন। এটি এক ধরণের ক্লাসিক
গেইম যার প্রতি আপনি আসক্ত হবেনই। খুবই কম মানুষ আছে
আপ্নার হাত স্ক্রনে রেখে কন্ট্রুল করবেন। গেইমটতে স্ক্রিন থেকে হাত
তোলা যাবে না তাহলেই গেইম ওভার। তাই স্ক্রিনশট তুলতে
পারিনি তেমন। গেকমটি পুরা স্ক্রিনে হাত রেখেই খেলতে হবে।
আপনি কত স্কোর করতে পারেন তাই হল আসল।এই গেইমটিতে
অনেক ধরণের বেক্টেরিয়া টাইপ ভিলেইন আছে যাদের হাত থেকে রক্ষা পেয়ে আপনাকে স্কোর করতে হবে। এর চেয়ে বেশি কি বলব জানি না। তাই গেইম টি শেয়ার করছি।
Game Details
১. সাইজ: ৪৬ এম্বি।
২. ডাউনলোড: ১ মিলিওন+
৩. টাইপ: ক্লাসিক।
৪. গ্রাফিক্স: অসাধারণ
Play Store Link
পোস্ট করার আগে ট্রিকবিডি তে সার্চ করে দেখি যদি কেউ এই পোস্ট আগে করে থাকে। কিন্তু পেলাম না। তাই পোস্ট করছি। কেউ আগে করে থাকলে বলবেন। Author দের বলছি পোস্ট এর টাইটেল ঠিক রাখুন কোন অ্যাপ নিয়ে পোস্ট করলে তার সঠিক তথ্য দিন এতে আমাদের/অন্যদের পোস্ট খুজে পেতে সহজ হবে।
First — The user’s number (22 million)
Secend — The game’s name
গেইম এর ডিটেইলস এ গিয়ে চেক করেন কি লেখা আছে।
আশা করি ইংরেজীতে লেখা আছে সব বুজবেন।