সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করিছি আমার আজকের পোস্ট।

পোষ্টটি হয়ত আগে কোথাও দেখে থাকবেন কিন্তু আমার কাছে নুতুন আর হয়ত অনেকর কাছেও নুতুন হবে কারন সবাই সব কিছু জানেনা।
আর সে জন্য আপনাদের মাঝে নিয়ে এলাম আমার এই ছোট্ট পোষ্ট। এবার মনোযোগ সহকারে পরুন এবং Google এর সাথে মজার খেলা করুন।

ছোটবেলায় ভিডিও গেম নিয়ে আমাদের কারোরই আগ্রহ কম ছিলনা।

চলুন আবারো খেলে আসি পুরনো সেই গেমসগুলো তবে এবার Google এর সাথে কোন ভিডিও গেমস ছাড়াই:

» Breakout game

 

ভিডিও গেমস খেলেছেন আর ব্রেকআউট গেম খেলেননি তা কখনোই হবার নয়। তবে চলুন জেনে নিই কিভাবে গুগোল এর সাথে এই গেমটি খেলা যাবে-

# প্রথমে গুগল ইমেজ এ ক্লিক করুন।

# এবারে ইমেজ সার্চ বারে লিখুন Atari Breakout

# এবার এন্টার দিয়ে কিছুক্ষন অপেক্ষা করুন আপনার কাঙ্খিত গেমটি শুরু হয়ে যাবে এবং গেম শেষে আপনার প্রাপ্ত স্কোরটি জানিয়ে দেয়া হবে।

» Arcade game:

এই গেইমটিও বেশ মজার। আপনারা গুগল এ সার্চ দেখেছেন Goooooogle লেখাটির অনেক গুলো O থাকে।
এখন যে গেইমটি খেলবেন সেটিতে আপনার সার্চ রেজাল্টের চারপাশে থেকে ছুটে আসবে সেই O অক্ষরগুলো এবং আপনার সার্চ রেজাল্টকে আঘাত করে ভাঙ্গতে থাকবে।
আর আপনাকে সেই অক্ষরগুলো টিপে টিপে মারতে হবে। চলুন তবে শুরু করা যাকঃ

 

# প্রথমে গুগল এ ক্লিক করুন।

# সার্চ বারে zerg rush লিখে এন্টার করুন।

# কিছুক্ষনের মধ্যে সার্চ রেজাল্ট আসার পরপরই গেমটি শুরু হবে।

# খেলার শেষে আপনাকে স্কোর জানিয়ে দেয়া হবে।

আজ এ পর্যন্তই আবার দেখা হবে মজার কোন টিপস নিয়ে খুব শীঘ্রই। ভালো থাকুন সবসময় এই কামনা রইল –
আর একটা কথা বলতে ভুলেই গেলাম কষ্ট করে লিখলাম ভাল লাগলে কমেন্ট করবেন অবশ্যই।

আমার একটা ছোট্ট সাইট আছে  চাইলে একটু ঘুরে আসতে পারেন তাহলে আমার আরও একটু বেশি ভাল লাগবে।

Click Here To See My Website : BDtechnoTips.Com

6 thoughts on "পুরনো দিনের কথা মনে করতে চলুন একটু ছোটবেলার ভিডিও গেমস খেলি গুগলের সাথে আসা করি সবার ভাল লাগবে।"

  1. Uzzal Mahamud Pro Author says:
    আমি এই মাসে Trainer Request দিয়েছি কিন্তু কাজ হইনি আবার পরের মাসে Trainer Request দিতে পারবো
    1. Dibbo Author Post Creator says:
      ha parben, Valo post koren inshallah kaj hoye jabe.
  2. Tausif Contributor says:
    আমার ফেবু আইডিতে পোস্ট করলে ফ্রেন্ডদের কারো নিউজফিডে যাচ্ছে না?
    +
    কোনো গ্রুপে কমেন্ট/পোস্ট…..পেইজে লাইক/কমেন্ট ও করতে পারছি না?
    (মণে হয় একশন ব্লক)

    কিন্তু ফ্রেন্ডদের নিউজফিডে পোস্ট যাচ্ছে না এর সমাধান কী???
    (বি:দ্র:পোস্ট প্রাইভেসি পাবলিক দেওয়া)?
    হেল্প
  3. junaeid Contributor says:
    রানা ভাই অামাকে ট্রেইনার বানান প্লিজ , অনেক দিন হয়ে গেল রিকুয়েষ্ট দেওয়া। Please review my post & trainer me
  4. Hasibur Rahman Nuhan Contributor says:
    Vaiya..phone er home / menu kono jaigai e google play games er icon nai. But install kora ache & setting – app a gele dekha jasse. Ami “google play games” app ta open kivabe korbo tahole?

Leave a Reply