Android Game Review: Mekorama

আসসালামু আলাইকুম।

অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

Mekorama. একটি অ্যান্ড্রয়েড গেম। আজ এই গেমটির রিভিউ নিয়েই হাজির হয়েছি আমি। এই ধরণের পোস্ট করতে আমি বেশি উৎসাহ বোধ করি না, তারপরেও এই গেমটি খেলার পরে নিজেকে আর বিরত রাখতে পারলাম না এর রিভিউ লেখা থেকে। আশা করি আপনারাও এটিকে পছন্দ করবেন।

এই গেমটি ভালো লাগা ছাড়াও আর একটি সুবিধে হচ্ছে এর সাইজ, মাত্র 5.15 MB. কম সাইজ দেখে কেউ কেউ ভাবতে পারেন এর গ্রাফিক্স ততটা ভালো নয়। না, তা নয়! যেমন অসাধারণ এই Mekorama গেমটির কনসেপ্ট, তেমনি অসাধারণ এর গ্রাফিক্স যা আপনি নিচে দেয়া স্ক্রিনশটগুলো দেখলেই বুঝতে সক্ষম হবেন। সর্ব নিম্ম র‍্যাম নিয়েই এই Mekorama খেলা সম্ভব।

মাথা খাটানোর জন্য যথেষ্ট এই Mekorama. প্রথম প্রথম কয়েক লেভেলে মনে হতে পারে- সহজ এই গেমটি খেলার কি আছে! অপেক্ষা করে খেলুন, দেখুন আপনার মাথায় চাপ ফেলতে পারে কিনা! কোনো কোনো লেভেলে আপনাকে অতি দ্রুত হতে হবে অথবা কোনো লেভেলে আপনার মগজকে বনবন করে ঘুরাতে হবে। আমি একটুও অতিরঞ্জিত করে বলছি না, খেলে দেখলেই বুঝবেন। সবমিলিয়ে এক অত্যন্ত সুন্দর গেম।

নামঃ Mekorama
সাইজঃ 5.15 MB
ধরণঃ Puzzle
ভার্সনঃ 1.1
মুক্তিঃ May 14, 2016
সর্বশেষ আপডেটঃ May 19, 2016
প্লে স্টোর রেটিংঃ 4.7 (218,218+…)
ডাউনলোডের পরিমাণঃ 10 Millions+
নেটওয়ার্ক কানেকশনঃ Fully Offline
ওরিয়েন্টশনঃ Portrait
মূল ডেভলপারঃ Martin Magni
Editor’s Choice ব্যাজধারী।


Mekorama Download Link

Play Store
Apk Pure

গেমটি ইন্সটলেশনের পর ওপেন করলে নিম্মের মতো Play Levels নামক পেজ আসবে যেখানে গেমটির মূল ডেভলপার দ্বারা ডিজাইনকৃত 50 টি লেভেল পাওয়া যাবে।

গেমের মধ্যে কাজ হলো- একটা লাল চিহ্নিত সমাপ্তি স্থান বা পয়েন্ট আছে, তার উপরে যেকোনো কিছু রাখা বা ফেলানো; অর্থাৎ সেটিকে যেকোনোভাবে ঢেকে দেয়া। তা হোক হলুদ রঙ এর B বট বা লাল রঙ এর R বট অথবা অন্য কোনো সরানো যায় এমন কোনো পার্টিকেল বা বস্তু। এদের মধ্যে B বটকে নিয়মানুযায়ী আপনি আপনার ইচ্ছেমত পরিচালনা করতে পারবেন, R বট সবসময় সোজা এবং সামনে বাধা থাকলে তার হাতের ডান দিকে চলবে। আপনি এ সমাপ্তি পয়েন্টে পৌঁছতে অনেক বাঁধার সম্মুখীন হবেন যেগুলো অতিক্রম করতে হবে মাথা খাটিয়ে ধৈর্য ধরে অথবা দ্রুত কোনো বস্তু বা বটকে পরিচালনা করে। এই Mekorama গেমটি অনেকগুলো বর্গাকৃতির ব্লকের সমন্বয়ে গঠিত। এক্ষেত্রে ব্লকগুলো অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর হিসেবে কাজ করে। তাই এগুলোর হিসেবও মাথায় রাখতে হয়।

50 টি লেভেল কমপ্লিট হয়ে গেছে? যদিও সবগুলো লেভেল কমপ্লিট করা সহজ নয়, তারপরেও যদি পারেন তো সেটা আপনার ক্রেডিট। 50 টি লেভেল শেষ বা কয়েকটি খেলার পর আর পারছেন না বলে সামনে লেভেল আর আনলকও হচ্ছে না, তাই বিরক্ত হয়ে গেছেন নতুন লেভেল নেই বলে? সেরকম কোনো চিন্তার কারণ রাখেনি এই Mekorama গেমসের ডেভলপার। এই গেমের মধ্যেই রয়েছে লেভেল বানানো ও তা শেয়ার করার সুবিধা। অন্যের দ্বারা তৈরিকৃত লেভেলগুলো খেলতে তার শেয়ার করা লেভেল কার্ড স্কান করতে হয়। এজন্য মূল পেজ থেকে ডান থেকে বামে সোয়াইপ করলেই আরেকটি পেজ পাওয়া যাবে Scan Levels নামে। এই পেজে একটা ক্যামেরা আইকন ও একটি গ্যালারী আইকন দেখা যাবে। গ্যালারী আইকনে ট্যাপ করে আপনি অন্যের শেয়ার করা লেভেলকার্ড গ্যালারি থেকে সিলেক্ট করে স্কান করে খেলতে পারবেন।


অন্যের শেয়ারকৃত Mekorama লেভেল কোথায় পাবেন? এই Scan Levels পেজে দেখুন Facebook ও Twitter লেখা আছে। Facebook লেখায় ট্যাপ করলে আপনাকে গেমটির অফিসিয়াল ফেসবুক পেজে নিয়ে যাবে। সেখানে নিয়মিত বাছাইকরা লেভেল কার্ডগুলো দেয়া হয়। কোথা থেকে বাছাই করে! Mekorama গেমের একটি ফোরাম সাইট আছে, সেখানে ইউজারগণকর্তৃক শেয়ার করা লেভেল কার্ডগুলোই বাছাই করা হয়। এছাড়া আরো লেভেল পেতে ফেসবুকে Mekorama লিখে সার্চ দিলেই অনেক গ্রুপ পাবেন, যেখানের সদস্যরা নিজেদের কার্ডগুলো শেয়ার করে থাকে।

এখন আসি লেভেল তৈরির ব্যাপারে। Scan Levels পেজে থাকা অবস্থায় আবার ডান থেকে বামে সোয়াইপ করুন, আরেকটি পেজ পেয়ে যাবেন Make Levels নামে।

এখানে যোগ (+) কার্ড বাটনে ক্লিক করে আপনার নতুন লেভেল তৈরির কাজ শুরু করতে পারবেন। পূর্বেই বলেছিলাম Mekorama গেমটি একাধিক বর্গাকৃতির অদৃশ্য ব্লকের ধারণার উপরে কাজ করে। এই কথাটি এখানে সম্পূর্ণভাবে মেলাতে পারবেন। একটা সমতলের উপরে আপনাকে লেভেল তৈরি করতে হবে। ত্রিমাত্রিক এই তলকে যদি কার্তেসীয় পদ্ধতিতে যথাক্রমে X, Y ও Z অংশে ধরা হয়, তাহলে প্রত্যেক অক্ষের দিকে ১৬ টি করে ব্লক স্থাপিত করা সম্ভব হবে; যার মানে আপনি সম্পূর্ণভাবে ৪০৯৬ টি ব্লকের মধ্যে কাজ করতে পারবেন।

লেভেল তৈরিতে মাথা খাটানোর দিকে গুরুত্ব দিবেন। লেভেলে তৈরি করা হয়ে গেলে নিচের মতো পেজে লেভেলের নাম ও অথরের নাম পরিবর্তন করুন ইচ্ছেমত সে জায়গায় ট্যাপ করে। সব করা হলে নিচে ডান কোণায় শেয়ার বাটনে ক্লিক করে আপনার লেভেল কার্ড শেয়ার করুন।

এছাড়াও আপনি Meko Studio ওয়েবসাইটে গিয়ে কোনো লেভেল তৈরি করতে পারবেন, অন্যের শেয়ার করা লেভেল নিজ ইচ্ছেমত কাস্টমাইজেশন করতে পারবেন।

আশা করি সবকিছুই দেখানো হয়ে গেছে। এবারে Mekorama গেমের একমাত্র সমস্যা আর তার সমাধান বলছি।

সমস্যাটি হলো- বারবার আপনার সামনে একটা ডায়ালগ বক্স আসবে ডেভলপারকে কিছু ডোনেট বা পে করার জন্য। এই বক্স এতো পরিমাণে আসবে যে আপনি বিরক্ত হতে বাধ্য হবেন, যদিও অন্য কোনো অ্যাডের ঝামেলা নেই। এই বিরক্তি থেকে মুক্তি পেতে Lucky Patcher দিয়ে In app purchase প্যাচটি সম্পন্ন করুন। না পারলে এই ট্রিকবিডিতেই অনেক আগে অথর ইমরুজ ভাই এর করা নিম্মের পোস্টটি আপনাকে সহায়তা করতে পারবে বলে আশা করি। পোস্টটি অসাধারণ হয়েছিল।

[Root & Non Root] Lucky Patcher এর কাজ এবং ব্যবহার (সম্পূর্ণ)!

আমার দ্বারা তৈরিকৃত কয়েকটি Mekorama লেভেল কার্ড চাইলে ডাউনলোড করে নিতে পারেন নিচের Google Drive লিংক থেকে।

Download Mekorama Level Cards by Rasel

Necessary Links for Mekorama Android Game:

www.mekorama.com
www.mekoramaforum.com
www.mekostudio.com

পোস্টটি ভালো না লাগলে দুঃখিত। কোনো ভুল পেলে দয়া করে জানাবেন, আমি অতি শীঘ্র তা সংশোধন করতে চেষ্টা করব; শুধু-শুধু কমেন্টে নিন্দনীয় ভাষা ব্যবহার করে নিজের বংশ সম্বন্ধে অন্যদেরকে খারাপ কিছু ভাবনার সুযোগ দিবেন না।

My Facebook Profile

ধন্যবাদ।।।

28 thoughts on "অ্যান্ড্রয়েড গেম রিভিউ- Mekorama, মাত্র 5.15 MB সাইজের অসাধারণ গেম।"

  1. Shaheen Uddoula Author says:
    আরো ভাল করে লিখতে পারতেন। ধন্যবাদ।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      যেমন…?
    2. Shaheen Uddoula Author says:
      গেম টিপস & পোস্ট spelling + language…
    3. Md Rasel Hossain Author Post Creator says:
      দয়া করে বলবেন কি- Spelling কোথায় ভুল হয়েছে? Language এ সমস্যা কোথায় হয়েছে?
      শুধরাতাম ভুলগুলো!
    4. Shaheen Uddoula Author says:
      পোস্টার শুরুতে “অ্যান্ড্রয়েড” ~ অ্যান্ড্রোয়েড (আরো অনেক ভুল আছে পোস্ট রিভিশন দিন)
      আর লেখনীয় দিগ আরো ভাল করা যেত (এটা language)
    5. sabbir Author says:
      #Shaheen ভাই নিচের কমেন্টে কোনো কষ্ট নিবেন্না মনে!
  2. Kabbooss Contributor says:
    Vlo laglo game ta ?
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ভাল লাগার মতোই একটা গেম!
  3. Md Rasel Hossain Author Post Creator says:
    @Shaheen Uddoula রিপ্লাই অপশন নেই বলে এখানে বলছি।
    ভালোই একটা ভুল ধরেছেন!! ‘অ্যান্ড্রয়েড’- এই বানানটা ভুল! সঠিকটা না জেনে সঠিক-ভুল ধরতে আসা আপনারই ভুল হয়ে গেছে ভাই। দুঃখিত। আপনি যে লিখেছেন, ‘লেখনীয় দিগ’- এটা সঠিক বানান, তাই না?
    আর যে বলেছেন- Language এর কথা। শব্দের ঠিকভাবে ব্যবহার না করে যেমন তেমন একটা লেখা লিখে রাখলে মনে হয় ঠিক হতো!!!
    1. sabbir Author says:
      #Rasel ভাই একজন সিনিয়র Author এর সাথে এভাবে কথা বলিয়েন্না!!!

      @Shaheen ভাই আপনাকে উপদেশ দিয়েছে!!!আর কিছু বলেন্নাই!!!!!

    2. Md Rasel Hossain Author Post Creator says:
      মনে কষ্ট লাগার মতো কথা আমি বলিনি। উপদেশ দেয়া ভালো, তবে তা অবশ্যই সঠিক হতে হবে।
    3. sabbir Author says:
      ভাই আমার কিছু বলার নেই!!!!!!

      আমি সিনিয়রদের বেশি সম্মাণ করি তাই!

      বাকিটা আপনি বুঝে নিবেন!

    4. Md Rasel Hossain Author Post Creator says:
      সম্মান করা ভালো, তবে তার জন্য ভুলকে প্রশ্রয় দিবেন না।
    5. Shaheen Uddoula Author says:
      আপনার ব্যাপার বুঝতে পেরেছি (? আমারি একটু ভুল হয়েছে।
      তবে আমার প্রধান কথা এটায় ছিল, “আরো ভাল করে লিখতে পারতেন। ধন্যবাদ।” ~ (আর বাকি কমেন্ট গুলো…)
      ধন্যবাদ আমার ভুল ধরিয়ে দেওয়ার জন্য।
    6. Md Rasel Hossain Author Post Creator says:
      ??
  4. MrManik Contributor says:
    Onk agei sesh krchi
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      কি শেষ করেছেন? ৫০টি লেভেল?
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ?
  5. Md Naimur Rahman Contributor says:
    পোস্টটি অনেক সুন্দর হয়েছে।সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে।??
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ধন্যবাদ।
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      ???
  6. রিয়াদ Author says:
    যাক সবশেষে ৫০ লেভেল কম্পলিট করলাম একটি লেভেলও তৈরি কতে ফেললাম
    1. Md Rasel Hossain Author Post Creator says:
      আমি শুধু 23 নং টা পারলাম নাহ।
    2. রিয়াদ Author says:
      find me at messenger 01712398616
  7. রিয়াদ Author says:
    যারা যারা mekorama কার্ড পেতে চান তারা ফেসবুকের এই গ্রুপে জয়েন করুন।

    https://free.facebook.com/groups/554575428066579?refid=46&__xts__%5B0%5D=12.{“unit_id_click_type”:”graph_search_results_item_in_module_tapped”%2C”click_type”:”result”%2C”module_id”:2%2C”result_id”:554575428066579%2C”session_id”:”5a447ff3f41edb4d35f8c6dda230e5ac”%2C”module_role”:”ENTITY_GROUPS”%2C”unit_id”:”browse_rl:dcbc131e-4670-0660-1c0a-a914403503fc”%2C”browse_result_type”:”browse_type_group”%2C”unit_id_result_id”:554575428066579%2C”module_result_position”:0}

Leave a Reply