আসসালামুআলাইকুম


ট্রিকবিডির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন
,
বন্ধুরা টাইটেল দেখেই হয়ত বুঝতে পারছেন কি নিয়ে পোস্ট করছি। হ্যাঁ এটাই সবচেয়ে কম এমবির ক্রিকেট গেম।
রিভিউঃ খেলাটি মুলত প্রকৃতি প্রেমিদের জন্য করা হয়েছে। এই খেলাটি অনুষ্ঠিত হয় মুলত শামুক আর ঘাসফড়িং এর মধ্যে। আপনি খেলবেন ঘাসফড়িং এর হয়ে। আপনি সবসময় ব্যাটিং করবেন। খেলার বিপক্ষ দল শুধু মাত্র ফিল্ডিং করবে
মাঠে ওরা পুরাই ১১ জন ফিল্ডিং করবে।
লেগ সাইড, অফসাইড, স্টেট সবদিকেই রান হয়।
কম এমবি হলেও শুধু ছক্কা চারের খেলা বললে ভুল হবে। খেলাটিতে সিংগেল, ডাবল এবং ট্রিপল রান ও হয়। সেটাও কিন্তু শুধুমাত্র সংখ্যায় নয় দৌড়ে দৌড়ে রান নিতে হয়।
খেলাটিতে দর্শকসারিও রয়েছে। দর্শকসারিতে দেখা যাবে ঘাসফড়িং ও শামুক কাধে কাধ মিলিয়ে ক্রিকেট ম্যাচ উদযাপন করে। প্রত্যেকটা রান নেয়ার সাথে সাথে তাদের লাফাতে দেখা যায়।
শুধু তাই নয় প্রতি রানের সাথে সাথে দর্শকসারি ৪ কালারের বেলুন উড়ায়।
সিংগেল ও ডাবল রানের ক্ষেত্রে হলুদ কালারের বেলুন।
ট্রিপল রানের ক্ষেত্রে নীল কালারের বেলুন
বাউন্ডারি লেভেল হলে টিয়া কালারের বেলুন
আরে বাউন্ডারি ছক্কা হলে বেগুনি কালারেরে বেলুন উড়িয়ে ম্যাচ উপভোগ করতে দেখা যায়।
তাছাড়া আপনারা যারা টিভিতে বিপিএল যারা দেখছেন তখন হটাৎ দেখেছেন মাঠ ফেটে গাজী টায়ার্স বের হয়ে আউট দেখায়। ঠিক সেভাবেই আপনি আউট হলে মাঠ ফেটে সাইনবোর্ড বের হয়ে আউট দেখাবে।
তাছাড়া ক্রিকেট ম্যাচটি ডে -নাইটেও উপভোগ করা যায়।
আর কি লাগে ভাই যদি আরো কিছু পেতে চান ডাউনলোড করে দেখতে পারেন

Doodle Cricket 313 kb

কিছু স্ক্রিনশট






4 thoughts on "খেলুন সবচেয়ে কম এমিবির মজার Doodle cricket গেম। মাত্র ৩১৩ কেবি!!!"

  1. Shahriyar Imtiyaz Shehab Contributor says:
    গেম টা প্লে গেইম অপ এই আছে।
    1. রিয়াদ Author Post Creator says:
      থাকা অসম্ভব কিছুনা তবে আমি প্লেস্টোর লিংক দিলাম।
  2. munnamizan Contributor says:
    এই গেম খেল্লে চাকরি থাকবে না?
    1. রিয়াদ Author Post Creator says:
      আপনি মনে হয় জাবা যুগে গেম খেলেন নাই
      তাই সাধারণ গেমের মর্ম বুঝবেননা

Leave a Reply