বর্তমানে অনলাইন গেমিং কমিউনিটিতে PUBG গেমটি বেশ কয়েক মাস ধরেই ট্রেন্ডিং রয়েছে। আপনি যদি প্রথম দিকের কয়েকটি বিষয় আয়ত্ব করতে পারেন তাহলেই PUBG বা PlayerUnkown’s Battlegrounds গেমটি আপনার কাছে মজাদার লাগবে। বলা বাহুল্য যে অনলাইন গেমসগুলো সাধারণ অনান্য গেমের তুলনায় একটু কঠিনই হয়ে থাকে কারণ এখানে আপনি সরাসরি আরেকজন মানুষ / মানুষের দলের সাথে খেলছেন। আর আপনি নিশ্চিয় জেনে থাকবেন যে PUBG একটি পেইড গেম অর্থ্যাৎ টাকা দিয়ে গেমটি আপনাকে কিনে তারপর খেলতে হবে। আর যেহেতু টাকা খরচ করে গেমটি কিনেছেন কিন্তু ভালো মতো খেলতে পারছেন না তাই আপনারই জন্য আমি আজকের টিউনটি নিয়ে এলাম। আজকের টিউনে কিভাবে আপনি PUBG তে ভালো রেজাল্ট করবেন তা নিয়েই বলতে এসেছি। তো চলুন আর ভূমিকায় কথা না বাড়িয়ে সরাসরি টিউনে চলে যাই.

১) ড্রপ লোকেশনের উপর খেয়াল রাখুন

অনান্য ব্যাটল রয়্যাল স্টাইলের গেমসগুলোর মতোই PUBG গেমের প্রতিটি ম্যাচ শুরু হয় একটি আইল্যান্ডে প্লেন থেকে ১০০ জন প্লেয়ার ড্রপের মাধ্যমে। প্লেনের ট্রাজেক্টরির হিসেবে আপনাকে ম্যাপের কোথায় ড্রপ করতে হবে সেটা সবার আগে নির্বাচন করতে হবে। আমার আজকের প্রথম টিপসটি হলো এটাই যে প্রথমে একটি মানানসই ড্রপ লোকেশন বেছে নিন। অর্থ্যাৎ ম্যাপে কোথায় ব্যাটল হচ্ছে সেটা আগে খেয়াল করুন এবং ম্যাপে যে সকল স্থানে ফাঁকা রয়েছে সেখানে ড্রপ করার চেষ্টা করুন। আবার যেখানে বর্তমানে ফাইট হচ্ছে সেটার আশে পাশে যদি নামতে যান তাহলে দেখবেন যে আপনার সাথে সাথে ডজন খানেক প্লেয়ারও নেমে গিয়েছে এবং দেখা যাবে যে আপনি প্লেন থেকে ল্যান্ড করার সাথে সাথেই অনান্য প্লেয়ারদের দ্বারা কুপোকাত হয়ে যাবেন! তাই প্রথমে একটি নিরিবিলি স্থানে নামার চেষ্টা করুন। হয়তো নিরিবিলি স্থানে নামলে আপনি তেমন কোনো কিছুই লুট করার জন্য খুঁজে পাবেন না কিন্তু গেমে প্রথমে প্লেন থেকে নেমে কিভাবে বেঁচে থাকবেন সেটা শিখতে পারবেন।

২) বিজি ড্রপ পয়েন্টগুলো টেস্ট করতে ভয় পাবেন না

প্রথম প্রথম ব্যাটল পয়েন্টগুলোর থেকে যতটা পারেন দূরে গিয়ে ল্যান্ড করুন। এবং কিভাবে গেমটিতে বেঁচে থাকতে হয় সেটা আগে আয়ত্ব করুন। তবে গেমটির একসময় আপনাকে যুদ্ধের মুখোমুখি হতেই হবে তাই প্রথমে দূরে গিয়ে ল্যান্ড করা শিখুন। তবে গেমটি কিন্তু কোনো সারভাইবাল ধাঁচের গেম নয় যে ব্যাটল থেকে বেঁচে থেকে গেমটিতে জয়ী হতে পারবেন। প্রথম দিকে একটু সময় নিয়ে গেমটির কনট্রোল, লুটিং এবং ম্যাপ সম্পর্কে জ্ঞান অর্জন করুন। কে কোথায় খেলছে, কিভাবে খেলছে সেটা আগে দেখুন ও পর্যবেক্ষণ করুন। তারপর নিজের বুদ্ধিমাত্রা কাজে লাগিয়ে ধীরে ধীরে ম্যাপের মাঝখানে বা যেখানে যুদ্ধ বেশি চলছে সেখানে নিজেকে অগ্রসর করুন। অন্যদিকে লুটিং কিভাবে করবেন সেটা সম্পর্কেও পরিকল্পনা করতে ভূলবেন না যেন। মনে রাখবেন যুদ্ধের ময়দানে প্রথমদিকে আপনি কখনোই ভালো ফলাফল করতে পারবেন না তাই বলে বিরক্ত বা আশাহত হবেন না। চেষ্টা করতে থাকুন।

৩) লুটিং সম্পর্কে সচেতন হউন

PUBG গেমটির অন্যতম গুরত্বপূর্ণ উপাদান হচ্ছে লুটিং। তাই লুটিংয়ের ব্যাপারে সচেতন হতে হবে। ধরুণ আপনার কাছে একটি নির্দিষ্ট মডেলের অস্ত্র নেই। এখন সে অস্ত্রের মডেলের গুলি লুট করে আপনি বোকামি ছাড়া আর কিছুই করবেন না। মনে রাখবেন লুটিংও কিন্তু একটি স্কিল এবং এটিকে কিভাবে সঠিক ভাবে প্রয়োগ করতে হয় সেটাও আপনাকে শিখতে হবে। লুটিংয়ের সময় খুব দ্রুত লুট করার চেষ্টা করবেন এবং এক স্থানে বেশিক্ষণ ধরে লুটিং করতে গিয়ে পড়ে থাকবেন না। গেমটিতে ল্যান্ড করার পরেই আপনার প্রথম টার্গেট হবে অস্ত্র খুঁজে বের করা বা অস্ত্র লুট করা। কারণ হঠাৎ ব্যাটল শুরু করে আপনি অস্ত্র ছাড়া কিসের মাধ্যমে যুদ্ধ করবেন? আপনার স্কুল কলেজের কলম দিয়ে? (লুল)!

অস্ত্র এবং কিছু গুলি লুট বা সংগ্রহ করার পর আপনার পরবর্তী টার্গেট বা লক্ষ্য হবে বডি আরমর এবং একটি হেলমেট খুঁজে বের করা। আর এগুলো খোঁজার সময় থেকে শুরু করে সবসময় আশেপাশের শত্রু প্লেয়ারদের উপর নজর রাখবেন। কারণ যেকেউ এই গেমটিতে যেকোনো স্থান থেকে আপনার দিকে গোলাগুলি শুরু করে দিতে পারে। বডি আরমর ও হেলমেট পেয়ে গেলে পরবর্তীতে First Aid কিট এবং একটি ব্যাকপ্যাক যদি পান তাহলে তুলে নিতে পারেন। আর পরবর্তীতে লেভেল আপ হলে প্রথমে হেলমেট, ব্যাকপ্যাক এবং শেষে বডি আরমরকে আপগ্রেড করে নিন। সারভাইব করা শিখে গেলে এভাবে আপনাকে গেমটিকে কিভাবে লুটিং করতে হয় সেটা Practice এর মাধ্যমে শিখতে হবে।

৪) পার্টনার খুঁজে নিন কিংবা স্কোয়াডে যোগ দিন

গেমটি একা একা খেলার চাইতে একজন পার্টনার খুঁজে নিয়ে তার সাথে খেললে কিংবা একটি স্কোয়াডে যোগ দিয়ে সেখানে একসাথে খেললে আপনি গেমটির সকল বিষয় সম্পর্কে তুলনামূলকভাবে খুব দ্রুতই শিখতে পারবেন। আমি নিজেই যখন প্রথম প্রথম PUBG খেলা শুরু করেছিলাম তখন দেখা যেতো যে ৩/৪ টি ম্যাচ খেলতে গিয়ে দ্রুত মরে যেতাম এবং পরবর্তীতে গেমটির প্রতি একটা বিষাদ চলে আসতো আর এই কারণে কয়েক দিন আর গেমটি খেলতে মনে চাইতো না। কিন্তু পরবর্তীতে যখন একটি স্কোয়াডে যোগ দিলাম আর টিম হিসেবে খেলা শুরু করলাম তখন ধীরে ধীরে গেমটি আমার কাছে ভালো লাগতে শুরু করলো। স্কোয়াড হিসেবে খেললে মূল সুবিধা হচ্ছে এই ১০০ জনের বিশাল শত্রুদের সাথে খেলা লাগে না, হয়তো ম্যাপে আপনার স্কোয়ার এবং বাকি ২০/২৫টি স্কোয়াডের সাথে যুদ্ধ হবে। ১০০ এর চাইতে ২০/২৫ টি অনেক বেটার। স্কোয়াড হিসেবে খেলেও আপনি নিজের জন্য আলাদা লুট করতে পারবেন এবং একই সাথে টিম হিসেবেও লুটিং করতে পারবেন। মূল কথা হলো স্কোয়াড হিসেবে খেললে গেমটি আপনার কাছে আরো রসালো মনে হবে।

৫) লুটের চাইতে সঠিক পজিশন খুঁজে করা উত্তম

প্লেন থেকে নেমেই যদি আপনার মাথায় Karabiner 98 অস্ত্রের 8X স্কোপ থেকে নিগর্ত গুলি এসে লাগে এবং আপনি তড়িৎ করে মরে গেলেন সেটা কি আপনার ভালো লাগবে?! ড্রপ প্লেনটি এরিয়া থেকে চলে যাবার পর আপনি মাত্র ৫ মিনিট পাবেন লুট করার জন্য, আর এই পাঁচ মিনিট খুব দ্রুতই চলে যাবে। তাই এই পাঁচ মিনিটের সবটুকুই লুটিংয়ের পেছনে ব্যয় না করে আপনার জন্য সঠিক পজিশন খুঁজে বের করার কাজে ব্য়য় করুন। আপনি যদি পরবর্তী প্লে এরিয়া থেকে বেশ দূরে থাকেন তাহলে আপনাকে একটি গাড়ি খুঁজে বের করতে হবে না লোকেশনের উদ্দেশ্যে দৌড় শুরু করতে হবে যদি ভালো পজিশন বেছে নিতে চান। এখানে আপনার কাছে দুটি পদ্ধতির মাঝখান থেকে একটিকে বেছে নিতে হবে। হয় Well-equipped হবেন অথবা পরবর্তী প্লে এরিয়াতে নিজেকে একটি ভালো পজিশনে সেট করে রাখবেন। যেকোনো একটিকে বেছে নিন। তবে গেমটিতে খেলতে খেলতে হালকা অভ্যাস হয়ে বুঝবেন যে অনেক সময় অল্প রির্সোস সংগ্রহ করে পরবর্তী প্লে এরিয়াতে নিজের জন্য সঠিক ও সুবিধাপূর্ণ পজিশন বেছে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানে কাজ।

৬) সময়ের সৎব্যবহার করতে হবে

সময়ের সঠিক ব্যবহার করা শিখতে হবে আপনাকে। PUBG এমন একটি গেম যেখানে আপনি উড়াধুড়া শুটিং করবেন এবং বিজয়ী হবেন এটি ভাবলে চলবে না। যেমন আপনার কাছে 8X স্কোপযুক্ত একটি অস্ত্র থাকলে এবং স্কোপে আপনি অনেক দূরে অবস্থিত একজন প্লেয়ারের উপর ক্লিয়ার শট থাকলেই যে আপনি তাকে গুলিবিদ্ধ করতে পারবেন এমনটি কিন্তু সবসময় হয় না। তাই আপনার মনে যদি ১% আশঙ্কা থাকে যে আপনার শটটি তার গাঁয়ে গিয়ে বিধঁবে না তাহলে তাকে ছেড়ে দেওয়াই উত্তম। কারণ একটি মিসকৃত শটের কারণে ম্যাপের অনান্য প্লেয়ারদেরকে আপনার লোকেশনটির তথ্যগুলোকে উন্মুক্ত করে দেবে এবং হয়তো দেখা গেলো উল্টে আপনার উপর অন্য কেউ নজর রাখছে। সময়ের সঠিক ব্যবহারের জন্যেই অনেকেই গেমটিতে দ্রুত মরে যায় এবং অনেকেই ম্যাচ শেষে টপ ১০ লিস্টে থাকে।

৭) সাউন্ডকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে

অনান্য অনলাইন শুটিং গেমের মতোই PUBG তে আপনাকে সাউন্ডের উপর সর্বাদিক গুরুত্ব দিতে হবে। এবং এর জন্য আপনাকে অবশ্যই একটি হেডফোন ব্যবহার করে গেমটি খেলতে হবে। হেডফোন ব্যবহার করলে আপনি ম্যাপের কোন দিক থেকে কে কখন কোথায় গুলি করছে সেটা যেমন শুনতে পাবেন ঠিক তেমনি আপনার লোকেশনের আশেপাশে কেউ থাকলে তার হাঁটাচলার শব্দ শুনতে পাবেন। এই শব্দের উপর ভিক্তি করেই আপনার আক্রমণের পরিকল্পনা করতে হবে। এছাড়াও বিল্ডিংয়ের দরজা খোলার শব্দ, প্লেয়ারদের জানালা ভেঙ্গে বিল্ডিংয়ে প্রবেশের শব্দ, শটগানে রিলোডের শব্দ সহ বিভিন্ন প্রকার শব্দ শুনে অ্যাটাকে পরিকল্পনা করে গেমটি খেলে যেতে হবে।

৮) জিগজ্যাগ দৌড়!
গেমটিতে আপনার উপর যদি কেউ গুলিবর্ষণ করে তাহলে আশেপাশের কোনো অবজেক্টের ভিতর বা অবজেক্টের পেছনে গিয়ে কভার নিলে আপনি উক্ত গুলিগুলো থেকে বেঁচে থাকতে পারবেন। তবে আপনাকে যদি কেউ খোলা ময়দানে ধরে ফেলে তাহলে কখনোই সেখানে Prone বা Crouch করতে যাবেন না। সেখানে নিজের প্রাণ নিয়ে দৌড় দিন। তবে কখনোই একটি সোজা লাইন ধরে দৌড়াবেন না। জিগজ্যাগ দৌড় দিন। অর্থ্যাৎ একবার ডানে-একবার বামে এবড়ো থেবড়ো লাইনে দৌড়াতে থাকুন যতক্ষণ না একটি কভার খুঁজে পান। কভারে কিছুক্ষণ রেস্ট দিয়ে তারপর সিদ্ধান্ত নিন যুদ্ধে নামবেন নাকি যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাবেন।

৯) অস্ত্র ছাড়া বেশি জোরে দৌড়াতে পারবেন!

আপনি জানেন কি অস্ত্র এনগেজ করা ছাড়া আপনি বেশি দ্রুত দৌড়াতে পারবেন? হ্যাঁ! বাস্তবিক জীবনের কথাই এখানে ভাবুন। বাস্তবে যেমন অস্ত্রের ভারটি আমাদের দৌড়ে সমস্যা করে ঠিক তেমনি PUBG গেমটিতে আপনি অস্ত্র এনগেজ না করে আগের থেকে বেশি দ্রুত এবং জোড়ে দৌড়াতে পারবেন। তবে সবসময় অস্ত্র ছাড়া দৌড়ানোর অভ্যাস করলে হঠাৎ শত্রুর সামনে পড়লে অস্ত্র বের করতে করতে মৃত্যুর মুখে ঢেলে পড়তে পারেন আপনি! তাই সবকিছুরই একটি সঠিক সময় থাকে। যেটি আপনি গেমটি খেলে খেলে প্রাকটিস করতে করতে শিখে যাবেন।

১০) বোনাস:
গেমওয়ালা হয়ে গেমস সম্পর্কে টিউন করতে গিয়ে বোনাস কিছু না দিলে কেমন টা দেখায় না? হ্যাঁ আজকের টিউনটি শেষ করার আগে আপনাদের জন্য PUBG নিয়ে আরো কিছু সংক্ষিপ্ত টিপস দিয়ে গেলাম। আশা করি টিপসগুলো আপনাদের কাজে লাগবে:

> প্রি-গেমে আপনি আপনার জুতো খুলে ফেলুন। জুতো পড়ে দৌড়ানো আর খালি পায়ে দৌড়ানোর স্পিড একই কিন্তু খালিপায়ে দৌড়ালে শব্দ কম হবে

> গাড়ি রিফুয়েল করার জন্য গাড়িকে সম্পূর্ণভাবে বন্ধ করে তারপর রিফুয়েল করতে হয়। তবে আপনি চাইলে সহজেই আপনার ইনভেন্টরি থেকে Cannister য়ে রাইট ক্লিক করেও গাড়ি রিফুয়েল করতে পারবেন

> টিম বা স্কোয়াডে খেলার সময় ম্যাপে মার্কার ব্যবহার করুন।

> গেমটির শুরু সময় সকল দরজাগুলো বন্ধ থাকে। কোনো বিল্ডিংয়ে যদি আপনি দেখেন দরজাটি খোলা রয়েছে তাহলে নিশ্চিত থাকুন যে ভেতরে কেউ আছে। একই ভাবে আপনি যদি কোনো দরজা খোলা রেখে যান তাহলে অন্যদের কাছেও আপনি নিরবে বলে দিচ্ছেন যে এখানে কেউ এসেছে।

> দুতলা থেকে লাফ দিলেই একটি Fall Damage থাকবে। যত উপর থেকে লাফ দিবেন ডেমেজের মাত্রাও তত বৃদ্ধি পাবে

> সকল স্কোপ সকল ধরনের অস্ত্রের সাথে কাজ করবে না। যেমন আপনি 8x স্কোপটি M16 অস্ত্রে ব্যবহার করতে পারবেন না।

23 thoughts on "PlayerUnkown’s Battlegrounds “PUBG”ভালো করার Tips………"

  1. Rifat_khan_ Contributor says:
    pubg sapurt kora na kno symphony i10 ram 2GB
    1. mohammad parvez Author says:
      i10 a abr 2gb ram aylo kober theke..?
      Jantam nato
  2. পড়ে অসাধারন লাগলো যদিও আমি গেমটি খেলিনি।সবার উচিত এরকম বর্ননাসহ গেম রিভিউ করা।অসাধারন লাগলো ব্রো।
  3. Cst Contributor says:
    Air Drop missing bro…গিল্লি সুট তো জোস!!!??
  4. mr. X Contributor says:
    Not bad….
  5. mr. X Contributor says:
    মানিক এইটা আমি…
  6. Rocky.ro Author Post Creator says:
    গিলি সুট লুকিয়ে থাকার জন্য ভালো, ভাই…
  7. Rocky.ro Author Post Creator says:
    Ferdous Ahmed ধন্যবাদ ভাই।
  8. Rocky.ro Author Post Creator says:
    Rifat khan ২ জিবি র‍্যাম এ Support করে।link-https://play.google.com/store/apps/details?id=com.tencent.ig
  9. Rocky.ro Author Post Creator says:
    Rifat khan ২ জিবি র‍্যাম এ Support করে।link-https://play.google.com/store/apps/details?id=com.tencent.ig
  10. Ashraf uddin Author says:
    Lava iris 810
    ei phn e kelte parbo ki
    1. Sajib deb Author says:
      bro….ram e problem korbe…game teke ber hoye aste pare…abar mobile brick o hote pare…so be careful… er teje pc te kelun…1.73GB only…
  11. Astonnoor Subscriber says:
    Nice Post.
  12. YASIR-YCS Author says:
    লুল্মার্কা পোস্ট?
  13. Opodartho Contributor says:
    যদিও গেমটা খেলি না। তবুও আপনার পোস্টের ধরন দেখে মুগ্ধ হলাম। যারা নতুন রিভিউকারী তারা কিছু শিখতে পারবে।
  14. raihan bd Contributor says:
    ভাই samsung galaxy j7 core এ স্টোরেজ পারমিশন দেওয়ার পর ও ঢুকা যাচ্চে না।স্টোরেজ পারমিশন দিতে বলতেসে শুধু।
  15. sujon mahmud Contributor says:
    Game tar size kto bro
    R minimum koto version a support kore
    1. Rocky Hasan Author Post Creator says:
      Phne r size 1.54 gb
  16. Avijit7852 Contributor says:
    vai Pubg Lite somporka jodi akta post korten….

Leave a Reply