আসসাামুয়ালাইকুম।
টাইটেল দেখেই বোঝে গেছেন কি নিয়ে পোষ্ট করব। ইদানিং আমরা অনেকেই pubg mobile গেইম টা খেলি । কিন্ত গেইমটিতে আমরা প্রায়ী সুট করতে গিয়ে সমস্যায় পড়ি, দেখা গেল আমাদের এনিমি সামনে আমাদের সুট করছে এমনসময় আমাদের জায়গা পরিবর্তন ও সুট একসাথে করতে হয়। সেক্ষেত্রে আমরা দুটো একসাথে করতে পারিনা,, আমাদের টার্গেট ঠিক থাকেনা। সেজন্য আমি আপনাদের জন্য একটা দারণ উপায় নিয়ে হাজির হয়েছি।
তো কথা না বাড়িয়ে কাজের কথায় আসি,
প্রথমে প্লে স্টোর থেকে Octupas অ্যাপস টা ডাউনলোড করে নিন,, তারপর অ্যাপস টা ওপেন করুন। নিচের মত আসবে??
এখন এইখান থেকে pubg গেইম টা ওপেন করুন, ওপেন করার পর নিচের মত আসবে। সমস্যা দিলে রিসেন্ট অ্যাপস গুলো ক্লিয়ার করে নেন এবং আগের মত ওপেন করুন । এবং মার্ক করা অপশন এ ক্লিক করুন??
মার্ক অপশন এ ক্লিক দেওয়ার পর এমন ? আসবে। ??
.
এখন এখান থেকে সবগুলা অপশন ক্রস চিহ্ন ক্লিক করে কেটে দেন??
তারপর উপরের + বাটন এ ক্লিক করুন।ক্লিক করার পর এমন আসবে।??
.
তারপর প্রথম (A)কী অপশন এ ক্লিক করুন। ক্লিক করলে বামপাশে একটি অপশন আসবে। তখন আপনি ভলিউম আপ বাটন ক্লিক করবেন।??
.
এমন করে আবার ভলিউম ডাউন বাটন জন্য কাজ করবেন। এখন রাইট বাটনে ক্লিক করে রেখে দিন।??
.
এখন আপনার লগইন চাইবে। তো লগইন করে নিবেন।??
.
তারপর আপনার গেইম ওপেন হবে। এবার শেষ কাজ, গেইম এর ট্রেনিং অপশন এ গিয়ে সেটিং করে নিতে হবে। ??
আগের মত উপরের নীল অপশন টাতে ক্লিক করুন এবং ভলিউম আপ বাটন আমার মত সুট বাটন এর উপর রেখে দিন এবং ভলিউম ডাউন বাটন জুম বাটনে রেখে দিন।এবং রাইট বাটন এ ক্লিক করে মজা নিতে শুরু করুন। ??
11 thoughts on "Pubg mobile গেইম এ এখন সুট করুন ভলিয়ম কি দিয়ে।"