আজকে আমি আরেকটি মুক্তিযুদ্ধ বিষয়ক “Ora 11 Jon” নামক গেমের রিভিউ নিয়ে হাজির হয়েছি। আপনারা হয়তো দেখে থাকবেন আমার এর আগের পোস্টটিও আমি মুক্তিযুদ্ধ বিষয়ক একটি গেমের রিভিউ নিয়ে করেছিলাম। আর ঐ পোস্টে উল্লেখ করেছিলাম যে, মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকটি গেম নিয়ে পোস্ট করব। যে কথা সেই কাজ। কথা মোতাবেক সেই পোস্ট নিয়ে হাজির হলাম। আগের গেমটি থেকে এই গেমটি অনেক গুণে ভালো। গ্রাফিক্স বলেন আর কাহিনী বলেন সবদিক দিয়েই সেরা। গেমটিতে অনেকগুলো আলাদা আলাদা লেভেল রয়েছে। এক কথায় গেমটি খেলে আপনি মোটামুটি মুক্তিযুদ্ধ উপভোগ করতে পারবেন। তো চলুন বেশি কথা না বলে নিচে থেকে গেমটির কয়েকটি স্ক্রিনশটসহ আরো কিছু তথ্য জানা যাক।

অ্যান্ড্রয়েড মোবাইলে গেমটি উপভোগ করতে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিন। গেমটির সাইজ মাত্র ২২ মেগাবাইট। আর হ্যাঁ, এই গেমটির VR এর জন্য একটি সংস্করণ তৈরি করা আছে। তাই যাদের ভিআর আছে তারাও এই গেমটি উপভোগ করতে পারবেন। এর জন্য আপনাকে এখানে ক্লিক করে ডাউনলোড করে নিতে হবে।

Ora 11 Jon (ওরা ১১ জন) গেমটি ডেভেলপ করেছে Babylon Resources Limited নামের একটি বাংলাদেশী গেমস ডেভেলপার কোম্পানি।

গেমটিতে ১১টি লেভেল রয়েছে। যা ঠিক উপরের স্ক্রিনশটের মত।

গেমটিতে প্রত্যেকটি লেভেলের আন্ডারে ৩টি করে মিশন রয়েছে। এক একটি মিশন এক এক কাহিনী দ্বারা সাজানো।

গেমটিতে প্রত্যেক মিশনের আগে ইন্ট্রো ভিডিও রয়েছে। যাতে খুবই সুন্দরভাবে যুদ্ধের শুরুটাকে বুঝানো হয়েছে।

উপরের স্ক্রিনশটটি হলো একটি মিশনের।

উপরের স্ক্রিনশটটি হলো আরো একটি মিশনের।

উপরের স্ক্রিনশটটিও আরো একটি মিশনের।

মিশন ফেইলড হলে ঠিক উপরের স্ক্রিনশটের মত আসে এবং মুক্তিযুদ্ধ বিষয়ক মর্মাহত টোন বাজে।

এইরকম আরো অনেককিছু রয়েছে গেমটিতে। তাই আশা করি গেমটি ডাউনলোড করে খেলে অনেক মজা পাবেন। তো আরকি দেরি কেন? এখনই গেমটি ডাউনলোড করে ইনস্টল করে খেলতে থাকুন। আর মুক্তিযুদ্ধের সময়টাকে উপভোগ করতে থাকুন।

সৌজন্যে – আমার তৈরি করা সকল পোস্ট ও অন্যান্য দরকারি পোস্ট পেতে আমার ব্লগ সাইটে – www.OwnTips.ml ভিজিট করতে পারেন এবং বাংলাদেশি ডেভেলপারদের তৈরি করা সফটওয়্যার ও গেমস সম্পর্কে জানতে এই www.BanglarApps.ml সাইটে ভিজিট করতে পারেন।

16 thoughts on "মুক্তিযুদ্ধ বিষয়ক আরেকটি ভালো গ্রাফিক্স ও সুন্দর কাহিনী সম্বোধিত গেম “Ora 11 Jon (ওরা ১১ জন)!”"

  1. AbyAbdullahRiaz Contributor says:
    vai game ti offline naki online,,?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      eisob game offline hoy, online noy.
  2. Sahariaj Author says:
    Tnx… But Java এর জন্য একটা বানালে খুশি হতাম
    1. Mahbub Pathan Author Post Creator says:
      আসলে বর্তমানে অ্যান্ড্রয়েড ইউজার তো বেশি তাই ডেভেলপাররা অ্যান্ড্রয়েডের জন্যই মূলত গেম তৈরি করে থাকেন।
  3. Sakib Rohoman Contributor says:
    vai,,,,size to 140 mb,,,r apni bollen 22 mb.
    1. Mahbub Pathan Author Post Creator says:
      হুম ওখানে ১৪০ এমবি দেখায়। কিন্তু ইনস্টল করে মেমোরিতে নিয়ে দেখেন কত সাইজ। অথবা প্লেস্টোরে গেমটির ইনফরমেশন দেখুন।
  4. god servant Contributor says:
    পিসির জন্য কি এমন গেম আছে?
    1. Mahbub Pathan Author Post Creator says:
      একটা আছে, তবে ওটা পেতে হলে আপনাকে বাজার থেকে সিডি কিনতে হবে।
    1. Mahbub Pathan Author Post Creator says:
      hmm tnx
    1. Mahbub Pathan Author Post Creator says:
      tnx
    1. Mahbub Pathan Author Post Creator says:
      tnx
    1. Mahbub Pathan Author Post Creator says:
      tnx bro

Leave a Reply