আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি ভাল আছেন?
আমিও ভাল আছি।
প্রথমে ধন্যবাদ জানাই ট্রিক বিডির সিনিয়র অথরদের। কারন তাদের জন্যেই আমরা এত কিছু শিখেছি, শিখছি,আর ভবিষ্যতেও শিখব বলে মনে করি।আমি সিনিয়রদের পোস্ট থেকে কিভাবে গেমের রিভিউ দিতে হয় তা আসতে আসতে শিখছি।
আমি তাদের কাছ থেকেই অনুপ্রেরণা পেয়েছি।আচ্ছা,আর কথা বাড়াব না।কাজের কথায় আসি।
আজ আমি আপনাদের জন্য নিয়ে এলাম একটি অসাধারণ গেম।
game name: tiny troopers2
game size:54 এমবি।
নিচেr লিংক থেকে ডাউনলোড করে নিন।
Download
গেমটি সব মোবাইলেই খেলা যাবে।
এমনকি ৫১২ এমবি র্যামের মোবাইল গুলাতেও।
আমি আমার ফোনে গেমটি স্মুথলি খেলতে পারি।গেমটির গ্রাফিক্স আমার অসাধারন লেগেছে।
আচ্ছা,তাহলে এখন আমি বলি যে,প্রথমে গেমটির ভিতরে ঢুকে কি কি পেয়েছি।
আপনি যখন গেমটি ইন্সটল করে ওপেন করবেন,তখন দেখতে পারবেন যে,এই গেমটি অন্য গেমের মত লোড হতে সময় নেয় না।
৫/১০ সেকেন্ডের মধ্যে লোড হয়ে যায়।গেমে আপনি চার টি কোঅপারেশন পাবেন ।১ম টা ছাড়া সব লেভেল লক করা থাকবে।আর প্রতিটি কোঅপারেশনে ৮ করে লেভেল থাকবে।আমি এখনো প্রথম কোঅপারেশনের ২ নাম্বার লেভেলটি শেষ করেও শেষ করতে পারিনি।গেমটিতে পদে পদে ফাদ রয়েছে।আপনাকে সব দিক লক্ষ্য করে খেলতে হবে।প্রথমে গেমটিতে ঢুকার পর যেই লেভেলটি খেলতে দেওয়া হবে সেটা কোনো লেভেল না।ওটা জাস্ট ট্রাই করার জন্য।ওটা শেষ করতে না পারলে আপনি ১ম লেভেলে যেতে পারবেন না।এই ট্রাই অপশনটাতেই গেমটি আপনাকে দেখিয়ে দিবে কোথায় কিভাবে যেতে হবে?কিভাবে বোমা ফেলতে হবে,কিভাবে নিচু হওয়া যায়,যেন শরীরে গুলি না লাগে।প্রথম ট্রাই অপশনটাতে আপনাকে একাই খেলতে হবে।যখন আপনি ১ নম্বর লেভেলে যাবেন,তখন আপনার সাথে একজন সঙ্গীও থাকবে।ভাই আবার বউ মনে কইরেন না।আমি বলতে চাইছি যে,আপনার সাথে একজন সাপোর্টার থাকবে।
আচ্ছা, গেমের কিছু স্ক্রিনশট দেখে নিন।
আমি যা যা বলেছি সব স্ক্রিনশট এর সাথে মিল পাবেন।
নিচের পিকে দেখতে পাচ্ছেন 0 আছে।
ঐটা স্লাইড করে বাড়িয়ে নিন।
গেমটি ভাল লাগলে অবশ্যই জানাবেন,আর খারাপ লাগলেও জানাবেন।
কারন,যদি আপনার কাছে গেমটি ভাল লাগে তাহলে আরো গেমের রিভিউ নিয়ে আসব।আর যদি খারাপ লাগে তাহলে এরকম গেম নিয়ে আর রিভিউ লিখব না।
আর আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন,তাহলেও মাফ করে দিয়েন।
আর কেউ যদি গেমের রিভিউতে কোন ভূল দেখেন, তাহলে সেটা তুলে ধরবেন।সেই ভুল থেকে শিক্ষা নিতে পারব।
ধন্যবাদ ————–
টাইটেলে নাম এবং বিষয় উল্লেখ থাকা খুবই গুরুত্বপূর্ণ।
আপনারা যদি এভাবে ট্রিক বিডির প্রতিটি পোস্ট সচেতন ভাবে দেখেন তাহলে ট্রিক বিডি আরো সুন্দর হয়ে উঠবে।
আপনারা আছেন বলেই,আমরা আমাদের ভূল থেকে শিক্ষা নিতে পারি।
কিন্তু কিছু কিছু কন্ট্রিবিউটরদের কারণে ভাল ভাল সিনিয়র অথররা ট্রিক বিডিতে পোস্ট করা ছেড়ে দিচ্ছে।
আশা করি এই অবস্থার বিরুদ্ধে কিছু একটা ব্যবস্থা নিবেন।
ঠিক বলেছেন।
ওর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
অন্য থাকলে লিংক কমেন্ট করুন।
এই যে,লিংক।
অনেক আগেই ব্যান করা হয়েছে।
কিন্তু কিসের জন্য,সেটা ত বলা হয় নি।
আপনি যদি একটু বলতেন, তাহলে ভাল হয়।
কিসের অপরাধে নোটিশ পাঠানো হয়েছে সেটা জানতে পারব।
এটা অফলাইনে খেলতে পারবেন.
আপনারাইত আমাদের প্রেরণার মূল উৎস।
যত লেভেলে যাবেন তত ম্যান দেওয়া হবে সাপোর্টার হিসেবে।
যেমন:- লেভেল ১ এ আপনি একা যুদ্ধ করবেন।
লেভেল ২ এ আপনাকে সাপোর্ট করার জন্য থাকবে।
লেভেল ৩ এ সাপোর্ট দেওয়ার জন্য ৩ জন ম্যানকে দেওয়া হবে।
এক কথায় আপনার টার্গেট হল প্রতিটি কো অপারেশনে আপনাকে শত্রুদের শেষ করতে হবে।
আশা করি এভাবে ভুল গুলো ধরিয়ে দিবেন।
আপনার মোবাইলে ইন্সটল দেওয়ার জন্য পর্যাপ্ত জায়গা নেই।
কিছু এপস আন ইন্সটল করুন।
অথবা র্যাম/রম থেকে জায়গা খালি করুন।
তাহলেই হবে।
কম পক্ষে মোবাইলের ভার্সন 5.0 হতে হবে
যখন easy মুডে খেলেছি তখন ১ নাম্বার অপারেশন শেষ করে ২ নাম্বার অপারেশনের ৪ নাম্বার লেভেলে চলে আসছি।
আর আপনাদের জন্যেই ত পোস্ট করা।
তবে ট্রেইনার হওয়ার পর আমি যেই গেমের রিভিউ গুলা দিয়েছি সব গুলা ৯০ এমবি+
কিটক্যাট ছাড়া সব ভার্সনই খেলতে পারবেন।
আমার রিভিউ গুলার মধ্যে এইটাই একটু কম এমবির।
আপনার কথা ভেবে কম এমবির মধ্যে একটা রিভিউ লিখব।
এখন আপনাকে বলতে হবে যে,আপনি কি ধরনের গেম চান?
ফাইটিং নাকি গ্যাংস্টার বা অন্য ক্যাটাগরির?
আর অফলাইন নাকি অনলাইন?
এই দুইটির উত্তর দিলে আশা করি ভাল একটা গেমএর রিভিউ নিয়ে আসব। আর আপনার মোবাইলের ভার্সন কত?