……….
আসসালামু আলাইকুম।
আপনারা সকলে কেমন আছেন?
আশা করি সকলেই ভাল আছেন।
আর ভাল থাকবেন নাই বা কেন?
ট্রিক বিডি আপনাদের নতুন নতুন উপহার দিয়ে যাচ্ছে,যে।
ট্রিক বিডি থেকে আমি,আপনি,আপনারা অনেক কিছুই শিখেছি, শিখছি,জানতেছি।
তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা এত কষ্ট করে আমাদের নতুন নতুন বিষয় উপহার দেয়,বিভিন্ন বিষয়ে সাহায্য সহযোগিতা করে।
….……..
আচ্ছা,অনেক কথা বলে ফেললাম।
এবার কাজের কথায় আসি।
টাইটেল দেখে ত বুঝেই গেছেন যে,আজ কি বিষয় নিয়ে আলোচনা করব?
হ্যা,আমি আজ আপনাদের জন্য,মানে এন্ড্রয়েড ইউজারদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটি গেম রিভিউ।আমাদের মধ্যে অনেকেই আছে,যারা গেম খেলতে খুবই পছন্দ করে।action, shooting, fighting গেম হলে ত কথাই নাই।আবার অনেকেই আছেন, যারা দিনের মধ্যে অন্তত একবার গেম খেলতে না পারলে দিনই কাটতে চায় না।
তার মধ্যে আমিও একজন। গেমটির নাম:- cyber sphere
size:-55 mb
play store থেকে গেমটি ডাউনলোড হয়েছে ১ মিলিয়ন বার।
ডাউনলোড করতে এখানে ক্লিক করুন। ডাউনলোড
……
চলুন শুরু করা যাক।
প্রথমে যখন আপনি গেমটি ইন্সটল করে গেমটিতে ঢুকবেন তখন লোড নিতে একটু দেরি হতে পারে।
আমাদের মধ্যে কিন্তু অনেকেই আছেন, যারা মাল্টিপ্লেয়ার মুডে খেলতে ভালবাসেন। cyber sphere এই গেমটিতে single মুড এবং multiplayer মুড, দুটোই আছে।
এখন আপনি যেই মুডেই খেলেন না কেন সেটি আপনার ইচ্ছা।
………
গেমটিতে আমি যা যা পেয়েছি:-
গেমটিতে ঢুকে,আমি প্রথমে single মুডে প্রবেশ করেছিলাম।সেখানে ঢুকে আমি ১টি লেভেল খুলা পেয়েছি।
আসলে খুলা থাকে ২ টা।
১ টা ট্রেনিং এর জন্য।এটাকে ত আর হাতে ধরার দরকার নাই।তাই ১ টা লেভেলের কথাই বললাম।
আচ্ছা,যাই হোক।
আমি আপনাদের বলব যে,আপনারা যদি গেমটি খেলেন, তাহলে একটু ট্রেনিং করে নিবেন।আপনাকে কিভাবে কি করতে হবে,সব এখানেই দেখিয়ে দিবে।
তাও একটু বলে নিই।
গেমটিতে আপনাকে দেখিয়ে দিবে যে,কিভাবে ডিফেন্স করতে হয়,কোনটায় ক্লিক করলে কি ধরণের গুলি ছুড়বেন,তারপর আপনি চাইলে আপনার জন্য একজন সাপোর্টারও রাখতে পারেন।
গেমটিতে আপনার কাজ হল,অন্যরা আপনাকে Attack করবে,তাদেরকে আপনার মেরে ফেলতে হবে।
গেমটিতে অনেক গুলাই লেভেল আছে।গেমটি খেললে বুঝতে পারবেন।
গেমটি খেলে আমার খুবই ভাল লেগেছে,গ্রাফিক্সও ভাল,এবং গেমের সাউন্ডও ঠিক আছে।
প্লেস্টোর থেকে নেওয়া এবং আমার খেলা
গেমের কিছু স্ক্রিনশট দেখে নিন।

…….
ধন্যবাদ।

ফেইসবুকে আমি:- অন্তহীন উচ্ছ্বাস

19 thoughts on "এন্ড্রয়েড ইউজাররা এখুনি ডাউনলোড করে নিন অসাধারন একটি গেম cyber sphere, আপনি এই গেমটি multiplayer মুডেও খেলতে পারবেন।"

  1. Junayed Reza Contributor says:
    Offline Multiplayer আসে?
    1. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      এটা ওয়াইফাই চালু করে খেলতে পারবেন, মিনি মিলিটায়ার মত
  2. Avatar photo Md Sakiburr Rahman Contributor says:
    ভাই,এটা কি mini militia র মতো Wifi-Hotspot দিয়ে খেলা সম্ভব…?
  3. Mr.Gamer Contributor says:
    Nice Post ? আরো ভালো পোস্ট করুন __
    1. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      আরো ভাল পোস্ট?
      যেমন.?
    2. Mr.Gamer Contributor says:
      যেমন -…… উহু , এটা আপনার ভাবার কথা _ তবে আরো ভালো পোস্ট করতে হবে । পোস্ট সুন্দর করতে হবে 🙂
  4. Avatar photo শফিক Author says:
    অনলাইন নাকি অফলাইন।।
  5. Avatar photo Artist Billal Author says:
    Jodi mini militia moto MB chara WiFi dia bondhura mile khela jai tahole
    Eta obossoi good post
    1. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ, আপনার মূল্যবান কমেন্টের জন্য
  6. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
    আমি single মুডে অফলাইনে খেলেছি।
    মাল্টিপ্লেয়ার এর কথাটা বলতে পারিনা
  7. Ashik Contributor says:
    post ta khub valo hoiche……
    1. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ, আপনার মূল্যবান কমেন্টের জন্য
  8. Ajarmam Contributor says:
    এইটা আগেই post হইছে!!!
  9. Avatar photo MJ Maruf Contributor says:
    nice game vai
    1. Avatar photo Trickbd lover (উচ্ছ্বাস) Author Post Creator says:
      ধন্যবাদ ভাইয়া,আপনার মূল্যবান কমেন্টের জন্য

Leave a Reply