হাই বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন।

 

GTA Vice City এই গেম এর নাম শোনেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। দারুন ওপেন ওয়ার্ল্ড সাথে অনেক কিছু করা যায়। যদিও san andreas এর থেকে অনেক বেটার কিন্তু তারপরেও পুরনো দিনের স্মৃতি কি ভোলা যায়? কারো পিসি দেখলেই ভাইস সিটি খেলার যে অসাধারন নেশা!

গেমটি পিসিতে আসে আজ থেকে প্রায় 16 বছর আগে।তারও 10 বছর পরে অর্থাৎ 2012 তে মোবাইল ভার্সন আসে। তখন এর সাইজ ছিল প্রায় 2 জিবি। কিন্তু এতো বড় গেম খেলা সবার জন্য সম্ভব ছিল না তাই এর লাইট ভার্সন আসে যাতে কোন সাউন্ড ছিল না। তারপরেও প্রায় 600এমবি ছিল গেমটি। এখনও অনেক জায়গায় গেমটি পাওয়া যায় 200 এমবিতে কম্প্রেস করা। তবে আমি আপনাদের দিচ্ছি মাত্র 60এমবিতে!

অনেকেই বলবেন লাভ কি? আমি বলবো মাত্র 60 এমবিতে ওপেন ওয়ার্ল্ড গেম কই পাবেন তাও এতো ভালো? যাইহোক যাদের র‍্যাম 512 এমবি বা 1জিবি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন।

এটা সম্পুর্ন ভাইস সিটির মতই তবে মিশন আর সাউন্ড কমানোতে এর সাইজ কম! দেখে নিন কিছু স্ক্রিনশটঃ

কার্যপদ্ধতিঃঃ

১।প্রথমে  CPU-Z অ্যাপটি ডাউনলোড করে ওপেন করুন। এখান থেকে দেখে নিন আপনার জিপিইউ এর রেন্ডার কি?

এখানে দেখতে পাচ্ছেন আমার রেন্ডার adreno.

 

২।এবার নিচের লিংক থেকে apk ও আপনার জিপিইউ অনুসারে ডাটা ডাউনলোড করুন।

ডাউনলোড লিংকঃ

?gta vice city lite apk(3mb)

?gta vice city lite data(mali-57mb)

?gta vice city lite data(adreno-107mb)

৩।এবার apk ইনস্টল করুন আর ডাটা আনযিপ করুন।

৪।আনযিপ করতে Z-Archiver ইন্সটল করুন।

৫। পাসওয়ার্ডঃঃATZAndroidTrickZone

৬।এবার আনযিপ করার পরে com.rockstargames.gtavc এই ফোল্ডারটি আপনার ফোন মেমোরিতে Android/data ফোল্ডারে রাখুন।

৭।আপনার গেম রেডি, খেলুন! কোন সমস্যা হলে কমেন্ট করুন!

ভিডিও টিউটোরিয়াল লিংকঃঃ

https://youtu.be/CyS1TRBPbKo

 

এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকেও সাহায্য করুন।

 

 

আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

 

★ফেসবুক পেজ লাইক দিন

 

★ফেসবুক গ্রুপ জয়েন করুন।

 

বিঃদ্রঃ অনেক ডিভাইসে নাও চলতে পারে বিশেষ করে nogut আর oreo তে। কারন এটা রিডাক্স ভার্সন।

40 thoughts on "[হট গেম]GTA VICE CITY LITE খেলুন মাত্র 60 এমবি তে সম্পুর্ন টিউটোরিয়াল ও স্ক্রিনশট সহ"

    1. Avatar photo A A Sakib Author Post Creator says:
      tnx
  1. Abir Ahsan Author says:
    গেমে কি সাউন্ড একেবারেই নেই?
    1. Avatar photo V Author says:
      অল্প কিছুর সাউন্ড আছে। তবে আপনি যদি পুরো সাউন্ড চান তবে সাউন্ড পাওয়া যায় , ডাউনলোড করে নিতে পারেন।
    2. Avatar photo A A Sakib Author Post Creator says:
      samne sound er post asbe
    3. Abedin Contributor says:
      Vai apnake onak request korar por game ta dilen kintu vai colse na .vai ami akhon amar
      Mobile a gta vc khelte parini
  2. Avatar photo Ashraful Author says:
    চলে না।আমার Android 5.1 তাও চলছে না।
    1. Avatar photo A A Sakib Author Post Creator says:
      ?
    2. Avatar photo Ashraful Author says:
      কেমন পোস্ট করেন যে গেম চলেনা।
      ফালতু পোস্ট।
  3. Abedin Contributor says:
    Are vai amar mobile ar android version 7 game open but screen full black hoye ase
  4. ভাই,জিপ করা বিষয়টা আমি বুঝিনা।

    এর জন্য আমি অনেক সুন্দর সুন্দর গেম হাত ছাড়া করছি।
    আপনি যদি জিপ এর বিষয়টায় একটু স্ক্রিনশট দিতেন, তাহলে ভাল হত…….

    1. Avatar photo A A Sakib Author Post Creator says:
      zip হচ্ছে একটা ফাইল আটকে রাখা যেমন আপনি কোন জিনিস আলমারিতে বা সিন্দুকে আটকে রাখেন তেমন
    2. এটা কি ৮ ভার্সন এ খেলা যাবে?
    3. Abedin Contributor says:
      Vai akhon file ta android/data raklam kintu game open korle unfotunately stopped hoye ber hoye ashe ki korbo
    4. আর আনজিপ করব কিভাবে?
    5. Avatar photo A A Sakib Author Post Creator says:
      zip আর unzip দুইটাই করতে archiver /zipper/unzipper লাগে যেমন z-archiver,RAR,B1 archiver etc
    6. ভাই আপনার পোস্ট অনুযায়ী apk data আনজিপ করে Android /data তে রাখছি কিন্তু গেমে ঢুকলে ত ডাউনলোড এর মত হয়ে থাকে।
      আর উপরে নোটিফিকেশন দেখায়, ডাউনলোড ফিনিশ।
      এটার মানে কি?
    7. Avatar photo Muhammad Saiful Islam Contributor says:
      Vai android 6.0v e ki hobe?
  5. পোস্টটা কে কি একটু আপডেট করে এই বিষয়টা বুঝিয়ে দেওয়া যাবে.?
  6. mohammad samin Contributor says:
    Extract করার পর সাইজ কতো হবে?
  7. Efty75 Contributor says:
    Amr xiaomi redmi s2 clbo ki? And kon version ta download dimu?
  8. Avatar photo Saad ☑️ Contributor says:
    ফাইলটা obb তে নয় data তে রাখতে হবে ??
  9. Avatar photo wolf Contributor says:
    Gta SA lite Android 6.0 te cholcena plz help koren
  10. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
    কারও চলতেছে?
    Plzz
  11. Avatar photo Partha Majumder Contributor says:
    chole na.Lollipop 5.1 e chole na
  12. Avatar photo কাব্য Author says:
    dur zip file download hoy na
  13. Avatar photo Nirbashito Pothochary Contributor says:
    512 ram e full version khelechi.. 1 gb size.. lava iris 505 e khelechi..
    1. Avatar photo ASRAF THE PRESENTER Contributor says:
      গেম কোথা থেকে ডাউনলোড করেছেন?????
  14. Abedin Contributor says:
    Vai nougat ar jonno apk/data file den
  15. Avatar photo Obaidullah Author says:
    Khalar mono icca nai karonami ai game PC ta 3 year khalci zokhon Ami choto cilam .sob mokhostho hoya gasa.????but post ta valo?????
  16. Avatar photo Faisal Ahmed Xein Author says:
    200mb er bhitore jeta ache oitar link dte parben vhi
  17. Avatar photo Tahsan79 Contributor says:
    amar j2 prime a chole na
  18. Avatar photo Abir_Sarker Contributor says:
    Extract korar por size koto?
  19. Avatar photo The Famous SA Contributor says:
    Vai Cole Na
    Screen Kalo Hoye Jay
  20. Avatar photo Md Washiur Rahman Contributor says:
    GTA Vice City এই গেম যেন তো সেইটা না আর সেই গেম ছিল 1GB File আর এখানে মাএ 60 MB ।তাও আবার sound নাই।
  21. Avatar photo Md Washiur Rahman Contributor says:
    GTA Vice City এই গেম মেন তো সেইটা না আর সেই গেম ছিল 1GB File আর এখানে মাএ 60 MB ।তাও আবার sound নাই।
  22. muhammad shuvo Contributor says:
    ভাই এই গেম এ কি পিসি এর মতন সকল মিশন রয়েছে না কি । আর ২ জিপি রেম আর ৮ জিপি রম এ চলবে না কি চলবে না । পিসি এর ফুল ভাসন এর লিন্কস টি দিবেন কি ।
  23. muhammad shuvo Contributor says:
    ভাই এই গেমটি পিসি তে কি ভাবে খেলব যদি বিস্তারিত দিয়ে একটি পোষ্ট করতেন অনেক ভাল হত। অনেক দিন আগে খেলেছি আবার খেলতে চাই পিসি তে ।আর আপনার ফেসবুক আইডি দিন ।

Leave a Reply