Badminton League অল্পদিনের মধ্যেই গেমটি জনপ্রিয় হয়ে উঠেছিল। এখন যদিও কিছুটা স্তিমিত হয়েছে। কিন্তু যাদেরকে গেমটা পেয়ে বসেছিল, তারা ছাড়তে পারেনি । আমিও হয়তো তাদের মধ্যে একজন। যখন নতুন আপডেট হয় সাথে সাথে সেটা খেলেছি। ???
রিভিউটা হচ্ছে এই গেমসের নিউ মোডেড ভার্সন নিয়ে । অনেকেই বলবে, এই বিষয়ে তো আগেই পোস্ট হয়েছে। হ্যা! পোস্ট হয়েছে সেটা আমিও জানি । কিন্তু যে লিংকটা দেওয়া হয়েছে, সেটা কাজ করছে না। (Not Working…)
তাই! রিভিউটা দিচ্ছি…। যদি কোন ভদ্দরলোকের আমার রিভিউ ভালো না লাগে, আগের রিভিউটার লিঙ্ক দিচ্ছি, দেখে নিতে পারেন। যদিও আগের রিভিউটা আমার ছিল না। ?
To see earlier post click here
এতে নতুন একটা ফিচার আছে, তবে অল্পদিনের জন্য। সেটা ক্রিসমাস ডে উপলক্ষে। আর মাত্র চার কি পাঁচ দিন বাকী আছে।
Review
Apps Name: Badminton League
Size: 40MB
Version: 3.50.3932
ডাউনলোড করে নিন। পরে লিঙ্ক কাজ নাও করতে পারে। তখন আমি দায়ী না।
Some ScreenShots
from play store


from my Mobile
কিভাবে আনলিমিটেড ডায়মন্ড + কয়েন নিবেন…..



কয়েনের জন্যও একি সিস্টেম।

নতুন ফিচার.. ???


Shop






আশা করি বুঝাতে পেরেছি। বাকীগুলো খেললেই বুঝে যাবেন। যদি না বুঝেন, কমেন্টে জানাবেন।
গেমটা তো অলরেডি হ্যাক করা-ই আছে…।
আর হ্যাক করার কোন দরকার নেই। আমার দেওয়া লিঙ্কটা থেকে ডাউনলোড করে, আমি যেভাবে দেখিয়েছি, ওইভাবে কাজ করুন।