হ্যাল্লো বন্ধুরা!
আশা করি সবাই ভালো আছেন।
আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার এন্ড্রয়েড মোবাইলে ভাইস সিটি গেমটি সম্পুর্ণ বাংলায় খেলবেন। আর লাইট ভাইস সিটি যেটায় কোন সাউন্ড নেই তাতে সাউন্ড যোগ করবেন।
বাংলা ভাইস সিটি খেলেননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে।গেমটির মূল মজা কিন্তু সংলাপ আর ক্যারেক্টার এর নামকরনে, যেমনঃআবুইল্লা(রোজেনবার্গ),কালা জাহাঙ্গীর(লেন্স),শুকনা খান(কেন্ট পল)??। মোটামুটি সবাইই গেমের দোকানে বা কম্পিউটারে এর গেম খেলেছেন। আর এখন অনেকেই এন্ড্রয়েডে এই গেম খেলেন । কিন্তু এন্ড্রয়েডে এই গেমের বাংলা ভার্সন খেলার সিস্টেম অনেকেই খুঁজছেন। তাদের জন্যই এই পোস্ট!
বাংলায় সকল মিশন আর সংলাপ, যেমনঃ
আয় হায়রে আমার হোন্ডা নি গেল রে, এ কর্নেল মিয়া,মোর হাতে অইরা কিছু আনতে মনে নাই??।
যানবাহনে বাংলা ও হিন্দি গান……….
তো চলুন দেখে নেই কি কি করা লাগবে গেমটি বাংলায় খেলতে হলে,
প্রথমে আপনার ফোনে ভাইস সিটি গেমটি ইন্সটল করা থাকতে হবে। যারা লাইট ভার্সন খেলেন তারা লাইট ভার্সন ইন্সটল করে নিন।
যদি ইন্সটল করা না থাকে তাহলে এই ভিডিও দেখুনঃ
https://youtu.be/bGRZ5Ppo164
অথবা আমার এই পোস্টটি পড়ুনঃ
ভাইস সিটি ফুল ভার্সন ইনস্টলেশন গাইড
এবার যেহেতু আপনার ফোনে ভাইস সিটি ইন্সটল করা আছে, তাই নিচের ডাটা ফাইলটি ডাউনলোড করুন যার সাইজ ২৮০এম্বিঃ
ভাইস সিটি বাংলা সাউন্ড ও লুক এর ফাইল
এবার ”Z-Archiver” অ্যাপটি ইন্সটল করুন। ইন্সটল যদি আগেই করা থাকে তাহলে তো ভালোই।
”Z-Archiver” ওপেন করে ডাউনলোড করা যিপ ফাইলটি আনযিপ করুন। ফাইলের উপর টাচ করে “Extract here” এ টাচ করলেই হবে। এখানে পাসওয়ার্ড চাইবে,
?password:ATZAndroidTrickZoneGTAVCBD?
বিঃদ্রঃপাসওয়ার্ড সঠিকভাবে দিন নাহলে ইরোর দেখাবে, গত পোস্টে অনেকেই ভুল পাসওয়ার্ড দিয়েছিলেন, তাই এবার ভালো করে দেখে নিন।
এবার আপনি একটা ফোল্ডার পাবেন “com.rockstargames.gtavc” নামে। এই ফোল্ডারটি কাট করে আপনার ফোন বা ইন্টারনাল স্টোরেজ এর “Android/data” ফোল্ডারে পেস্ট করুন। এখানে আগে থেকেই একই নামে ফোল্ডার থাকতে পারে। তাই এখানে “Apply this to all” সিলেক্ট করে “Replace” সিলেক্ট করুনঃ
আপনার গেম রেডি ,খেলতে থাকুন মজা করে বাংলা ভাইস সিটি। লাইট ভার্সনে সাউন্ড এড হয়ে যাবে।
বুঝতে সমস্যা হলে এবং গেমপ্লে প্রুফ চাইলে এই ভিডিও দেখুনঃ
https://youtu.be/Cv1z6BDvsX8
এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে। আর আমাকে ১০০০ সাবস্ক্রাইবার পেতে সাহায্য করুন।আপনারাই পারবেন আমি জানি!
সামনে কি কি ভিডিও বা পোস্ট লাগবে কমেন্টে জানাতে ভুলবেন না।
আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ
★ফেসবুক পেজ লাইক দিন
★ফেসবুক গ্রুপ জয়েন করুন।
Tnx
agei gta vice city install tjakte hobe
tarpore ei data file diye kaj korte hobe
19 January r age hole valo hoto
একেবারে একটি তে বানিয়ে দিতে পারলে, ভাল হতো।
3 ta file oi download korsi…
apner fb link ta dile valo hoto….
ki problem hoise?
ki ki korsen bolen to…
একটু বুঝায় বলবেন?