হ্যাল্লো বন্ধুরা!

আশা করি সবাই ভালো আছেন।আমি প্রায় দুই সপ্তাহ পরে আবারও ফিরে এলাম নতুন আরেকটি পোস্ট নিয়ে। আজকের বিষয় GTA Liberty City Stories গেম এর লাইট ভার্সন। কি কি করতে হবে আর কিভাবে খেলতে হবে তা নিয়েই আজকের এর পোস্ট।

 

তো প্রথমে দেখে নেই গেমটির স্টোরিলাইন, কারন গল্প ছাড়া কিন্তু গেম জমে না!

 

#⃣স্টোরিলাইনঃ

 

GTA সিরিজের গেমে স্টোরি থাকবেই।এই গেমের নায়ক টনি।সে একজন গডফাদার সালভাটরে লিয়নির অনুগত।যাই হোক সে একজন বানানো খুনের দায়ে অনেকদিন লিবার্টি সিটি থেকে দূরে ছিল।তবে সে আবার ফিরে এসেছে এই শহরে।তাকে স্বাগতম জানিয়েছে লিয়নি কিন্তু তাকে ভিন্সেঞ্জোর আন্ডারে কাজ দেয়া হয়। ভিন্সেঞ্জো এমন এমন কাজ দেয় যেন টনি আবার পুলিশেরহাতে ধরে পড়ে।তাই বুঝতে পেরে টনি তার কাজ করা ছেড়ে দেয়।তারপরে তার আগের এক শত্রু কিন্তু এখন লিওনির বন্ধু ফ্যামিলির হয়ে কাজ করতে থাকে।এভাবে আবার সে ভিন্সেঞ্জোর ফাঁদে পড়ে,কিন্তু এবার সে তাকে মেরেই ফেলে।এরপরে টনির স্ট্যাটাস যেহেতু কমে গিয়েছিল তাই তার মা তার উপরে নাখোশ ছিলেন। তাই তার মাকে খুশি করতে সে লিওনি ফ্যামিলির প্রতি অনুগত থাকে অনেক সমস্যার পরেও। এক সময় শহরে প্রধান তিন মাফিয়া ফ্যামিলির মধ্যে যুদ্ধ শুরু হয়।এতে ষড়যন্ত্রে পড়ে সালভাটরে লিওনি জেলে যায়।কিন্তু টনি তার সাথে উকিল হিসেবে কাজ চালিয়ে যেতে থাকে।এখানে তাকে ছাড়ানো আর শত্রুদের শেষ করা। এভাবেই আগাতে থাকে গল্প!

 

এবার চলুন দেখে নেই কি কি লাগবে আপনার মোবাইলে গেমটি খেলতে,

 

#⃣সিস্টেম রিকোয়্যারমেন্টঃ

 

android version:android 4.2+

cpu:minimum 1ghz(any)

gpu:minimum 500mhz(mali400)

ram:minimum 512mb

storage:1.5gb free space in phone memory

internet:not needed(full offline)

আপনার ফোনে যদি মিনিমাম এই স্পেসিফিকেশন থাকে তাহলে আপনি খেলতে পারবেন এই গেম।

 

এবার তাহলে দেখে নেয়া যাগ ইন গেম স্ক্রিনশটস,

 

#⃣স্ক্রিনশটঃ

সকল স্ক্রিনশট আমার নিজের মোবাইলে নেয়া।

 

এবার তাহলে দেখে নেই কি কি করা লাগবে গেমটি ইন্সটল করতে ও খেলতে,

 

#⃣ডাউনলোড ও ইন্সটলেশনঃ

 

1⃣প্রথমে নিচে দেয়া লিংক থেকে apk ও obb এর যিপ ফাইল ডাউনলোড করে নিন।আপনাদের সুবিধার্থে 400 এম্বিকে 200এমবি×2পার্টে ভাগ করে দেয়া হয়েছে।

 

⛔ডাউনলোড লিংকঃ

✨GTA LCS Lite পার্ট-১

 

✨GTA LCS Lite পার্ট-২

 

2⃣এবার ”Z-Archiver” অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করুন। আগে থেকে ইন্সটল করা থাকলে ভালো।

 

3⃣ফাইগুলোকে ডাউনলোড করার পরে ভুলেও রিনেম করবেন না।আর দুটি ফাইল এক ফোল্ডারেই রাখতে হবে নাহলে আনযিপ করার সময় ইরোর দেখাবে।

 

4⃣এবার “Z-Archiver” ওপেন করে প্রথম ফাইল সিলেক্ট করুন।এখানে থেকে “extract here” সিলেক্ট করুন।মিনিমাম ১.৫ জিবি জায়গা লাগবে এক্সট্রাক্ট করতে।এখানে পাসওয়ার্ড চাইবে।

 

⛔পাসওয়ার্ডঃATZGTALCSLite⛔

 

পাসওয়ার্ড ঠিকভাবে দিবেন।যেটা লেখা আছে তাই।সামনে পরে কোন স্পেস নেই।

 

5⃣এবার APK ফোল্ডার থেকে apk ফাইলটি ইন্সটল করুন।আর OBB ফোল্ডার থেকে “com.rockstargames.gtalcs” এই ফোল্ডারটি আপনার ফোন/ইন্টারনাল স্টোরেজ এর “Android/obb” ডিরেক্টরিতে কাট করে পেস্ট করুন।

 

6⃣এবার আপনার গেম রেডি।এই গেমে কোন চিট বা মড নেই।কারন অনেকেই আছেন যারা অরিজিনাল গেম খেলতে পছন্দ করেন।তবে যদি কারও মড বা চিট লাগ তাহলে অবশ্যই জানাবেন।

 

আশা করি বুঝতে পেরেছেন, তারপরেও বুঝতে সমস্যা হলে এই ভিডিও দেখুনঃ

https://youtu.be/uBX9NSeNXFQ

 

এটি আমার ইউটিউব চ্যানেল Android Trick Zone সাবস্ক্রাইব করুন সকল নতুন গেম এর বাংলা ভিডিও পেতে।

আমাদের ফেসবুক কমিউনিটিতে যোগ দিনঃ

★ফেসবুক পেজ লাইক দিন।

 

★ফেসবুক গ্রুপ জয়েন করুন।

 

আজ তাহলে এই পর্যন্তই।সামনে খুব দ্রুত দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে।ভালো থাকুন সুস্থ থাকুন।

37 thoughts on "???[400এমবি]দারুন অফলাইন ওপেন ওয়ার্ল্ড গেম GTA Liberty City Stories Lite গেমটি খেলুন আপনার যে কোন এন্ড্রয়েড ডিভাইসে, ডাউনলোড+ইন্সটলেশন+স্ক্রিনশট+গেমপ্লে প্রুফ সহ[100% Working]???"

  1. Sozib Alahi Contributor says:
    Valo but er ager post er game onk slow kaj kore
  2. Abedin Contributor says:
    Cleo mod den
  3. Avatar photo Mahedi Hasan Contributor says:
    ভাইয়া ২ টা গেম যদি মোবাইল কম্প্রেসড ভারশন দিতেন খুব খুশি হতাম ??

    ১? Project I.G.I
    ২? Hitman Codename 47

    এই দুইটা কী দেয়া সম্ভব??
    আপনার CLEO MOD টার জন্য ধন্যবাদ, পিসি তে খেলতাম। আবার খেলতে পেরে অনেক ভালো লাগতেছে। তাই প্লিজ এই দুইটা যদি সম্ভব হয় দেয়ার চেষ্টা করবেন

  4. Avatar photo AAS Author Post Creator says:
    igi,hitman code name 47 Android e nai vai!
    ar ami to game banai na ba pc game mobile e convert kori na!
    1. Avatar photo Mahedi Hasan Contributor says:
      Oh accha dhonnobad
  5. Avatar photo MD.RAKIBUL Contributor says:
    এ ভাই আপনি কি GTA ছাড়া কোন গেম কি আপনার চোখে পড়ে না খালি খালি Gta রিভিও আর ভাল্লাগেনা। এক গেম আর কতবার রিভিও করবেন। অসহ্য লাগে
  6. muhammad shuvo Contributor says:
    ভাই এই গেমটি পিসি তে কি ভাবে খেলব যদি বিস্তারিত দিয়ে একটি পোষ্ট করতেন অনেক ভাল হত। অনেক দিন আগে খেলেছি আবার খেলতে চাই পিসি তে ।আর আপনার ফেসবুক আইডি দিন ।
    1. Avatar photo AAS Author Post Creator says:
      ওকে ভাই নেক্সট পোস্ট
      আমার পিসি নাই তাই সমস্যা
  7. Avatar photo nathpcn Contributor says:
    Hack kora jabana?
  8. Avatar photo Gl sourov Contributor says:
    Nice game…Atar jonno ke cleo nai?
  9. Arafat Shahriar Contributor says:
    Vaiya, series post koren na! Valoi to choltese!
    1. Avatar photo AAS Author Post Creator says:
      thik ase bhi
    1. Avatar photo AAS Author Post Creator says:
      ase
  10. Avatar photo DreamStar RoNy Contributor says:
    PUBG lite mod game chai… Share kro plzz
    1. Avatar photo AAS Author Post Creator says:
      ok
    1. Avatar photo AAS Author Post Creator says:
      tnx
  11. Jemes Faruk khan Contributor says:
    এটা 100% ‍কার্যকরী। তাই দেরি না করে নিয়ে নিন
    1. Avatar photo AAS Author Post Creator says:
      what you mean?
  12. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    অনেক দিন পর কমেন্ট এ আসলাম ধন্যবাদ
    hopeless land online game টা গুগল প্লেস্টোর থেকে ডাউনলোড দিলাম কিন্তু চলে না আর লেগ ও মারে না সব ঠিক মতো করলাম শেষ create এর পর কাজ করে না ঔখানে ক্লিক করার পর ও একটু দেখেন
    1. Avatar photo AAS Author Post Creator says:
      sure colbe bhi
      apnar net bhalo chilo na
      othoba server response kortesilo na
      ami ei game age kheltam 1gb ram e
      ekhon baad disi
  13. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    আর free fire gerana online game টার কোনো lite version আছে কি যা 512 ram এ চলে
    1. Avatar photo AAS Author Post Creator says:
      na bro?
  14. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    youtube এ কিছু কমেন্ট দেখলাম ঠিক আমার সমস্যা আর ফুল ৩জি নেট ছিল
  15. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    খেলা শুরুর দুধরনের স্কিন সর্ট দেখলাম তাই আমার সন্দেহ হল হয়ত আমার বারসন টা চলে না আর অন্য কারো টা চলে hopeless land চালান এমন কেউ কি আছেন
  16. Avatar photo md mamun rahman sikder Contributor says:
    মিনিমাম ১.৫ জিবি জায়গা লাগবে এক্সট্রাক্ট করতে মানে ৪০০ এমবি কে এক্সট্রাক্ট করলে কি ১,৫জিবি জায়গা দখল করবে না কতটুকু হবে এক্সট্রাক্ট করার পর
    1. Avatar photo AAS Author Post Creator says:
      extract korar pore 1.5gb hobe
  17. Mehedi Hassan Miraj Contributor says:
    Vai please help me.GTA sa celo mod use korte parci na.android version 5.0 mali
    1. Avatar photo AAS Author Post Creator says:
      gta sa er cleo dei nai ami
  18. Avatar photo Artist Billal Author says:
    ভাইয়া ইউটিউবের ভিডিও
    এখানে কিভাবে এড দিবো???
    1. Avatar photo AAS Author Post Creator says:
      ডিরেক্ট লিংক দিলেই হবে
  19. Avatar photo Artist Billal Author says:
    আর লিংকে আগে [URL এসব কিছুই লিখবো না
    1. Avatar photo AAS Author Post Creator says:
      na
  20. Avatar photo Ãbdúr Ràhmåñ Contributor says:
    offline nki online….r mod cai

Leave a Reply