হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন।
আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি সেই চিরচেনা মোস্তফা নামে পরিচিত।
মূল নাম Cadillacs and Dinosaurs এর সম্পর্কীয় কিছু তথ্য এবং গেমসটি কম্পিউটার কিংবা মোবাইল থেকে খেলার সম্পূর্ন টিউটোরিয়াল নিয়ে।

হয়তো আপনাদের ভিতর অনেকেই আছেন আমার মতো স্কুল কিংবা কলেজ ফাকি দিয়ে গেমসের দোকানে গিয়ে গেমসটি একদিনের জন্য হলেও খেলেছেন ।
এখন যদিও এর থেকেও অনেক আপডেট গেমস মোবাইল কিংবা কম্পিউটারের জন্য প্রকাশ করা হয়েছে তারপরেও চলুন না আরেকবার Game Over করা যাক।

শুধু Cadillacs And Dinosaurs এর কথাই শুধু কেন বলছি এর মধ্যে থাকতে পারে আরো কিছু গেমস যেমন ধরুন King Of Fighters এর অনেকগুলো সিরিজ Metal Slug সিরিজ কিংবা Double Dragon নয়তো বা Punisher এর মতো গেমস যাই হোক যেহেতু আমরা আজকে শুধু Cadillacs And Dinosaurs এর ইতিহাস নিয়ে কথা বলবো তাই অন্য প্রসংগে না গিয়ে বরং মূল প্রসংগে ফিরে আসি।

চলুন জেনে নেওয়া যাক ইতিহাস কি বলেঃ

 Cadillacs And Dinosaurs প্রথম প্রকাশ করা হয় জাপানে তবে এই নামে অবশ্য ছিলোনা তখন নাম ছিলো Cadillacs Kyouryuu Shinseiki.
গেমস টি প্রথম প্রকাশ পেয়ে ছিলো ফেব্রুয়ারি মাসের এক তারিখ ১৯৯৩ সালে। 
গেমসটির মূল চরিত্রে যারা রয়েছে তাদের নাম Mustapha Cairo, Jack Tenrec, Hannah Dundee and Mess O’Bradovich.
Cadillacs and Dinosaurs  এই Single And Multiplayer গেমসটি  Arcade PlatForms এর জন্য তৈরী করা হয়েছে যার Developer এবং Publisher হলো Capcom.
আপনি জানেন কি এই গেমস টি বানানো হয়েছে জনপ্রিয় কমিক বুক Xenozoic Tales এর উপর ভিত্তি করে। 
আরো জানতে চান তবে শুনুন যে বছর গেমস টি প্রকাশ করেছিল ঠিক  সেই ১৯৯৩ সালেই এই গেমসের কাহিনী নিয়ে তৈরী হয়েছিল Action,Science,Fantasy ভিত্তিক একটি Animated Series যার চিত্র নিচে আছে।
চলুন অনেক ইতিহাস জানা হয়ে গেছে এতক্ষন যে ইতিহাস পড়লেন এই সময়টা যদি পড়ার টেবিলে দিতেন তাহলে হয়তো কাজে লাগতো ।

Android মোবাইল থেকে খেলার নিয়মঃ

প্রথমে নিচের লিংক থেকে ডাউনলোড করে নিন।



ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Rename করতে হবে নয়তো চলবেনা।
dino (darkmagician.wapkiz.com).zip
উপরের নামে ফাইলটি পাবেন আপনার কাজ হবে
(darkmagician.wapkiz.com)
লেখাটি কেটে দেওয়া তাহলে আপনার File এর নাম হবে dino.zip হয়ে যাবে।

এবার Android ব্যবহারকারীরা যেভাবে চালাবেনঃ


আপনি Tiger Arcade ফাইলটি download করুন। 
এবং Neo Geo BIOS ডাউনলোড করতে এখানে ক্লিক করুন
ডাউনলোড হয়ে গেলে ফাইলটিকে Neogeo.zip নামে Rename করুন।



neogeo.zip ফাইলটি ভুলেও Extract করবেন না। 



প্রথমে আপনার sdcard এ”ROMs” নামে একটি folder বানান। 


এবার “ROMs” folder টি ওপেন করে এর ভিতরে”arcade2″ নামে একটি folder বানান।

এবার neogeo.zip ফাইলটি সহ mslug.zip ফাইল টি sdcard এর ROMs/arcade2/ ফোল্ডারে রাখুন। 

Tiger.apk install দিন। 
Tiger Arcade open করুন।

এবার আপনার ডাউনলোড করা Cadillacs and Dinosaurs নির্বাচন করুন।



তাহলে শুরু করে দিন একবার Game Over না হওয়া পর্যন্ত মারামারি ঘুষাঘুষি।

কম্পিউটার থেকে খেলার নিয়মঃ


প্রথমে এখান থেকে Emulator (1.4MB) টি ডাউনলোড করে নিন।

Extract করে ফেলুন।
এবার আমাদের ডাউনলোড করা ফাইলগুলো কপি করে নিচের দিকনির্দেশনা মত পেস্ট করুন।
Rom ফোল্ডারে প্রবেশ করুন।
এবার NeoGeo ফোল্ডারে ঢুকুন এবং আপনার ডাউনলোড করা গেমসের জিপ ফাইলগুলো পেস্ট করুন।
Winkwaks ওপেন করুন।
উপরের চিত্রটি দেখুন লাল চিহ্নিত ঘর গুলো ।
উপরের মত আপনার ডাউনলোড করা সকল গেমস দেখাবে যদি আপনি সঠিকভাবে কপি পেস্ট করা থাকেন।
ডাবল ক্লিক করে খেলা আরম্ভ করে ফেলুন। 
অনেকে হয়তো ভাবছেন Control কি হবে ?
 আপনি গেমস চালু হবার পর Games অপশনে গিয়ে Redefine Keys থেকে মনের মত Control সাজিয়ে নিতে পারবেন।এই হলো পিসি ইউজারদের সমাধান।



ভুল ত্রুটি হলে ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আর হ্যা আরো কিছু গেমসের না উল্লেখ করেছিলাম আপনি চাইলে আমার প্রোফাইল থেকে দেখে আসতে পারেন।

আর হ্যা সবাই ভালো থাকবেন আর মনে রাখবেন কেউ আগে সেই কাজটি করে ফেলেছে ভেবে তাকে আরো গুছিয়ে উপস্থাপন করা যাবে না ভাবলে ভুল করবেন কারন হয়তো আপনি তার থেকেও ভালো ভাবে উপস্থাপন করতে পারবেন।

আর হ্যা প্রিয় পাঠক ভাইয়ারা ভালো লেগে থাকলে কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না কিন্তু।

তাহলে আজকের মতো বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
চাইলে ঘুরে আসতে পারেন গরীবের ছোট্ট ব্লগ থেকে DarkMagician

সৌজন্যেঃ Cyber Prince 
















8 thoughts on "Mosthapa – Cadillacs And Dinosaurs এর অজানা ইতিহাস এবং গেমস টি এবার Android কিংবা Computer থেকে খেলুন একই ফাইল দিয়ে"

  1. Happyboy Contributor says:
    hi bro apnr facebook link ta den….akto kotha ace
  2. FAIHAD Contributor says:
    Good Post
    1. Cyber Prince Author Post Creator says:
      Thank You Faihad Vaiya
  3. Astonnoor Subscriber says:
    Ah Good Ole days ?
  4. sopnomuki Contributor says:
    Eta ki full version game pc.
    Amar full version game ta lagbe pc
    1. Cyber Prince Author Post Creator says:
      জি স্যার full version
  5. JonyKar2 Contributor says:
    এত রিনেম মুভ কপি-পেস্টl Mame & rom Just 2tai hole ei to cole.
    1. Cyber Prince Author Post Creator says:
      what?
      Mame ও ভালো

Leave a Reply