হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি বর্তমান সময়ের সবথেকে জনপ্রিয় গেমস PUBG এর Lite ভার্সন নিয়ে তো চলুন শুর করা যাক রিভিউ আর পোষ্টের শেষে ডাউনলোড লিংক।
PUBG Games Information:
বর্তমানের কম বেশী সবার পছন্দ হলো Player Unknown Battle Ground বা সংক্ষেপে PUBG যা Develop এবং Publish করেছে PUBG Corporation. আর এখন পর্যন্ত এই গেমস টি খেলা যাচ্ছে Microsoft Windows Android iOS Xbox One PlayStation 4 এসকল প্লাটফর্ম থেকে। PUBG মূলত Unreal Engine 4 ব্যবহার করে চলে থাকে আর এই জনপ্রিয় গেমস টি প্রকাশ করা হয় সর্বপ্রথম December 20, 2017 ইং সালে।
PUBG Lite Games Information:
আপনারা জেনে থাকবেন যে PUBG খেলতে হলে আপনাকে 3GB+ Ram আছে এমন মোবাইল ডিভাইস ব্যবহার করতে হবে আর তা নাহলে এটা চালানো সম্ভব নয়। আর আগে ব্রাজিল এবং ফিলিপাইন এই দুই দেশের জন্য PUBG Lite উন্মুক্ত করা হয়েছিল যা কিনা 1GB Ram হলেও চালানো যেত কিন্তু এখন আর চিন্তা নেই আর ভিপিএন ব্যবহার করে PUBG Lite চালাতে হবেনা কারন গত ২৫শে জুলাই বাংলাদেশ সহ আরো কিছু দেশে অফিশিয়াল ভাবে PUBG Lite প্রকাশ করা হয়েছে তাই এবার জমবে খেলা।
PUBG Lite Games Review :
তাহলে আর দেরী কেন গ্রুপ নিয়ে নেমে পড়ো মাঠে আর গুলি করে খুলি উড়িয়ে দেও তোমার শত্রুদের আর মজা নেও এই PUBG LITE ভার্সনের যা কিনা পাবে 468MB তে এবং খেলা যাবে সর্বনিম্ন 1GB Ram আছে এমন ডিভাইস গুলোতে।
পাশাপাশি আপনার Hard Disk এ ৪৬৮MB খালি জায়গা থাকতে হবে।
(Win7,8,10 64bit) ”
ভাই আমি জানতে চাচ্ছি কোন পিসি তে 468 র্যাম থাকে? পোস্ট আপডেট করেন। আর হ্যা আপনি পুরো পোস্ট এ শুধু PUBG LITE কথাটাই লিখেছেন। মনে রাখবেন PUBG LITE হলো পিসি এর জন্য অফিশিয়াল গেমস যা কোনো ইমুলেটর না। এটাকে PUBG LITE বলে আর মোবাইল এর টা PUBG MOBILE LITE বলে।
আর 468MB টা রাইটিং মিস্টেক।
আর হ্যা স্ক্রিনশর্ট দেওয়া ছিল সঠিক তথ্য তো সেখানেই দেখতে পাওয়া যাচ্ছে।
আমি তা নিয়েই হাজির হবো…
thank you sir