আসসালামু আলাইকুম,
ভয়ঙ্কর সুন্দর এক চাঁদনী রাতে আপনি একা একা হেঁটে চলেছেন,চলেছেন চলেছেন, চলেছেন হঠাৎ করেই ⛄?? এটুকু শুনেই যদি আপনি ঘাবড়ে গিয়ে থাকেন তাহলে এবারের গেম টি আপনার জন্য নয়, বলছিলাম Survival হরর গেম Outlast 2 এর কথা এবারে রিভিউ।
চারপাশে অন্ধকার একমাত্র চাঁদের আলোতে খুঁজছেন আপনার হারিয়ে যাওয়া বন্ধুকে এরকমই গা ছমছম করা পরিবেশের গেম আউটলাস্ট ২ , গেমটি ২০১৩ সালের ব্লকবাস্টার আউটলাস্ট গেম এর সিকুয়েল।
সিরিজের প্রথম গেমটিতে গেমআর একজন ফ্রিল্যান্সার সাংবাদিকের ভূমিকায় খেলেছেন সেখানে একটি মানসিক হাসপাতালে তদন্ত করতে গিয়ে ভয়াবহ পরিস্থিতির শিকার হয়েছিলেন। ঠিক একই ধরনের স্বাদ পাবেন আউটলাস্ট ২ গেমটিতে।
গেমটিতে আপনাকে বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে, এর জন্য আপনি দৌড়াতে পারবেন বিভিন্ন অবজেক্ট এর পিছনের লুকাতে পারবেন, তবে সব থেকে মজার ব্যাপার গেমটিতে আপনি সরাসরি ভুতের সাথে মারামারি করতে পারবেন না।
সিরিজের আগের গেমটির মতই আপনি এখানেও হেলথ রিস্টোর করতে পারবেন ক্ষত স্থানে ব্যান্ডেজ করে নিয়ে, তবে ব্যান্ডেজ করতে কয়েক সেকেন্ড লাগবে এবং ভূত দের আক্রমণে ব্যান্ডেজিৎ এর মাঝপথে আপনাকে দৌড়াতে হতে পারে।
আর রাতের অন্ধকারে পথ খুঁজে পেতে ভিডিও ক্যামেরার নাইট ভিশন ফিচারস ব্যবহার করতে হবে, নাইট ভিশনটি যেহেতু ব্যাটারির সাহায্যে চলে তাই বিভিন্ন স্থানে পড়ে থাকা ব্যাটারি গুলো কেউ সময় মত খুঁজে বের করতে হবে আপনাকে।
ফার্স্ট সারভাইভাল হরর ভিডিও গেম আউটলাস্ট ২।
আগের গেমটির মতই ভুতের সাথে ফাইটিং এর চাইতে রান এন্ড হাইট হিসাবে গেমটির বেশিরভাগ সময় খেলতে হবে।
গেমটি ডাউনলোড করার জন্য আপনাকে খরচ করতে হবে ১৩ জিবি এবং এই লিংকে ক্লিক করে তা ডাউনলোড করা যাবে।
বিঃদ্রঃ আপনি যদি অল্পতেই অনেক বেশি ভয় পান তাহলে গেমটি আপনার জন্য না।
পোস্টটি ভাল লাগলে লাইক করতে পারেন ,আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন। এবং আপনি যদি এমনই আনকমন এবং ইন্টারেস্টিং পোস্ট ভালোবাসেন তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আজকের মত এ পর্যন্তই ছিল দেখা হচ্ছে নতুন কিছু নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ।
যেকোনো ধরনের ওয়েবসাইট কিংবা অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করার জন্য এখনি যোগাযোগ করুন: ০১৯৯৮৮১২৯৩৫ অথবা ফেসবুকে এই লিংকে!
আমি সবচাইতে ভুতের ছবি দেখতে পছন্দ করি বেশি কিন্তু আমি ওরকম ছবি খুঁজে পাই না..
যদি ভালো কিছু মুভি বা সাইটের নাম বলতেন তাহলে দেখে নিলাম
4 GB ram ar phn a support korbay?
size daikha bujhlam…
edit koten nd next time title o post a device bolediben…