Space Colony HD হচ্ছে আমাদের আজকের পোষ্টের মূল বিষয়বস্তু তাহলে চলুন দেরী না করে শুরু করা যাক আমাদের আজকের গেমিং পর্বটি
আচ্ছা কেমন হবে যদি হয়ে যান Space Scientist আর যদি সুযোগ মিলে গ্রহ গুলো নিয়ে রিসার্চ করার হয়তো এটা অনেকের স্বপ্ন তবে এর জন্য নিজেকে গড়ে তুলতে হবে ঠিক তেমনি করে তবে যেহেতু আমার পোষ্টটি গেমস নিয়ে তাই অন্য কথা বাদ দিয়ে সরাসরি চলে যাচ্ছি মূল প্রসংগে।
Space Colony HD Review:
Space Colony গেমস টি দিবে আপনাকে অন্য রকম এক Space এর অভিজ্ঞতা এখানে আপনাকে খেলা শুরু করতে হবে একজন Scientist হিসাবে যার কাজ হবে মহাকাশের গ্রহ গুলো নিয়ে রিসার্চ করা যেমন ধরুন আবহাওয়া, পরিবেশ, উদ্ভিদ, মাটি, পানি ছাড়াও নানান ধরনের ধাতুর উপর।
আপনাকে পাঠানো হবে গ্রহে আপনার কাজ হবে আপনার Crew পরিচালনা করা মানে তাদের দিয়ে Solar System, Oxygen Level এবং Nutrition পরীক্ষা করা থাকছে প্রথম ধাপে আস্তে আস্তে কাজ আরো বাড়তে থাকবে তার সাথে বাড়বে Crew এর সংখ্যা আর প্রতিটি Crew এর বিশেষ গুন থাকবে তাদের কে Control করে কাজে লাগানো আপনার দায়িত্ব আর পাশাপাশি আপনাকে তাদের গান,নাচ,ঘুম,গোসল,আড্ডার দিকেও নজর রাখতে হবে যাতে তারা কাজ করতে করতে হাপিয়ে না উঠে এছাড়া ব্যবহার করতে হবে Defense System যা আপনার Base কে নিরাপদ রাখবে।
এখানে আপনি খেলতে পারবেন Story, Galaxy কিংবা Sandbox Mode এর মাধ্যমে যার যেমন পছন্দ খেলতে পারেন কারন এখানে চাইলে সরাসরি এলিয়েন এর সাথে দেখা করতে পারবেন যে…
উপরের ছবিটি আপনার Space Base যেখানে আপনি থাকবেন বন্ধুত্ব করবেন সাথে রিসার্চ করে গড়ে বসবাস করার যোগ্য
যেহেতু গ্রহ টি নতুন তাই আলোর কমতি থাকতে পারে তাই নিজ দায়িত্বে লাইট বসিয়ে নিবেন নয়তো এলাকা অন্ধকার মানে আপনার নতুন আনলক পথ খুজেই না পাওয়া।
গাছ পালা কেটে নিজেদের Nutrition সংরক্ষন করতে হবে তবে অবশ্যই Crew দিয়ে Industy পরিচালনা করতে হবে।
এখানে Silicon,Titanium ছাড়াও অনেক মূল্যবান ধাতু পেতে পারেন তবে দেইখেন অতি লোভে তাতি নষ্ট তাই সবার আগে Defense সিস্টেম রেডি করে নিবেন পয়সা বাচাতে তা বাদ দেওয়া যাবে না নয়তো Alien এসে Attack করে দিবে।
রড সিমেন্ট ও পাবেন তাই বড় বড় ঘর বানাতে ভুলে যাবেন না কিন্তু।
আর হ্যা আপনি যা সংরক্ষন করবেন তা চাইলে বিক্রী করে দিতে পারবেন এবং তা দিয়ে নতুন সব জিনিস পত্র ক্রয় করে নিবেন।
আর হ্যা সবথেকে অক্সিজেন এর দিকে নজর দিবেন নয়তো বুঝতেই পারছেন কি হতে পারে সাথে Solar Panel দিয়ে বিদ্যুৎ সংরক্ষন করতে হবে নয়তো বাত্তি নিইভা যাইবো।
আপনি চাইলে সেখানে ফার্ম করতে পারবেন যেখানে Space Chicken থাকবে আর তা বিক্রয় কিংবা খাবারের কাজে লাগাতে পারবেন।
ওয়াশরুম, জিম, বিছানা, ক্লিনিং টুল কিংবা গাড়ী কিনে দিতে ভুলবেন না কিন্তু নয়তো আপনার Crew গুলো রাগ হয়ে কাজ করবেনা নয়তো একে অন্যকে মেরে ভুত বানিয়ে ফেলবে তবে আপনি বস তো আপনাকে কিছুই বলবেনা নিশ্চিত থাকুন।
অবশ্যই তাদেরকে লাইব্রেরী তে পাঠাবেন এতে তাদের কাজ কিভাবে করতে হয় শিখতে পারে। আরো অনেক কিছুই আছে যেমন এলিয়েন সেগুলোর মজা যারা খেলবেন তারা নিজেরাই বিস্তারিত জেনে যাবেন তাই আমি আর আকর্ষন নষ্ট করতে চাইনা।
এক কথায় গেমস টা অসাধারন লেগেছে গ্রাফিক্স কোয়ালিটির কথা জিজ্ঞাসা করলে বলতেই হবে HD.
Space Colony HD Games Details:
এই গেমসটি একটি Real Time Strategy এবং Life Simulation ক্যাটাগরীর গেমস যা Develop করেছে Firefly Studios.এটি একটি Single Player গেমস।
Space Colony HD প্রথম প্রকাশ পায় August 29, 2003ইং সালে এবং DIgital HD Version প্রকাশ পায় November 8, 2012 ইং সালে।
Aspyr Media গেমস টি Mac এর জন্য প্রকাশ করে ২০০৪ সালে।
গেমস টির প্রকাশনায় ছিলো Gathering of Developers, Aspyr.
গেমসটি বর্তমানে যে সকল প্লাটফর্ম থেকে খেলা যাব Microsoft Windows, Macintosh operating systems.
Space Colony HD Games Requirements:
SYSTEM REQUIREMENTS
MINIMUM:
OS: Windows® XP/Vista/7/8/10
Processor: Intel or AMD Dual Core
Memory: 1 GB RAM
Graphics: DirectX 9.0c Compatible
DirectX: Version 9.0c
Storage: 2 GB available space
https://www.youtube.com/watch?v=o1EUzjq_FSY
Space Colony HD Games Download Link:
গেমস টি Medium Compress করা আর সাথে গুগল ড্রাইভে আপলোড করা হয়েছে আশা করি কষ্ট করে ডাউনলোড করে নিতে পারবেন।
Password: darkmagician.xyz
গেমস টি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আজকের মত বিদায় দেখা হবে অন্য কোন দিন নতুন কিছু নিয়ে।
সৌজন্যেঃ DarkMagician.Xyz
3 thoughts on "(PC Games) ডাউনলোড করে নিন Space Colony HD আর হয়ে যান Space Scientist আর গড়ে তুলুন বসবাসের জন্য বিস্তারিত পড়ুন"