কম্পিউটার/সিপিউ এবং Ai এই শব্দ দুটির মধ্য পার্থক্য আছে।
যখন গেইম খেলেন ফোনে তখন গেইমে আপনাদের শত্রু বা এনিমি যারা থাকে তারা হচ্ছে কম্পিউটার। অর্থাৎ যদি কোনো এনিমি আপনাকে গুলি মারে তা কম্পিউটারে সেট করে দেওয়া থাকে কোডিং এর মাধ্যমে এবং সে অনুযায়ী তারা ফায়ার করে। কিন্তু Ai কে বলা যায় Advance Computer এর পূর্ণরূপ হচ্ছে Artificial Intelligence. এর অর্থ হচ্ছে এখানে কম্পিউটার
নিজে থেকে চিন্তা করতে পারে। এখানে আপনার এনিমি যদি Ai হয়ে থাকে তবে সে আপনার মতই চিন্তা করতে পারবে। সাধারণ কম্পিউটারে এনিমিগুলো হয়ে থাকে Easy,Medium,Hard টাইপের কিন্তু যদি কখনো Ai কে এনিমি হিসেবে সেট করে দেওয়া হয় তবে তা হবে এক্সট্রিম লেভেলের বা অনক কঠিন। সে ধরণের তেমন কোনো একশন গেইম এখনো আমার চোখে পড়েনি, কিন্তু আজ যেই গেইম শেয়ার হবে তা Ai নির্ভর কিন্তু অন্য ক্যাটাগরির। এটি স্টোরি নির্ভর গেইম এবং কমান্ড দেয়ার মাধ্যমে আপনাকে খেলতে হবে।আপনি চাইলে নিজের স্টোরি বানাতে পারবেন।

EXPLAIN

  • গেইম ধরুন চালু হল। স্ক্রিনে কিছু থাকবে না। ব্লেক স্ক্রিন, আপনি বলবেন এ কেমন গেইম? খেলব কীভাবে!
  • কিছুই যখন জানেন না, তখন কি করবেন? মনে করুন আপনি হঠাৎ ঘুম থেকে উঠলেন কিন্তু জানেন না কোথায় আছে? আপনি কে? আপনার নাম কি? মনে প্রথম প্রশ্ন ক জাগবে? অবশ্যই তা হতে পারে আমি কে? অথবা আমি কোথায়?
  • এই প্রশ্ন মনে জাগার সাথে সাথে করে ফেলুন প্রশ্ন। লিখে দিন কমান্ডঃ Who am i? Where am i?
  • তারপর গেইমে রিপ্লাই হিসেবে আসবে আপনি কে, আপনি কোথায় আছে। এখন প্রশ্ন হতে পারে আমি কি করব? তাহলে এই প্রশ্ন ও চট করে, করে ফেলুন। এখন আপনি চাইলে কমান্ড দিতে পারেন Look Around এটি দিয়ে বুঝাবে চারপাশে কি আছে তা দেখাও। এখানে Ai আপনাকে রিপ্লাই দিবে আপনার আশেপাশে কি আছে।
  • এভাবে প্রশ্ন করার মাধ্যমেই আপনি আস্তে আস্তে জানতে পারবেন আপনি কে, আপনার কি করতে হবে, এভাবেই গেইমের স্টোরি জানতে পারবেন।
  • খুবই মজাদার লেগেছে গেইমটি আমার কাছে। এখানে হাজারো কাস্টম স্টোরি এবং গেইমের নিজের অনেক স্টোরি আছে। চালে নিজের স্টোরিও বানাতে পারেন। বানিয়ে ফেলুন না আপনার স্টোরি এবং আমাকে দিন খেলতে।

REQUIREMENTS

  • Android Phone
  • Internet Connection
  • Little Knowledge About English

DOWNLOAD FGPS

PLAY STORE
XFILES

DETAILS

  • Download: 500K+
  • Rating: 4.4
  • Type: Racing
  • Size:6MB

SCREENSHOTS












এ ছিল আমার ছোট খেলার নমুনা, আপনি এখানে হাজারো স্টোরি, হাজারভাবে অনুভব করতে পারেন।

SUPPORT ME

ভাবলাম নতুন এক টেলিগ্রাম চ্যানেল খুলব সেখানে Mod Apk, Movie এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস শেয়ার করা হবে তাই আমাকে সাপোর্ট করতে আমার নিচের চ্যানেলে যোগ দিন।
SUPPORT ME ON TELEGRAM
কোনো কারণ ছাড়া এখানে ক্লিক করুন।

5 thoughts on "[AI DUNGEON] আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক গেইম খেলুন আপনার এন্ড্রয়েড ফোনে এবং হারিয়ে যান গেইমের দুনিয়ায়।[6MB]"

  1. Abedin Contributor says:
    Vai android ar valo maner offline games nia post koren…parle gta lcs compressed cleo mod soho akta post korenn
    1. YASIR-YCS Author Post Creator says:
      এই ধরণের কত হাজার পোস্ট করা আছে?
  2. Abedin Contributor says:
    Vai ami gta lcs ar kotha bolsi…..
  3. Forhad Rahman Author says:
    অসাধারণ!

    কোনো ইন্ট্রো ছাড়াই পোস্ট শুরু দেখে বুঝলাম যে, এটা কোনো ভালো,অভিজ্ঞ অথরের পোস্ট হবে।

    I was Right! ?

Leave a Reply