কম এম্বিতে এই গেইমটি আমার কাছে ভাল লেগেছে।
এর এনিমেশনগুলো ভাল ছিল। সব চেয়ে মজাদার হচ্ছে
এর ক্যারেক্টার গুলো এবং সাউন্ড এফেক্ট। ক্যারেক্টার গুলো
এক একটি প্রাণী এবং প্রত্যক এর সাউন্ড আলাদা। গেইমটি
ছোট-বড় সকলেই খেলতে পারবে তবে আমি মনে করি
ছোটরা এই গেইম খেলে বেশি আনন্দ পাবে। গেইমটি
লেভেল ভিত্তিক। প্রতি লেভেল কম্পলিট করার পর গেইমটি
আরো কঠিন হয়। গেইমে লাঠির মাধ্যমে হেটে জেতে হয় এবং
এখানে দেখলাম ফিজিক্স ভালই কাজ করে। প্রতি লেভেল ২-৩ টি
চেকপয়েন্ট থাকে অর্থাৎ লেভেল কম্পলিট এর সময় অর্ধেকে
গিয়ে ব্যার্থ হলে সে চেকপয়েন্ট থেকে আবার শুরু হবে। অর্থাৎ
আপনাকে প্রথম থেকে চালু করতে হবে না। সাইজ ৬০ এম্বির কাছাকাছি
হওয়াতে আমি মনে করি গেইমটি পারফেক্ট এবং এই গেইম থেকে
নতুন কিছু আইডিয়া পেয়েছি। যারা ডেভেলপার আছে তারাও

হয়ত এই বিষয়টি লক্ষ করবে। গেইমটি খেলে মজা পেলে কমেন্ট
করে জানাতে পারেন।

DETAILS

  • Rating:4.2
  • Size: 61Mb
  • Download:5M

DOWNLOAD

Walk Master

SCREENSHOTS











SUPPORT ME

হ্যাকিং আর্নিং ইত্যাদির জন্য জয়েন করুন আমার চ্যানেলে।
SUPPORT ME ON TELEGRAM

2 thoughts on "[Walk Master] এই অবসর সময়ে সময় কাটাতে এই মজাদার গেইমটি খেলুন, ছোট বড় সকলের জন্য।[60MB]"

  1. Dip Dey Contributor says:
    Vai Apne Slap King লিখে ফেলছেন

Leave a Reply