আমার জীবনে অনেক গেইম খেলেছি, gta, max payne,
nova, খেলিনি এমন কোনো বড় গেইম প্লে স্টোরে নেই। কিন্তু
আমার সবচেয়ে প্রিয় গেইম হচ্ছে Spiderman এর গেইমগুলো।
কারণ এতে সুতা মেরে মেরে অনেক উপরে যাওয়া যায়। তাছাড়া
ওপেন ওয়ার্ল্ড হলে ত কথা নেই। এতদিন আমার কাছে ভাল
কোনো ডিভাইস ছিল না, তাই বড় কোনো গেইম খেললেও
তার সম্পূর্ণ মজা পেতাম না গ্রাফিক্স এর কারণে। কিন্তু আজ
অনেক দিন পর The Amazing Spiderman 2 ডাউনলোড
করে দেখি সেই লেভেলের গ্রাফিক্স। যদিও আগে ২-৩ বছর আগে খেলেছি, কিন্তু আজকে দেখি এটি অন্য লেভেলের গেইম। আর এত বছরে আমার মত অনেকেরই ডিভাইস আপগ্রেড হয়েছে আশা করি তাই, যারা আগে খেলেছেন এই গেইম তারাও এবার নতুন এক্সপেরিয়েন্স পাবেন। ঘাটাঘাটি করে এর মোড+অফ্লাইন+বাগ ফ্রী ফাইল খুজে পেয়েছি আশা করি ভাল লাগবে সবার।
DETAILS
- Rating: Not Found
- Size: Zip (533MB)+ File (1.3GB)
- Download:Not Found
গেইমটি কেন যেন প্লে স্টোরে পেলাম না।
DOWNLOAD
Download Link
এর ভেতর Apk+Obb দুনুটিই আছে উপরের লিংক থেকে ডাউনলোড
করে নিন।
সুবিধাসমূহ
- সকল ফোনে চলবে
- জিপিউর ঝামেলা নেই
- High Qualiy Graphics
- No Bug, No Lag
- সম্পূর্ণ অফলাইন
- সব স্কিল আনলকড
- সকল সুট আনলকড
- সকল মেডিসিন, কয়েন আনলিমিটেড
- Chapter 1, Completed 90%
INSTALLATION
প্রথমে ZArchiver
অথবা অন্য কোনো ফাইল এক্সট্রেক্টর open করুন তারপর যেই folder এ গেম এর ফাইল গুলা রোখেছেন ওখানে যান।
##apk টি install দিন ওপেন করবেন না
## ডাউনলোড হয়ে গেলে অবশ্যই ফোনে যথেষ্ট জায়গা ফাকা রেখে Extract করতে হবে।
##কারন টা হলো extract করার পর data file টির সাইজ ১ জিবির বেশি হয়ে যাবে।
##এখন extract করা ফাইলটি কপি বা কাট
করে phone memory card এর Android/obb folder রাখুন
##এখন অনেকেই বলে আমার phone memory তে এতো যায়গা নেই।আমরা কি করবো??
##আপনাদের দেখতে হবে apk টা কই install দিয়েছেন।
এর জন্য app info গিয়ে দেখতে পারেন। বেশির ভাগ phone থাকে। আপনারা শুধু এটা moved করে sd card করে দিবেন
##তাহলো আপনারা sd card/Android/obb এও রাখতে পারবেন
##এবার Apk ফাইলটি ওপেন করুন। আপনাকে কিছু ডাটা ডাউনলোড করতে বলবে অথবা চেক করতে বলবে।Yes দিন, ফোন মোবাইল ডাটা অথবা ওয়াইফাই এর সাথে কানেক্ট রাখুন। ভয় পাওয়ার কিছু নেই আপনার কোনো ডাটা কাটবে না, এটি শুধুমাত্র অল্প কয়েক কেবি খরছ করে ফাইল্গুলো চেক করে নিবে। এই কাজ একবারই করবে অর্থাৎ প্রতিবার
গেইমে ঢুকার সময় এই ঝামেলা হবে না।
##গেইমে ঢুকে দেখবেন ভাষা অন্যরকম। এখন ভাষা ইংরেজি করতে সেটিং এ যান এবং ডান দিকে ৩ নাম্বার অপশনটি সিলেক্ট করুন। সেখানে অনেক দেশের পতাকা দেখতে পাবেন। প্রথমটি সিলেক্ট করুন এতে ভাষা ইংরেজি হয়ে যাবে।
##ইন্সটলের কাজ এতটুকুই, এর পর আরামসে বাকি গেইমটুকি এনজয় করতে পারবেন। যদি সুট বা অন্য কোনো কিছু নিয়ে সমস্যা হয় তবে গেইমের ডাটা ফাইল ক্লিয়ার করে দিয়ে আবার শুরু থেকে স্টার্ট করতে পারেন।
বিঃদ্রঃ যাদের Android এ obb ফোল্ডার নেই তারা তৈরি করে নিবেন, তারপর করবেন।
GAME SCREENSHOTS
SUPPORT ME
মাত্র ৩০ সেকেন্ড সময় অপচয় করে আমাকে সাহায্য করতে পারেন।
- আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করুন।
- [url=https://t.me/klshaa[আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন।[/url]
1. ki ki pblm hote pare ? i mean, ki ki pblm er kotha bollen apni ?
2. data file clear mane ki ? game er clear data marbo ?
3. abar notun kore shuru mane ki vai ?? ektu bujhie bolben ?
asha kori ans gulo diben.
ডাটা ক্লিয়ার মানে গেইম এর ক্লিয়ার ডাটা, ফোনের সেটিং থেকে করতে হয়।
আমার নতুন থেকে স্টার্ট মানে প্রথমে ইন্সটল করার পর গেইম যেরকম ছিল সেরকম হয়ে যাবে।
আমার কিছু ডিভাইসে ডাটা ক্লিয়ার দিতে গিয়ে স্টোরেজ বা Obb ফাইল ক্লিয়ার হয়ে যায়।