Modern Combat গেইমগুলো সর্বপ্রথম খেলেছিলাম Java ফোনে। কিন্তু পড়ে Android এ এসে দেখতে পাই তার এক নতুন রুপ। Action গেইম এর জন্য Gameloft জনপ্রিয়। এখন ট্রেন্ড এ আছে Battle Royal টাইপের গেইমগুলো যার মধ্য Pubg এবং Freefire জনপ্রিয়। কিন্তু আপনি যদি Online,Action,Multiplayer জনরার গেইমার হয়ে থাকেন
তবে Modern Combat Versus গেইমটি আপনার জন্য। এটি একটি অনলাইন গেইম এবং এতে আপনি পাব্জির Warehouse গেইমের মত একটি Scene পাবেন যেখানে একটি নির্দিষ্ট জায়গা Occupy করে রাখতে হবে এবং Enemy আপনাকে আক্রমণ করবে। গেইমের মূল আকর্ষণ হচ্ছে Superpower. গেইমের প্লেয়ারগুলোকে বলা হয় Agent. এবং এজেন্ট এর ক্যারেক্টার হিসেবে অনেকগুলো ক্যারেক্টার নির্বাচন করা যায়। তবে সব স্কিন বা এজেন্ট একসেস করতে লেভেল ইনক্রিস করতে হয়,
ইভেন্ট কম্পলিট করতে হয়। এজেন্ট এর সুপারপাওয়ার এর মধ্য রয়েছে দেওয়ার ভেদ করে দেখার ক্ষমতা, টেলিপোর্ট এর ক্ষমতা, শিল্ড এবং অনেক ইউনিক পাওয়ার। গেইম চলাকালীন সময়ে কিছুক্ষণ পর পর পাওয়ার ব্যবহার করা যায়। গেইমের আরেকটি মজার দৃশ্য হচ্ছে আপনি গান ফাইটে তলোয়ার নিয়েও যুদ্ধ করতে পারবেন। সাইজ একটু বেশি হলেও
গ্রাফিক্স, এনিমেশন এবং গেইমপ্লে আশা করি আপনাকে মুগ্ধ করবে।

DETAILS

  • Rating: 3.9
  • Size: 40MB+1.4GB
  • Download: 10M

DOWNLOAD

Modern Combat Versus

SCREENSHOTS











SUPPORT ME

মাত্র ৩০ সেকেন্ড সময় অপচয় করে আমাকে সাহায্য করতে পারেন।

3 thoughts on "Modern Combat Versus জনপ্রিয় অনলাইন মাল্টিপ্লেয়ার একশন গেইম খেলুন আপনার ফোনে। [1.4GB]"

  1. Nazmul Islam Author says:
    faltu game ata.khelsi 2 years ago.but mc 5 bestonline ar modde
  2. Nishan khan Subscriber says:
    ওয়াও
  3. MD Shakib Hasan Contributor says:
    Java Phone এ অনেক খেলেছি ?

Leave a Reply