Emulator Review: Call of Duty: Mobile খেলার জন্যে কোন Emulator টা ভালো???

1. GameLoop: এটার পূর্বে নাম ছিল Tencent Gaming Buddy. এটার Android Version: Kitkat 4.4.2. Android Version টা Developers দের Update করা উচিত। যাইহোক, এটার Keymapping & Mouse Control Sensitivity অসাধারণ। শুধু একটাই সমস্যা Game খেলার সময়ে Frame Rate বা FPS Drop করার কারণে Freezing Issue এর সম্মুখীন হতে হয় মানে খেলতে খেলতে Game আটকে যায় 5-10 সেকেণ্ডের জন্যে…, এই Update এর পরে এই সমস্যাটা আরো বেশি বেড়ে গেছে। GameLoop এ Google Playstore থেকে Call of Duty: Mobile Download করা যায় না। GameLoop এর নিজস্ব Game Center আছে, সেখান থেকে Download করতে হয়। তবে ES File Explorer App GameLoop এ Install করে APK File & Obb File Download করেও Game টা একটু কষ্ট করে Install করা যায়। GameLoop Developers রা এভাবে Game টা Install করতে অনুৎসাহিত করে থাকে। তারা Compability set করে Test করার পরে তাদের Game Center এ Game Release করে যার কারণে Playstore এ Update চলে আসলেও GameLoop Game Center এ Update আসতে একটু দেরি হয়।

2. LDPlayer: এটাও প্রায় GameLoop এর মতোই। তবে এটার Android Version অনেক উন্নতঃ Nougat 7.1.2. এটার Keymapping & Mouse Control Sensitivity ভালোই। যারা GameLoop এ খেলেন, তাদের LD Player এ খেললেও Control নিয়ে কোনো অসুবিধা হবে না। তবে এটাতেও Game খেলার সময়ে Frame Rate বা FPS Drop করার কারণে Freezing Issue এর সম্মুখীন হতে হয় আর যেটা GameLoop এর থেকেও অনেকগুণে বেশি…। Playstore থেকে সব Android Appsই এই Emulator এ Install করা যায়।

3. MEmu App Player: এটার Android Version: Nougat 7.1.2. তবে এটার Keymapping & Mouse Control Sensitivity GameLoop আর LD Player এর মতো না…, যারা GameLoop এ খেলে অভ্যস্থ তাদের এই Emulator এ খেলতে অসুবিধা হবে। এই Emulator এ খেললে Call of Duty: Mobile এ Emulator Detect হতো না কিছুদিন আগে…, যার কারণে অনেকেই এই Emulator এ Call of Duty: Mobile খেলে Ban হয়েছে। তবে এখন Emulator Detect হয়…, Ban হবার সম্ভাবনা নেই এখন। এই Emulator এ Freezing Issue হয় না Call of Duty: Mobile এ…। Playstore থেকে সব Android Appsই এই Emulator এ Install করা যায়।

4. BlueStacks: এটাতে Call of Duty: Mobile এর Smooth Play হয়। তবে এটার Keymapping & Mouse Control Sensitivity খুবই নিম্নমানের…। যারা GameLoop এ খেলে অভ্যস্থ তাদের এই Emulator এ একটি Bot ভালোভাবে মারতে পারবেন কি না…, তাতে সন্দেহ আছে। Playstore থেকে সব Android Appsই এই Emulator এ Install করা যায়।

5. NoxPlayer: এটার Android Version: Lollipop 5.1.1. এই Emulator এ খেললে Call of Duty: Mobile এ Emulator Detect করে না…। তাই এটাতে খেললে আপনি নিশ্চিত Ban হয়ে যাবেন। তবে অন্য কোনো Emulator এ Call of Duty: Mobile এর Beta Version চলে না…, শুধু এটাতেই চলে। তাই Beta Version Test করার ক্ষেত্রে এই Emulator আপনি ব্যবহার করতেই পারেন। আর এটারও BlueStacks এর মতো Keymapping & Mouse Control Sensitivity খুবই নিম্নমানের…।

আমার PC তে যেরকম ফলাফল পেয়েছি…, সেই অনুযায়ী আমি Review লিখেছি। আপনিও সবগুলো Emulator Test করে দেখতে পারেন যে, কোনটা আপনার জন্যে ভালো হবে। যাইহোক, আপনার মতে কোনটা Call of Duty: Mobile খেলার জন্যে Best PC Emulator?

My CoDM IGN: 气pHg益SUPTO

UID: 6743801069107150849
BR Lover
Favourite CoDM Character Skin: Captain – Black Lime
Favourite CoDM BR Gun Skin: AK117
Favourite CoDM MP Gun Skin: LK24

My FB Gaming Page: https://www.facebook.com/Supto.Gaming

10 thoughts on "Call of Duty: Mobile খেলার জন্যে কোন Emulator টা ভালো???"

  1. SR Shoruv Author says:
    যত যাই বলেন Phoenix OS ই বেস্ট
    1. Tuner Author Post Creator says:
      OS Phoenix এখনো Test করিনি…

      এটাও Test করা লাগবে…

  2. root:// Contributor says:
    4gb ram er jonno valo hobe konta
    1. Tuner Author Post Creator says:
      8GB RAM হলে, ভালো হয় এখন Gaming এর জন্যে…

      GameLoop দিয়েই খেলে দেখেন।

  3. Tubelight Contributor says:
    ld player te CoD khelte amar problem hocche …. keymapping think hocche na plus scope option e khuje paina..shoot option o ney
    1. Tuner Author Post Creator says:
      GameLoop use করেন।
  4. Meraj Contributor says:
    ভাই আমি মোবাইলে Call of duty:Mobile খেলি… বিশেষ করে Battle Royal…যদি টিমে নিতে চান তাহলে এড দিয়েন…ক্লানে যোগ করতে চাইলেও রাজি আছি…

    Name: Me-Raj
    Level: 150
    Last BR Rank: Legendary
    Favourite Gun: AK 117
    Favourite Character: যখন যেটা নতুন পাই ?

  5. Jamilur BJR Contributor says:
    amar review dekhen,,,,,
    sob gula try korsi
    1/LD player: mouse control khubi baje MC…
    2/Gameloop:Update er por mtmt valo hoyse
    3/Nox: Frame rate khubi kharap for low end pc
    4/MEMU:all perfect…control setting ekdopmi osadharon
    ami MEMU te kheli…………………..FREEFIRE
    CODM Gameloop a kheli,,,Gameloop ekhon mtmt thik ache call of duty er jonno………………
    CODm account:JamilurBJR
  6. Shachin Contributor says:
    Bluestract

Leave a Reply