Game Review
DETAILS
Name:Red Ball Balance
Download: 50K
Genre:Puzzle, Single Player, Offline
Language: English
Price: Free
Rating: 3.9/5
Size:44MB
অনেকদিন পরে একটু ইউনিক টাইপের গেইম পেলাম। আপনি যদি গেইমের হয়ে থাকেন তবে এই গেমটি আপনার জন্য। আমি জীবনে অনেক গেইম খেলেছি এবং তার মধ্যে বেশিরভাগ গেইম ই আসক্তিকর। এই গেমটি কোনো বেতিক্রম নয়। এই গেমটি ইউনিক বলা কারন হল আপনার সকল গেইমে ২ টি মোড থাকে কমপ্লিট the level এবং এটি করার সময় ২ টি কাজ হতে পারে fail অথবা pass. আপনি ফেইল হলে আপনাকে রিস্টার্ট করতে হয় গেমটি না হয় চেকপয়েন্ট থেকে কন্টিনিউ করতে হয়। কিন্তু এই গেইমে আপনি যদি ফেইল হন তবে থাকছে একটি রিওয়াইন্ড বাটন যার সাহায্যে টাইম রীওয়াইন্ড করে মত আপনার রেকর্ড করা গেইম টি রিয়াইন্ড হবে যা দেখতে খুব ভাল লাগে।
GAME MODES
এখানে অফলাইন মোডের পাশাপাশি অনলাইন মোড আছে, আছে ফ্রেন্ডের সাথে খেলার অপশন এবং অনলাইনে রেন্ডম মানুষের সাথে খেলার অপশন।
CONTROLS
এখানে ৩ টি কন্ট্রোল বাটন থাকছে একটি দিয়ে বল কন্ট্রোল করে। অপরটি হল Jump বাটন এবং ৩ নাম্বারটি হল angle অর্থাৎ বলটি আপনার সাপেক্ষে কেমন দেখাবে তা। এখানে একটি চতুর্থ বাটন আছে যেটি আসবে আপনি গেইম হারলে যা হল rewind বাটন।
GAME GRAPHICS
গেমটি ৩ডি এবং এর সাইজ অনুযায়ী গ্রাফিক্স মুটামুটি ভালই বলা চলে তবে আরো প্রিমিয়াম করা যেত চাইলে।
GAME UI
এর Ui থেকে শুরু করে সবকিছু ইউজার ফ্রেন্ডলি বলে মনে হয়েছে আমার কাছে। ভাল লেগেছে কিছুটা ট্রান্সপারেন্ট ডিজাইন। তবে আরো ভাল করা যায় বলে আশা রাখছি।
PROS & CONS
এখানে আরেকটি ভাল ফিচার আছে তা হল গেইম ক্রিয়েটর অর্থাৎ আপনি নিজের লেভেল নিজে বানিয়ে সেটি আপলোড করতে পারবেন যা নিজে খেলার পাশাপাশি অন্যরাও খেলতে পারবে যা খুবই ভাল।
7 thoughts on "আপনি যদি গেইমার হয়ে থাকেন তবে Red Ball Balance এই গেইম টি আপনার জন্যে"