আসসালামু আলাইকুম,

এই পোস্টে আমি আপনাদের ৫টি Adventure গেম এর কথা বলেছি যেগুলো Unique আর Adventure Game লাভার দের পছন্দ হবে আশা করছি।

5) Game Name : The Trail
Game size : 647 Mb
Game Type : Adventure/Simulation
Playing Mode : Offline

Link – Playstore

https://play.app.goo.gl/?link=https://play.google.com/store/apps/details?id=com.kongregate.mobile.thetrail.google&ddl=1&pcampaignid=web_ddl_1

এই গেমের ক্ষেত্রে ২ টা কথাই বলবো। এক হচ্ছে এই গেমের ডিজাইন আর দুই হচ্ছে গেমটা খুবই Relaxing. ইয়ারফোন ছাড়া খেললে সে স্বাদটা আপনি পাবেন না। গেমটাকে অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে। সচরাচর দেখতে পাওয়া গেমগুলো থেকে একটু আলাদা হলেও এডভেঞ্চার লাভারদের পছন্দ হবে বলে আশা করছি।

Gameplay Screenshots :

4) Game Name : Tsuki Adventures
Game size : 200 Mb
Game Type : Adventure
Playing Mode : Offline

Link – Playstore

https://play.app.goo.gl/?link=https://play.google.com/store/apps/details?id=com.hyperbeard.tsuki&ddl=1&pcampaignid=web_ddl_1

যাদের Aesthetic Type Games গুলা খুবই পছন্দের তাদের জন্যে এই গেমটা আশা করি পছন্দ হওয়ার কথা। কেননা গেমটা আসলেই খুব Relaxing আর গেমের ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যেন মনে হয় কোনো Picture Book দেখছি। মনোমুগ্ধকর এই ডিজাইনের সাথে স্টোরিও পাবেন।

Gameplay Screenshots :

3) Game Name : Jungle Adventures 2
Game size : 41 Mb
Game Type : Action/Adventure
Playing Mode : Offline

Link – Playstore

https://play.google.com/store/apps/details?id=com.renderedideas.jungleadventures2

যাদের Rayman Adventures গেমটি পছন্দ তারা এই গেমটি খেলে দেখতে পারেন। কম সাইজে ভালো একটি গেম ডেভেলপ করেছে Rendered Ideas কোম্পানিটি। তাদের অনেক Java games খেলেছি ছোট বেলায় Nokia Phone গুলোতে। স্মৃতি গুলো মনে পড়ে যায়।
যাই হোক, এডভেঞ্চার গেম যাদের প্রিয় তাদের আশা করি ভালো লাগবে।

Gameplay Screenshots :

2) Game Name : Vertical Adventure
Game size : 34 Mb
Game Type : Arcade/Action/Adventure
Playing Mode : Offline

এই গেমের কন্সেপ্টটা আমার খুবই ভালো লেগেছে। একটু ইউনিকের ছোয়া আছে। যারা মিনিমালিস্টিক ডিজাইন আর প্ল্যাটফর্মার টাইপ গেমস পছন্দ করেন তাদের কাছে এই গেমটি ভালো লাগতে পারে। ট্যাপ এন্ড প্লে হওয়ায় গেমের কন্ট্রোল নিয়ে আশা করি খুব একটা সমস্যা হবে না। বাকিটা আপনাদের নিজেদের উপর।

Gameplay Screenshots :

1) Game Name : Swordigo

Game size : 50 Mb
Game Type : Action/Adventure
Playing Mode : Offline

Link – Playstore

যারা মোবাইলে এডভেঞ্চার গেম খেলেন তারা অবশ্যই এই গেমটির কথা জানেন। যদি না জানেন তবে আমি আপনাকে সাজেস্ট করবো এই গেমটি একবার হলেও ট্রাই করার জন্যে। কারন মাত্র ৫০ এম্বির ভিতরে এত সুন্দর গেম পাওয়া আসলেই দুস্কর। গেমটিতে আছে অনেক লেভেল। প্লে-স্টোরে ১ কোটিরও বেশি ডাউনলোড হয়েছে এই গেম। আর রেটিংও বেশ ভালো – ৪.৭ ★ রেটিং!
আশা করছি আপনারও ভালো লাগবে।

Gameplay Screenshots :

একটা কথা বলে শেষ করবো।
নেগেটিভিটিকে বিদায় দিন। অন্যকে নিয়ে উপহাস করা বা অন্যের কাজকে ছোট করে দেখা বা অন্যের কাজকে ছোট বলা আপনাকে হিরো বা মহৎ বানিয়ে দিবে না। এগুলোর হিসাব আপনাকে ঠিকই দিতে হবে। নেগিটিভিটিতে ইন্টারনেটের দুনিয়া ভরে যাচ্ছে। আপনি নিজেও হয়তোবা সে দলে যোগ দিয়ে ফেলেছেন। এটা থেকে বেরিয়ে আসুন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out….

3 thoughts on "Top 5 Adventure Games On Playstore (Part-2)"

  1. 6ihab Contributor says:
    kind of joke? eigulao post hoi trickbd te? XD
    1. 4HS4N Author Post Creator says:
      Keno vai ki problem dekhlen ei post e?
      Games review bole alada category ache dekhe nen
      Mone hoy trickbd te notun vai apni
  2. MD Shakib Hasan Author says:
    লিংক গুলো ঠিক করে দেন

Leave a Reply