আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন সবাই।

এই পোস্টে আমি কথা বলবো এমন ৫টি অসাধারন গেম নিয়ে যেগুলোর কন্সেপ্ট ইউনিক এবং এগুলোর গ্রাফিক্সও অসাধারন। আশা করছি শেষ পর্যন্ত পোস্টটি পড়বেন। কারন গেমগুলো এক কথায় অসাধারন।

গেমগুলো আমাকে খুবই মুগ্ধ করেছে। আশা করছি আপনাদের কাছেও গেমগুলো ভালো লাগবে।
আমার পূর্বের পোস্টগুলোও দেখে আসতে পারেন চাইলে।

তো চলুন আর কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : SHINE – Journey Of Light

Game Developer : Fox & Sheep

Game size : 357 MB

Required OS : 4.1+

Game Released Date : December 6,2018

Game Type : Offline

Game Link : Revdl/Playstore

 

গেমের শুরুতেই আপনাকে গেমের স্টোরি বুঝিয়ে দেওয়া হবে। গেমটি আমি রিকমেন্ড করবো অন্ধকারে মোবাইলের ফুল ব্রাইটনেস দিয়ে খেলতে। কেননা গেমটির কন্সেপ্ট হচ্ছে আলো বা লাইট নিয়ে। তাই গেমটির বেশিরভাগই অন্ধকারে ডুবে থাকবে।

তবে গেমটির গ্রাফিক্স অনেক সুন্দর। গেমটির সাউন্ডট্র‍্যাকও এক কথায় অসাধারন। কন্ট্রোল একটু খারাপ মনে হয়েছে আমার কাছে। তবে আপনার খুব একটা সমস্যা হবে বলে আমার মনে হয়না।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে মোট ১ লক্ষাধিকবারেরও বেশিবার। গেমটি রিভিউ করা হয়েছে মোট ২ হাজার বার+।

যেহেতু এটি ২০১৮ সালের গেম তাই খুব একটা জনপ্রিয় হয়ে উঠেনি। হ্যাঁ, গেমে আরো অনেক কাজ বাকী আছে। তবে খেলার অযোগ্য এমন না। গেমটির রেটিং প্লে-স্টোরে 3.8 ★। তবে আমার মতে At least 4★ হওয়া উচিত ছিল।

কেননা গেমের কন্সেপ্ট + গ্রাফিক্স প্রশংসনীয়। কিন্তু তবুও কিছু মানুষের কমপ্লেইন থাকবেই। কিছুই করার নেই। আপনি খেলে দেখতে পারেন। আপনার কাছে ভালো লাগতে পারে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

4) Game Name : Botanicula

Game Developer : Amanita Design

Game size : 557 MB

Required OS : 4.3+

Game Released Date : October 11, 2014

Game Type : Offline

Game Link : Revdl

শুরুতেই বলে রাখি গেমটি পেইড প্লে-স্টোরে। গেমটির মূল্য প্লে-স্টোরে ২২০ টাকা। এটি একটি Award Winning Game। গেমটিতে Humor এর মিশ্রন আছে। তাই যারা Funny Games পছন্দ করেন তারা Try করে দেখতে পারেন।

গেমটিতে ১৫০ টিরও বেশি লোকেশন আছে Explore করার জন্যে। গেমটিতে ১০০ টিরও বেশি Funny animations আছে। গেমটি খেলতে যেমন মজার তেমন কঠিনও। আপনার ব্রেইনকে ভালোভাবেই কাজে লাগিয়ে গেমটি খেলতে হবে।

গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

✔ Relaxed game perfect for hard core gamers, their partners, families and seniors

✔ More than 150 detailed locations to explore

✔ Hundreds of funny animations

✔ Incredible amount of hidden bonuses

✔ Award winning music by Dva

এটি একটি স্টোরি টাইপ এডভেঞ্চার গেম। গেমটিকে মূলত ৯-১২ বছর বয়সী বাচ্চাদের জন্যেই ডিজাইন করে তৈরী করা হয়েছে এমনটা প্লে-স্টোরে উল্লেখ আছে। তবে এর মানে যে আপনার কাছে ভালো লাগবে না এমনটা না। গেমটি প্লে-স্টোরে Teachers Approved ও হয়েছে।

আপনি চাইলে কোনো বাচ্চাকে এই গেমটি খেলতে দিতে পারেন। At least Violation এর আওতায় পড়ে এমন Games খেলতে দেওয়ার চেয়ে এই ধরনের গেমস খেলতে দেওয়াই বেস্ট বলে আমি মনে করি।

গেমটিতে গ্রাফিক্স + সাউন্ড এফেক্টস এর ভালো ব্যবহার করা হয়েছে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : The Silent Age

Game Developer : House On Fire

Game size : 241 MB

Required OS : 5.0+

Game Released Date : Jun 23, 2013

Game Type : Offline

Game Link : Playstore/Revdl

 

এটি একটি স্টোরি মোড গেম। এখানে আপনি টাইম ট্র‍্যাভেলের কন্সেপ্টও পাবেন। সাথে পাবেন ইউনিক গেমপ্লে + অসাধারন গ্রাফিক্স। গেমটিতে পাবেন অনেক সুন্দর একটি স্টোরিলাইন।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষবারেরও বেশিবার। গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ১ লক্ষ ১৭ হাজার+ এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমটির সাউন্ড এফেক্টস গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। কারন এখানে প্রত্যেকটা বস্তুর সাউন্ডগুলো Accurate ভাবে দেওয়া হয়েছে। যেমনঃ ঘড়ি, বৃষ্টি, পরিবেশ ইত্যাদির শব্দ।

এখানে 2D Graphics এর ভেতরেও Environment টা এত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যেন মনে হবে কোনো মুভি দেখছেন। এতটাই সুন্দরভাবে সবকিছু ফুটিয়ে তোলা হয়েছে।

গেমটিতে আপনি ২টি Episode খেলতে পারবেন যাতে আছে ৫টি ৫টি করে মোট ১০ টি Chapter। প্রত্যেকটি Chapter এ আবার ভিন্ন ভিন্ন লোকেশন পাবেন।

প্রত্যেকটা লোকেশনে আছে ভিন্ন ভিন্ন Objects + environments আর সেগুলো ফুটিয়ে তোলা হয়েছে খুব সুন্দর গ্রাফিক্স এর মাধ্যমে।

গেমটির স্টোরিলাইন আপনাকে নিরাশ করবে না। গেমটি সম্পর্কে হয়তোবা অনেকেই জানেন। যারা জানেন না তাদের জন্যই দিয়েছি। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : The Trail

Game Developer : Kongregate

Game size : 47 MB

Required OS : 4.1+

Game Released Date : November 1,2016

Game Type : Offline

Game Link : Playstore/Revdl

এটি একটি Story Type Adventure Game।
এই গেমটি আমার কাছে খুবই ভালো লেগেছে এর Beautiful Scenery এর কারনে। গেমটির ক্যারেক্টারগুলো দেখতে আপনার কাছে ভালো না-ও লাগতে পারে।

গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স আর এর সাউন্ড এফেক্টস। গেমটি আপনাকে একটি Picnic/Hiking এর Feel দিবে যেখানে আপনি একটি Journey তে বেড়িয়েছেন।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার। গেমটিকে রিভিউ করা হয়েছে মোট ৩ লক্ষ ১৬ হাজার+ এবং সে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★।

আপনার যদি Cartoonish Graphics ভালো লাগে তবে এই গেমটি আপনারও ভালো লাগবে। গেমটি আপনাকে Aesthetic Feel দিবে। গেমটির সাইজ খুবই কম। তবে এই কম সাইজের ভিতরে এত সুন্দর একটি গেম দেওয়া খুবই প্রশংসার দাবিদার।

গেমটি খেলতে হলে আপনাকে Portrait Mode এ খেলতে হবে। আপনার ডিভাইস এর স্ক্রিনসাইজ যত বড় হবে তত ভালো। কেননা গেমটিতে আপনি স্টোরির সাথে অসম্ভব সুন্দর গ্রাফিক্স দেখতে পাবেন। যা একটি সুন্দর স্ক্রিন ছাড়া ভালো লাগবে না।

গেমটি যেকোনো মোবাইলেই অনায়াসেই খেলা যাবে। আপনাকে গেমটিতে বিভিন্ন Objects Collect করতে হবে। সেই Object গুলো একে অন্যের সাথে Mix করে নতুন Crafts & Objects তৈরি করতে হবে। গেমটি Adventure Lover দের খুবই ভালো লাগবে আশা করছি।

গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

Features of The Trail include :

BEAUTIFUL :
Take in the view as you walk The Trail through different landscapes and fantastic vistas.

RELAXING :
Using only your thumb, swipe and drag to move delightfully along The Trail. Designed for everyone to pick up and enjoy.

MAKE YOUR FORTUNE :
Travel to the new world to make your fortune! Learn to craft and trade.

BUILD A COMMUNITY :
Join a town to unlock more features and work together to make your town the best in the new world!

COMPANION :
Befriend an interactive pet dog to accompany you on your journey, and play together to unwind when at home.

UNIQUE :
You’ve never played anything like The Trail!

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Hillside Drive

Game Developer : Dreamy Dingo

Game size : 70 MB

Required OS : 5.1+

Game Released Date : April 30, 2020

Game Type : Offline

Game Link : Playstore/Revdl (Mod Unlimited Money এর জন্যে)

এই গেমটির সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স। অসাধারন এর গ্রাফিক্স। এমন গ্রাফিক্স খুব কম গেমেই দেখা যায়।

যারা Hill climb racing 1/2 গেমটি খেলেছেন তারা এই গেমের কন্সেপ্ট খুব ভালোভাবেই বুঝতে পারবেন।

গেমটি কন্ট্রোল করা খুবই সহজ। গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ৫০ লক্ষাধিক বারেরও বেশি। গেমটি রিভিউ করা হয়েছে ২৪ হাজার+ বার। গেমটি সাইজ অনুযায়ী খুবই ভালো গ্রাফিক্স Offer করছে।

আমি বলবো গেমটি Mod version Download করে খেলতে। না হলে মজা পাবেন না। Auto থেকে শুরু করে Bus, Truck সহ মোট ১৯টি গাড়ির কালেকশন পাবেন।

বিভিন্ন Task + Upgrades পাবেন।
গেমটির কিছু ফিচার নিচে দিচ্ছিঃ

Features :

• Handcrafted Tracks – Get the best racing experience on tracks thought out to the smallest detail!

• Tasks – Each car has own set of task to complete!

• Unlock – Unlock cars and choose the best one for your racing style!

• Upgrade – Improve the engine, suspension, tires & 4WD of your vehicles

• Gadgets – Install wings, nitro, magnet or snow wheels for better vehicle performance

 

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই জানাবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, গেমগুলো ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর একটা কথা। প্লে-স্টোরে কিছু গেমের রেটিং খুবই খারাপ দেওয়া আছে। যেহেতু গেমগুলো আমি নিজে খেলে দেখেছি তাই আমি জানি গেমগুলো কেমন। রেটিং দেখে গেমকে বাজে মনে করবেন না। গেমগুলো খুবই ভালো।

আপনি নিজে খেলে দেখলেই বুঝতে পারবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
This is 4HS4N
Logging Out…..

 

 

Leave a Reply