আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন।

গেমস নিয়ে এ পর্যন্ত অনেকগুলো পোস্টই আমি করেছি। আমার প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন। বিভিন্ন Categories এর গেমস নিয়ে আমি পোস্ট করেছি।

কিন্তু সবচেয়ে common এবং most on demanding category এর কোনো পোস্ট এখনো করা হয়নি আলাদাভাবে। তাই ভাবলাম একটা পোস্ট করেই দিই।

এটা হচ্ছে 5 best action games for android এর ১ম পর্ব।
এখানে কিছু গেম সম্পর্কে হয়তোবা আপনি জেনে থাকবেন।

আবার কিছু গেমস সম্পর্কে আপনার কোনো ধারনাও থাকবে না। আবার সবগুলো গেমই আপনি জেনে থাকতে পারেন অথবা না-ও জানতে পারেন।

যারা জানেন না বরাবরের মতোই আমি তাদের জন্যেই লিখি। তাই কোনো ভুল হলে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

তাহলে চলুন, আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের টপিক।

5) Game Name : Reckless gateway 2

Game Developer : Pixelbite

Game Size : 87 MB

Required OS : 4.3+

Game Released Date : May 24, 2017

Game Version : 2.2.6

Game Link : Playstore

Reckless Gatway 1 ও আছে। তবে প্লে-স্টোরে সেটা পেইড। আর Reckless gatway 1 এর থেকে reckless gateway 2 আমার কাছে বেশি ভালো লেগেছে।

প্লে-স্টোরে এটা ফ্রি। আর যদি আপনার reckless gateway 1 খেলতে হচ্ছে হয় তবে আপনি rexdl/revdl থেকে ডাউনলোড করে খেলতে পারেন।

যাই হোক, এই গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং তার সাথে গেমটি রিভিউ করা হয়েছে ৮৬ হাজার+ বার আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.3 ★।

গেমের কন্ট্রোল খুবই সহজ। আপনাকে ডানে বামে Touch করে Car Control করতে হবে এবং recklessly বা এলোমেলোভাবে car চালাতে হবে।

পুলিশে আপনাকে তাড়া করবে। পুলিশের হাত থেকে বাচতে হবে। গেমটি অনেকটা gta chinatown wars এর মতো। এখানে full action pack car driving এর experience পাবেন।

তারই সাথে পাবেন open world experience। আপনি যেখানে ইচ্ছা ঘুরাঘুরি করতে পারবেন। গেমটির গ্রাফিক্স এতটাই ভালো যে এ নিয়ে প্রশংসা না করে থাকতে পারছি না।

গেমটির গ্রাফিক্স + Colour grading সবকিছুই অসাধারন। আমার দেখা one of the best। অবশ্যই Try করে দেখবেন। কম সাইজের ভিতরে অসাধারন একটি addictive গেম এটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ


4) Game Name : Overdrive

Game Developer : GEMMOB Adventure

Game Size : 58 MB

Required OS : 5.0+

Game Released Date : November 4, 2017

Game Version : 1.8.4

Game Link : Playstore

Overdrive 2 গেমটিও প্লে-স্টোরে আছে। তবে সেটা আমার কাছে ভালো লাগেনি। ঐটার কন্ট্রোল + গেমপ্লে কোনো কিছুই ভালো লাগেনি আমার। Normal একটি গেম। Special কিছুই নেই। তাই ঐটা নিয়ে কোনো কথা বললাম না।

যাই হোক, এই গেমটির Story mode আমি নিজে Over দিয়েছি। First To Last Over দেওয়ার পর গেমটি আমার কাছে এক কথায় Masterpiece লেগেছে।

কারন এই গেমটিকে এত সুন্দরভাবে ডেভেলপ করা হয়েছে যে গেমটি খেলে আপনি মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না।

গেমটিতে অনেকগুলো ক্যারেক্টার পাবেন খেলার মতো। গেমটিতে আছে Epic Heroes, Epic Boss Fights, Endless Survival Mode, Various Game Modes (Defense, PVP, Survival, Campaign Etc)।

এই গেমের গ্রাফিক্স আপনাকে মুগ্ধ করবেই। গেমটিতে যে 2D Graphics টি দেওয়া হয়েছে সেখানে আপনাকে HD Quality Graphics দিবে। আপনি বুঝতেই পারবেন না যে আপনি একটি 2D Game খেলছেন।

গেমটিকে এতদিনে অনেক improve + optimize করা হয়েছে। এটিকে একটি Ninja Type Action Game বললেও ভুল হবে না। কেননা গেমটির নাম + কন্সেপ্ট দুটিই এই বিষয়ের উপর ভিত্তি করে বানানো।

গেমটির Colour Grading, Controls, Graphics, Gameplay সবকিছু বিবেচনায় নিয়ে এসে একে ১০/১০ রেটিং দেওয়াই যায়।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড হয়েছে ৫০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৭০ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।

গেমটির আরো কিছু ফিচারসঃ

✔ Tutorial for newbie makes sure every player can learn how to play

✔ Playable OFFLINE, so no more worries of no Internet

✔Smooth game control experience

✔ Heroes to be upgraded, customised & equip with epic weapons & armor suits and more!

✔ Ultra-stunning sci-fi graphic & effects

✔ Giant boss with unique attack.

✔ Various weapons ( Sword, Buster Sword, Spear,…) with their perfect combos make the unforgettable experience. Upgrade them to unlock new stronger combos!

আশা করছি গেমটি আপনাদের ভালো লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

3) Game Name : Dan The Man

Game Developer : Halfbrick Studios

Game Size : 80 MB

Required OS : 4.4+

Game Released Date : October 4, 2016

Game Version : 1.10.41

Game Link : Playstore

Action Game এর কথা হচ্ছে আর এই ধরনের 2D Action Game এর কথা বলবো না তা কি করে হয়?

এটি একটি Retro Pixel Indie গেম যেখানে আপনি Action + Arcade + Adventure তিনটিরই স্বাদ পাবেন। শুরুতেই বলে দিই এখানে আপনি ভালো একটি স্টোরিলাইন পাবেন।

তার সাথে এখানে পাবেন বিভিন্ন Guns, Skins, Skills, Upgrades, Special Attacks ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Game Mode পাবেন। যেমনঃ Campaign Mode, Endless Survival Mode, Adventure Mode, Multiplayer Mode।

এটি একটি Offline গেম। তাই আপনি গেমটির Offline Mod Version Download করে খেলতে পারবেন। Rexdl/Revdl এ এর Mod version পেয়ে যাবেন।

গেমটির mod version না খেললে এর মজা পাবেন না। কারন এখানে প্রচুর পরিমানে upgrades আছে। যা unlimited money ছাড়া possible না করা।

তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যই এর mod version টি ডাউনলোড করে খেলবেন।

এবার আসি এর কন্ট্রোল + গেমপ্লে তে। গেমটি আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই smoothly খেলতে পারবেন। যেহেতু এটি একটি 2D Retro Pixel Type Game। তাই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।

গেমপ্লে স্মুথই আছে আর তার সাথে এখানে location + details এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারন একটি গেম। যারা 2D Games পছন্দ করেন তারা অবশ্যই গেমটি খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

2) Game Name : Anger Of Stick Series (1-5)

Game Developer : COWON PLAY, BLUE GNC INC, J-Park, SENSPARK ZERO

Game Size : 30-40 MB এর ভিতরেই সবগুলো গেম পেয়ে যাবেন।

Required OS : 2.3.3 – 4.0+

Game Released Date : 2015-2021

Game Type : Offline

Game Link : Playstore

আমি সম্পূর্ণ Series টার কথাই বললাম। কারন Action Game এর কথা আসলে Anger of stick এর কথা আসবে না তা কি করে হয়?

এটি one of the best action type game যেখানে আপনি যা ইচ্ছা তা-ই করতে পারবেন। সবগুলো গেমেরই Mod version download করে খেলবেন তাহলে মজা পাবেন।

কারন এখানে প্রচুর upgrades আছে যা mod version ছাড়া খেললে মজা পাবেন না।

যাই হোক, গেমগুলোতে আছে nonstop action + storyline + good control + amazing gameplay।

গেমগুলো একাধারে ১ লক্ষ থেকে ১০ লক্ষ, ১ কোটি এমনকি ১০ কোটি পর্যন্ত ডাউনলোড ছাডিয়েছে প্লে-স্টোরে। প্রত্যেকটি গেমই 4+★ রেটিং পেয়েছে প্লে-স্টোরে।

গেমগুলো লক্ষাধিকবারেরও বেশি রিভিউ করা হয়েছে। এই গেম সিরিজটি অত্যাধিক জনপ্রিয়। যারা YouTube এ Alan Backer এর Stickman Cartoon Animation দেখেছেন তারাই জানেন এই গেমটি কেন এত জনপ্রিয়।

এখানে অনেক Boss Fight পাবেন। গেমগুলোতে এত ভালো ভালো Action আছে যে আপনি একটুও বোরিং Feel করবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

1) Game Name : Payback 2 : The Battle Sandbox

Game Developer : Apex Designs Entertainment, Limited

Game Size : 102 MB

Required OS : 5.0+

Game Released Date : October 14, 2010

Game Version : 2.104.12.4

Game Link : Playstore/Rexdl/Revdl (For Mod Full unlocked)

যারা GTA Type Action Games পছন্দ করেন তাদের অবশ্যই গেমটি ভালো লাগবে। অনেকে আবার হয়তোবা গেমটি সম্পর্কে জানেনও।

এটি বেশ জনপ্রিয় একটি গেম। গেমটিতে আপনি অনেক ভালো গ্রাফিক্স পাবেন। ১০০ এম্বির ভিতরে এত সুন্দর গ্রাফিক্স তা-ও আবার এই ধরনের গেমে পাওয়া সত্যিই এক প্রশংসনীয় বিষয়।

কেননা এই গেমে পাবেন প্রচুর গেম মোড যা আপনি রাত দিন খেলেও শেষ করতে পারবেন না। আমি অবশ্যই Recommend করবো Mod Version Download করে খেলার জন্য।

তাহলে সব লেভেল আর অন্যান্য জিনিসগুলো আনলক করা পাবেন। প্লে-স্টোরের টায় সব লক করা। খেলে খুব একটা মজা পাবেন না।

এই গেমের নিজস্ব কোনো সাউন্ড বা মিউজিক নেই। জি, বিষয়টা অবাক করা হলেও এই গেমের সাউন্ড কোথা থেকে আসে জানেন?

আপনার ফোন মেমোরি তে থাকা সমস্ত অডিও ফাইলই এই গেমটিতে একের পর এক Randomly Shuffle হবে যতক্ষন আপনি গেমে আছেন ততক্ষন।

বিষয়টি খুবই ইন্টারেস্টিং। এই গেমের বিভিন্ন ধরনের Control আছে যা সেটিংস এ গেলে পেয়ে যাবেন।

এছাড়াও এখানে আপনি প্রচুর Levels পাবেন খেলার জন্য। সাথে পাবেন First person (FPS) এবং Third Person (TPS) Viewing experience। জি এখানে FPS + TPS দুটিই আছে।

আপনার যেভাবে ইচ্ছা খেলতে পারবেন। এখানে অনেক গেম মোড আছে। সাথে আছে চোখ ধাধানো গ্রাফিক্স।

রাতের আকাশের তারা থেকে শুরু করে সবকিছুর ডিটেইলসই এত সুন্দর ভাবে দেওয়া আছে যে এর প্রশংসা না করে থাকতে পারছি না।

এক কথায় অসাধারন একটি গেম। অবশ্যই Recommended থাকবে গেমটি।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

অবশেষে বলবো, এই ৫ টি গেমের ভিতরে যেকোনো একটাও যদি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই আমাকে জানাবেন। এমন আরো গেমস নিয়ে পোস্ট চাইলে সেটাও আমাকে জানাতে পারেন।

পরের পোস্ট কি নিয়ে করা যায় এটা নিয়েও recommendation দিতে পারেন। আমি চেষ্টা করবো সেটা নিয়েও পোস্ট করার।

আরো একটা কথা। অনেকেই বলে থাকেন আমি বেশি স্ক্রিনশট দিই। আসলে আমি সব স্ক্রিনশট একবারে তুলে একই জায়গায় রেখে দিই।

পরে একবারে সব mark করে select করে আপলোড করে দিই। তাই অনেক সময় বেশি স্ক্রিনশট আপলোড হয়ে যায়।

আর বেশি স্ক্রিনশট নেওয়ার কারন হচ্ছে আমি চাই আপনাদের ভালোভাবে বুঝাতে যে গেমটিতে কি আছে। কেমন দেখতে লাগবে যখন আপনি গেমটি প্রথম প্রথম খেলা শুরু করবেন।

সব কিছুই তো এক দুইটা স্ক্রিনশটে বোঝানো সম্ভব নয় তাই না? তাই বেশি স্ক্রিনশট দিয়ে দিই যেন আপনারা ভালো ধারনা পান যে গেমের ভিতরে আছে টা কি।

আমি জানি অনেকেই Scroll করতে করতে বিরক্ত হয়ে যান। কারন আমরা বাঙালি জাতী সভাবতই অলস প্রকৃতির ???। যাই হোক, এটার জন্যে আমি বেশ দূঃখিত। কিন্তু করার কিছুই নেই।

আমি চাই আপনারা গেম সম্পর্কে ভালো ধারনা পান। কারন আমি জানি বেশিরভাগ মানুষই আমার লেখা গুলো পড়েন না। কারন এত বোরিং লেখাগুলো কে-ই বা পড়বে?

আসলে আমি আমার নিজের experience এ যা দেখি শুনি feel করি সেগুলোই আপনাদেরকে বলার চেষ্টা করি। কিন্তু যখন এত কষ্ট করে পোস্ট লিখেও হাজারটা ঝামেলা Face করে আপলোড দেওয়ার পরেও কেউ complain করে যে এটা ভালো লাগে নি, ঐটা কোথায়, ঐটা কেন দিলেন তবে একটু তো খারাপ লাগেই।

তবুও মানুষ মাত্রই ভূল হয়। আর আমি Perfect না। তাই আমার ভুলগুলোকে আমি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার জন্যে অনুরোধ জানাচ্ছি।

আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।
ভালো থাকবেন।
ধন্যবাদ।
This is 4HS4N
Logging Out…..

 

 

4 thoughts on "Android এর 5 টি Best Action Games! (Part-2)"

  1. Mahmud Hasan Contributor says:
    game er sathe link diye dile valo hoto

    btw very informative and cheerful post, love it, keep moving.

    1. 4HS4N Author Post Creator says:
      Thank you for your comment.
      Link dilam na karon playstore e search korlei peye jaben

      Jeshob games onek koshto kore pete hoy ba playstore er baire thake shegulor e link dibo ekhon theke

      Karon apni jeta easily khuje paben shetar jonne amar extra shomoy + srom dite chai na…. Sorry ?

  2. Mahmud Hasan Contributor says:
    its OK. and I really love this series thank you for your work.
    1. 4HS4N Author Post Creator says:
      Thank you very much
      I will try my best to post with less screenshots

Leave a Reply