আসসালামু আলাইকুম বন্ধুরা,

কেমন আছেন সবাই?

আশা করছি সবাই আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন।

বর্তমান সময়ে আমরা অল্পটুকু ফ্রী সময় পেলেই টাইম পাসের জন্য অ্যান্ড্রয়েড গেমের শরণাপন্ন হই।

কিন্তু এতে করে আমাদের টাইম পাস হলেও সত্যি বলতে আমাদের কোনো উপকার হয় না।বরং অনেক ক্ষতি হয়।

তাই গেম যদি খেলতেই হয়, তাহলে সেসব গেম খেলুন যেগুলো খেললে আপনার ব্রেন পাওয়ার বৃদ্ধি পাবে এবং কিছুটা হলেও যা আপনার উপকারে আসবে।

তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেরা পাঁচটি ব্রেন গেম।যেগুলো আপনাদের অবশ্যই অবশ্যই ভালো লাগবে।

তো চলুন শুরু করা যাকঃ-

1.Elevate

Size:-39 mb

Ratting:-4.5

Downloads:-10M+

এটি অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সবচেয়ে সেরা একটি Brain Game.
কি নেই গেমটির মধ্যে!

গেমটিতে Speaking, Listening, Writing, Reading এবং Math বিষয়ে অসংখ্য ব্রেন গেম।

Writing এর মধ্যে রয়েছে Spelling, Syntax, Punctuation, Commas  ইত্যাদি
Listening এর মধ্যে রয়েছে Focus, Name, Recall, Synthesis

Speaking এর মধ্যে রয়েছে Memory, Pronunciation, Adjective Recall.

Math এর মধ্যে রয়েছে Measuring, Subtraction, Percentage, Division, Average ইত্যাদি অসংখ্য ব্রেন গেম,
যেগুলো খেলে আপনি আপনার ব্রেন পাওয়ার ইমপ্রুভ করতে পারবেন।
এছাড়াও রয়েছে প্রতিদিনের জন্য আলাদা Exercise এর সুবিধা।

আপনি এই Exercise এর ওপর ভিত্তি করে আপনার Performance ও দেখতে পারবেন।

দুঃখজনক ভাবে এই গেমটি খেলার জন্য আপনাকে বছরে ৪০ ডলার দিতে হবে। আর আমি জানি এটা কারোর পক্ষেই সম্ভব নই। তাই আমি আপনাদের দিচ্ছি গেমটির মোড ভার্সন।

ডাউনলোড করে ইনজয় করুন।

Download Link:-Elevate Mod

2:-NeuroNation

Size:-59 mb

Rating:-4.6

Downloads:-10M+

অ্যান্ড্রোয়েড ফোনের জন্য আরেকটি সেটা ব্রেন গেম হলো NeuroNation.

গেমটিতে ৩০ টিরও বেশি exercise রয়েছে আপনার মেমোরি এবং কনসেন্ট্রেশন এর জন্য।
যার মধ্যে প্রায় সবগুলো exercise একদম ইউনিক এবং যেগুলো আমি অন্য ব্রেন গেমে খুঁজে পাই নি।

প্রতিটি এক্সারসাইজ ঠিক করা হবে আপনার progress অনুসারে।

Download Link:-NeuroNation

3:-Train Your Brain 2

Size:-8 mb

Rating:4.8

Downloads:-100K+

এটি কম এম্বির মধ্যে সেরা একটি brain game.

Train Your Brain 2 এর মধ্যে রয়েছে ৭ টি ব্রেন এক্সারসাইজ।

যার মধ্যে রয়েছে Colours, Fly, Schulte Table, Numbers, Rotation, Rotation +,Anagrams

যেগুলো প্রত্যেকটিই আপনি অবসর সময়ে খেলতে পারেন এবং নিজের ব্রেন পাওয়ার ইমপ্রুভ করতে পারেন।তাই অবশ্যই ট্রাই করবেন।

Download Link:-Train Your Brain 2

4:-Reaction Training

Size:-9 mb

Rating:-4.6

Downloads:-1M+


Reaction Training হচ্ছে আরেকটি সেরা ব্রেন গেম, যার মধ্যে রয়েছে সবচেয়ে বেশি সংখ্যক ব্রেন এক্সারসাইজ।

এর মধ্যে রয়েছে ৪১ টি ব্রেন গেম। যেগুলোর প্রতিটিই সেরা।
যদিও সবগুলো আপনাকে এড দেখার মাধ্যমে আনলক করতে হবে।

Download Link:-Reaction Training

5:-ReaderPro

Size:-58 mb

Rating:-4.4

Downloads:-1M+

ReaderPro অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সুন্দর একটি ব্রেন এক্সারসাইজ গেম।
গেমটির মধ্যে রয়েছে প্রায় ১৫ টির মতো ব্রেন চ্যালেন্জ। যেমনঃ-Anagrams, Letter Search, Number Search, Remember the Number ইত্যাদি।

এছাড়াও আপনি নিদিষ্ট সময় নিয়েও গেমগুলো খেলতে পারেন।


Download Link:-ReaderPro
তো আজকে এই পর্যন্তই,সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন,নিয়মিত নামাজ আদায় করবেন আর ট্রিকবিডির সাথেই থাকবেন সবসময়।

আল্লাহ হাফেজ

5 thoughts on "অ্যান্ড্রোয়েড ফোনের জন্য সেরা ৫ টি Brain Game"

  1. YasirYcs Author says:
    Post ta arektu customize koren sundor lagbe dekhte.
    Ekhon lekhagula kicurir moto lagtese dekte
  2. nihan121 Contributor says:
    Apni Elevate app ar jai kod version disen oita kaj kore na ki mod disin ?
    1. Abir Ahsan Author Post Creator says:
      দুঃখিত।এখন লিংক ঠিক করা হয়েছে
  3. Sohag21 Author says:
    Valo laglo. Good post ☺️

Leave a Reply