আসসালামু আলাইকুম

কেমন আছেন সবাই?
আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালোই আছেন। অনেক দিন পর ট্রিকবিডিতে পোস্ট লিখা শুরু করলাম। ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

২য় পর্বে আপনাকে স্বাগতম। ১ম পর্ব না দেখে থাকলে আমার প্রোফাইলে গিয়ে দেখে আসবেন। ঐখানেও অনেক মজার মজার কিছু গেমস নিয়ে লিখেছি।

এই গেমগুলো আপনি অনায়াসেই যেকোনো এন্ড্রয়েড ফোনেই খেলতে পারবেন। এর জন্যে আপনাকে অনেক ভালো Processor, Ram Rom এর প্রয়োজন পড়বে না।

কারন বাজারে চলমান ফোনগুলোই যথেষ্ট এই গেমগুলো Run করানোর ক্ষেত্রে। এমনকি ২-৩ বছর কিংবা তারও আগের ফোন গুলোতেও অনায়াসেই এই গেমগুলো চলে যাবে।

ল্যাগ ফ্রি এর ক্ষেত্রে শেষে আমি কিছু সেটিংস দিবো Emulator এর। তাই শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না।

এই আমি Psp এর সব গেমস এর কথা বলবো না। টাইটেল অনুযায়ী এখানে আপনি শুধু Anime Type গেমস গুলোরই উল্লেখ দেখতে পারবেন।

গেমগুলো খেলতে হলে আপনার প্রয়োজন পড়বে একটি Emulator যার ডাউনলোড লিংক আমি নিচে দিয়ে দিচ্ছি। আপনি ডাউনলোড করে নিবেন।

 

? PPSSPP (GOLD) EMULATOR – https://rexdl.com/android/ppsspp-gold-psp-emulator-apk-dl.html/

 

এখন আমি আপনাদের এমন কিছু PPSSPP ROM ডাউনলোড করার Website দিচ্ছি যেখানে আপনি সব গেমস এর Rom গুলো পেয়ে যাবেন।

?1) https://www.emulatorgames.net/roms/playstation-portable/

?2) https://romsfun.com/roms/playstation-portable

?3) https://www.gamulator.com/roms/psp

?4) https://www.freeroms.com/psp_roms.htm

?5) https://romspure.cc/roms/sony-psp/

?6) https://m.coolrom.com/roms/psp/a/

?7) https://roms-download.com/roms/playstation-portable

?8) https://www.romspedia.com/roms/playstation-portable

?9) https://www.romsgames.net/roms/playstation-portable/

 

এবার চলুন আসা যাক আমাদের Anime Type কিছু Psp Games এ।
এই গেমগুলো আমি নিজে খেলেছি তাই আমি জানি গেমগুলো কেমন। আর আজ সেগুলোই রিভিউ করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন, শুরু করা যাক।

 

 

 

? 1) Game Name : Ben 10 Protector Of Earth

Game Developer : D3 Publisher, High Voltage Software (Console Versions)
1st Playable Productions (DS)

Game Size : After Extract 685 MB

Genre : Beat ’em up, Action, Adventure

Region : USA

Year of release : 2007

আমি জানি অনেকেই বলবেন Ben 10 Anime এর কাতারে কবে থেকে আসা শুরু করলো? আমি জানি না আসলেও এইটা একটা Must Playing game।

যারা Ben 10 Series এর Fans আছেন তাদের কাছে এই গেমটি অনেক ভালো লাগবে বলে আশা করছি। গেমটিতে আপনি Classic Ben 10 এর Story দেখতে পাবেন।

গেমটির Plot এর শুরুতে Ben ঘুমাতে থাকে। একটি Drone robot এসে তার omnitrix এ dna absorb করতে থাকে। এখান থেকেই শুরু হয় গেমটির main storyline।

এরপর আস্তে আস্তে heatblast, four arms, xlr8 সহ সব alien নিয়ে আপনি খেলতে পারবেন এবং এগিয়ে যেতে পারবেন গেমটিতে।

এত বেশি কিছু বলবো না গেমটি সম্পর্কে। আপনি নিজে খেললেই অনেক মজা পাবেন। আমার কাছে অনেক ভালো লেগেছে গেমটি। তাই recommend না করে পারলাম না।

ভাবলাম যেহেতু এর আগেও Ben 10 নিয়ে গত পোস্টে লিখেছি তাই এই পোস্টেও আরো একটি গেম নিয়ে লিখা যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

? 2) Game Name : Naruto Shippuden Legends – Akatsuki Rising

Game Developer : BNE Entertainment, Cavia, Racjin

Game Size : After Extract 764 MB

Genre : Fighting game, Action-adventure game

Region : USA

Year of release : September 24, 2009

 

Naruto Fans আছেন কারা কারা? আপনাদের জন্যে Naruto Shippuden Series এর মধ্যে One of the best psp game নিয়ে হাজির হলাম। গেমটির গ্রাফিক্স যেমন অসাধারন তেমন এর গেমপ্লে।

শুরুতেই গেমে থাকা Character গুলো নিয়ে কিছু বলি। এখানে আপনি যেসব Character পাচ্ছেন তা হচ্ছেঃ

Naruto Uzumaki

Sasuke Uchiha

Sakura Haruno

Sai

Shikamaru Nara

Gaara

Temari

Kankurō

Rock Lee

Neji Hyūga

Tenten

Kakashi Hatake

Might Guy

Itachi Uchiha

Kisame Hoshigaki

Deidara

Sasori

Naruto এর Rasengan থেকে Itachi এর Sharingan কি নেই এই গেমে? আপনি যদি একজন Naruto Fan হয়ে থাকেন তো এই গেমটি আপনাকে চরম লেভেলের Enjoyment দিবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

? 3) Game Name : Dragon Ball Z Tenkaichi Tag Team

Game Developer : Spike, Shueisha, BNE Entertainment

Game Size : After Extract 1.37 GB

Genre : Action, Fighting, Adventure

Region : USA

Year of release : September 30, 2010

এতক্ষন তো Naruto আর Ben 10 এর Fan দের জন্যে দুইটি গেম দিলাম। এবার আসি যারা Dragon Ball Fans রয়েছেন তাদের জন্যে একটি দূর্দান্ত গেম নিয়ে।

গেমটিতে আপনি ১০-২০ টা না মোট ৭০ টা Customizable Characters নিয়ে খেলতে পারবেন। এছাড়াও গেমটিতে আছে ১০ টি ভিন্ন ভিন্ন রকমের Stage।

যারা Dragon Ball z kai এর Fans রয়েছেন তারা Nostalgia Feel করার জন্যে রেডি হয়ে যান কেননা এখানে Dragon ball z kai এর Original English Dubbing পেয়ে যাবেন।

1 vs 1, 1 vs 2, 2 vs 1 & 2 vs 2 battles system ও আছে এখানে। High-Impact battle এর সাথে Blow Exchange এবং Shot Exchange এর সাথে আছে In-game transformations।

Dragon Walker, Battle 100, এবং Survival modes এর সাথে পাচ্ছেন ৩ ধরনের Super Blast moves or combat moves প্রতিটা Character এর জন্যে।

 

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

? 4) Game Name : Naruto Shippuden Kizuna Drive

Game Developer : Bandai Namco

Game Size : After Extract 1.18 GB

Genre : Action-adventure game

Region : USA

Year of release : July 15, 2010

এবার Naruto Fans দের জন্যে বাকী গেমগুলো দিবো। আমার খেলা one of the best naruto games এগুলো। seriously, এই গেমগুলো যদি আপনি না খেলে থাকেন তবে অনেক কিছুই Miss করে গেছেন Specially যদি আপনি একজন Naruto Fan হয়ে থাকেন।

শুরুতেই জানিয়ে রাখি এই গেমে আপনি কোন কোন ক্যারেক্টর এর দেখা পাবেন ও কাদের নিয়ে খেলতে পারবেনঃ

Naruto Uzumaki (can enter a Nine-Tails form)

Sakura Haruno (can enter Medical Mode)

Sai (can activate the Super Beast Imitating Drawing)

Sasuke Uchiha (can activate Sharingan)

Karin (can enter Medical Mode)

Suigetsu Hōzuki (can activate Water Release: Great Water Arm Technique)

Jūgo (can enter Sage Transformation)

Shikamaru Nara (can activate Shadow Imitation Technique)

Ino Yamanaka (can enter Medical Mode)

Chōji Akimichi (can activate Partial Multi-Size Technique)

Rock Lee (can activate the Eight Gates)

Neji Hyūga (can activate Byakugan)

Hinata Hyūga (can activate Byakugan)

Kakashi Hatake (can activate Sharingan)

Yamato (can activate Wood Release: Great Forest Technique)

Itachi Uchiha (can activate Sharingan)

যারা Naruto Shippuden দেখেছেন তারা এই গেমটির সাথে অনেক রকম ভাবেই Relate করতে পারবেন এবং বুঝতে পারবেন। কেননা স্টোরি লাইন এভাবেই সাজানো হয়েছে।

গেমটিতে আপনি বিভিন্ন ধরনের Power ups দেখতে তো পাবেনই তার সাথে Original Naruto English Voice Acting তো পাচ্ছেনই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

? 5) Game Name : Naruto Shippuden Ultimate Ninja Impact

Game Developer : BNE Entertainment, Cyberconnect2

Game Size : After Extract 1.06 GB

Genre : Action, Adventure, Fighting

Region : USA

Year of release : October 18, 2011

এই গেমটির অনেক ফিচারের সাথে Character সংখ্যাও অনেক। Main Character, Support Character ও Boss সবগুলোই অসাধারন। এক এক করে বলে দিচ্ছি কাদের কাদের দেখতে পাবেনঃ

(১) PLAYABLE CHARACTERS :

Naruto Uzumaki (Narutimate Mode), (Four-Tailed Form), also playable in Sage Mode form (Narutimate Mode), (Six-Tailed Form)

Sasuke Uchiha (Curse Mark Second State Mode), also playable with Black Hebi outfit (Sharingan Mode), also playable with Taka outfit (Mangekyō Sharingan Mode), (Susano’o Mode)

Sakura Haruno (Medic Mode)

Shikamaru Nara (Kagero Mode)

Hinata Hyūga (Twin Lion Fists Mode)

Gaara (Kazekage Mode)

Rock Lee (The Eight Gates Mode)

Kakashi Hatake (Sharingan Mode)

Might Guy (The Eight Gates Mode)

Minato Namikaze (Flash Mode)

Jiraiya (Narutimate Mode), (Sage Mode)

A (Drive Mode)

Killer B (Eight Tails Cloak Mode), (Version 2 Mode)

Pain (Tenchi Shinmei Mode)

Konan (Tenshi Mode)

Itachi Uchiha (Susano’o Mode)

Kisame Hoshigaki (Shark Skin Fusion Mode)

Hidan (Ritual Mode)

Kakuzu (Shinzo Mode)

Deidara (C2 Mode)

Sasori (Self-Puppet Mode)

Tobi (Time and Space Mode)

Danzō Shimura (Izanagi Mode)

Gamabunta (Summon only)

 

(২) SUPPORT CHARACTERS :

Suigetsu Hōzuki

Asuma Sarutobi

Iruka Umino

 

(৩) BOSS CHARACTERS :

Kakashi Hatake

Deidara

Kakashi Hatake (Genjutsu)

Sakura (Genjutsu)

Yūra (Itachi Uchiha)

Mukade (Kisame Hoshigaki)

Rock Lee (Mirrored Sudden
Attacker Technique)

Sasori (Using the Third Kazekage (puppet)

Sasori (Human Puppet)

Orochimaru (Tenchi Bridge Reconnaissance Mission)

Deidara (again)

Hidan

Kakuzu

Itachi Uchiha (again)

Eight-Tails

Pain (Animal Path, Preta Path, Human Path)

Pain (Deva Path)

Danzō Shimura

Sasuke Uchiha

এছাড়াও আপনি এখানে Naruto Shippuden এর Original Storyline তো পাবেনই। তার সাথে পাবেন অনেক বড় ধরনের Battle, 360 degree camera view, ৫০ টিরও বেশি নতুন নতুন ক্যারেক্টর।

এছাড়াও পাচ্ছেন ১০০+ Unique Battles, ৮ টি স্টেজের পাশাপাশি ২৫ টি custom designed missions। এছাড়াও ৩০০+ ক্যারেক্টার Cards Collections এবং Deep Missions, Sole Training সহ আরো অনেক কিছু।

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

? 6) Game Name : Naruto Shippuden – Ultimate Ninja Heroes 3

Game Developer : BNE Entertainment, CyberConnect2

Game Size : After Extract 1.36 GB

Genre : Fighting game, Action game

Region : USA

Year of release : December 10, 2009

এই গেমটিতে আগের গেমগুলোর চেয়ে সবচেয়ে বেশি ক্যারেক্টারস এর সাথে আরো বড় ও ভালো স্টোরিলাইন, আরো ভালো গেমপ্লে, গ্রাফিক্স সবই পাবেন।

(১) PLAYABLE CHARACTERS :

Naruto Uzumaki (Red Chakra Mode), also playable in a Four-Tailed State (Ultimate Mode), also playable as Student Naruto (Leader Mode)

Sakura Haruno (Medical Ninjutsu Mode)

Sai (Rapid Writing Mode)

Sasuke Uchiha (Curse Mark Second State Mode), also playable as Student Sasuke (Serious Mode)

Karin (Search Mode)

Suigetsu Hōzuki (Water State Mode)

Jūgo (Seal Mode)

Shikamaru Nara (Tenryaku Mode)

Ino Yamanaka (Tenka Mode)

Chōji Akimichi (Super Expansion Mode)

Kiba Inuzuka (Fanged Beast Mode)

Shino Aburame (Bug-Covered Mode)

Hinata Hyūga (Byakugan Mode)

Gaara (Kazekage Mode)

Temari (Wind-Covered Mode)

Kankurō (Brutal Drama Mode)

Rock Lee (Gate Of Opening Mode)

Neji Hyūga (Byakugan Mode)

Tenten (Concealed Weapon Mode)

Kakashi Hatake (Mangekyō Sharingan Mode), also playable as Young Kakashi (White Fang Mode)

Obito Uchiha (Sharingan Mode)

Yamato (Wood Style Hidden Jutsu Mode)

Might Guy (Gate Of Opening Mode)

Asuma Sarutobi (Flying Swallow Mode)

Kurenai Yūhi (Hazy Dance Mode)

Shizune (Medical Ninjutsu Mode)

Minato Namikaze (Flash Mode)

Jiraiya (Sage Mode)

Orochimaru (White Snake Mode)

Tsunade (Medical Ninjutsu Mode)

Chiyo (Puppetry Mode)

Pain (Animal, Asura, and Deva Paths playable), (Six Paths Mode)

Konan (Tenshi Mode)

Itachi Uchiha (Tsukuyomi Mode)

Kisame Hoshigaki (Scourge Mode)

Hidan (Ritual Mode)

Kakuzu (Shinzo Mode)

Deidara (C2 Mode)

Sasori (playable using the Third Kazekage puppet (Self-Puppet Mode), also playable as a Self-Puppet (Ultimate Mode)

Hiruko (Ultimate Mode)

Tobi (Lightning Fast Mode)

Kabuto Yakushi (Ultimate Mode), also playable as Possessed Kabuto)

(২) গেমের ভিতরে যেসব Stage পাবেনঃ

Konohagakure

Training Field

Cataract Giant Wall

Forest of Dead Trees

Sunagakure

Wilderness of Running Water

Cliff of Morning Mist

Akatsuki Hideout

Tenchi Bridge

Giant Snake Altar

East Hideout Lab

North Hideout Confinement Facility

Vacant Lot of Explosion Arts

গেমটি যেমন বড় তেমনই মজাদার। আপনাকে বোরিং তো Feel করাবেই না। তার সাথে আপনাকে আলাদা এক রকমের Enjoyment দিতে বাধ্য।

নিচে গেমটির কিছু স্ক্রিনশটস দিয়ে দিচ্ছিঃ

 

এবার আপনাদেরকে PPSSPP EMULATOR (GOLD) এর কিছু settings এর স্ক্রিনশট দিচ্ছি যেগুলো আপনি Apply করলে Lag কম পাবেন কিংবা পাবেনই না।

যে গেমগুলো দিয়েছি এর ভিতরে সবগুলোই আমি Lag Free ই খেলেছি। তবুও যদি কোনো সমস্যা Face করেন তবে এই সেটিংস গুলো Apply করে দেখতে পারেন।

যদি তবুও কোনো সমস্যা হয় তবে আপনি নিজে নিজে পরীক্ষা করে দেখে নিবেন আসলে সমস্যা কোনটার কারনে হচ্ছে। না পারলে আমাদের Google Sir আর YouTube Madam তো আছেই।

? PPSSPP EMULATOR SETTINGS :::

তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে। ভুল ত্রুটি গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন বলে আশা করছি।

পরবর্তীতে কোন বিষয় নিয়ে পোস্ট করা যায় সেটাও জানাতে ভুলবেন না। আর গেমগুলো কেমন লাগলো সেটাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন।

ধন্যবাদ।
ট্রিকবিডির সাথেই থাকুন।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….

27 thoughts on "(Part-2) Psp এর অসাধারন কিছু Anime Type Games গুলো খেলুন আপনারই Android Phone এ!"

  1. Ashraful Author says:
    Ben 10 aar Naruto er onek Psp game e khelichi.
    1. 4HS4N Author Post Creator says:
      Play dragon ball z you will love them
  2. Nafis Fuad Contributor says:
    how do I play these in pc??
    1. 4HS4N Author Post Creator says:
      Thank you
  3. Nafis Fuad Contributor says:
    kisu valo pc games er review den link soho
    1. 4HS4N Author Post Creator says:
      Pc নেই ভাই ?।
      otherwise review দিতাম। ইচ্ছা ছিল অনেক।
      thanks for the comment
    1. 4HS4N Author Post Creator says:
      Rasenshuriken ❤️‍?
    2. Levi Author says:
      Love that jutsu!❤️
  4. MD Musabbir Kabir Ovi Author says:
    Share করার জন্য ধন্যবাদ
  5. Tamim Rana Contributor says:
    genshin impact best
    1. 4HS4N Author Post Creator says:
      Bro Psp তে Genshin Impact কোথা থেকে আসলো? ?
  6. পরবর্তী পোষ্ট করেন।
    1. 4HS4N Author Post Creator says:
      করেছি ২ টা দেখেন
  7. MD Shakib Hasan Author says:
    ভালো গেইম
    1. 4HS4N Author Post Creator says:
      Thanks for the compliment
  8. সব দেখি নারুটো, বেন টেন, ড্রাগন বল,,,,,

    আগের পোস্টেও নারুটো,বেন টেন, ড্রাগন বল,,,,

    এছাড়া আর গেম নাই রিভিউ করার মত??

    1. 4HS4N Author Post Creator says:
      না ভাই নেই ?

      এগুলো আগে খেলে দেখেন। Bleach এর নামটা মনে হয় দেখলেন না। Maybe চিনেন না তাই। যেগুলো চিনেন সেগুলোর নামই উল্লেখ করলেন।

    2. আর গেম না থাকলে উপরের কথা গুলা বলার জন্য সরি?

      আর অন্য গেম গুলার নাম যতবার মেনশন করছেন ততবার bleach এর নাম মেনশন করেন নাই

  9. Sohag21 Author says:
    2GB Ram, 32GB Rom তাই সাহস পেলাম না নারুতো গেমগুলো খেলার। ?
    1. 4HS4N Author Post Creator says:
      KENO VAI KI PROBLEM?? CHOLAR TO KOTHA
  10. Sohag21 Author says:
    Hoyto hobe, but sahos hocche na
    1. 4HS4N Author Post Creator says:
      try it bro…..cholbe sure…..lag korle kichu setting apply korle lag free vabe khelte parben
  11. Ahnaf Ariyan Contributor says:
    Thank you bro,, psp settings ta kaaj e dibe onek..

Leave a Reply