আসসালামু আলাইকুম,
কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।
২য় পর্বে আপনাকে স্বাগতম। অনেক দিন হলো Android Games নিয়ে কোনো পোস্ট করা হয় না। তাই ভাবলাম আজ ১০ টি Android Games নিয়ে পোস্ট করি যেগুলো multiplayer type এর।
কেননা Multiplayer games নিয়ে এর আগে আমি আলাদা ভাবে তেমন কোনো পোস্ট করিনি।
তাহলে চলুন শুরু করা যাক।
5) Game Name : Bike Unchained 2
Game Developer : Red Bull
Game Size : 1 GB
Game released date : September 3, 2018
Required OS : 6.0+
Game Version : 5.0.0
Game Link : Playstore
Bike Racing গেম যারা পছন্দ করেন তাদের কাছে এই গেমটি অনেক ভালো লাগবে। এটি একটি ভিন্ন ধরনের Bike Racing গেম।
এই গেমে আপনাকে মোবাইলের স্ক্রিন সোজা করে বা Portrait Mode এ খেলতে হবে। গেমটির কন্ট্রোল খুবই Easy। আপনাকে ট্যাপ ট্যাপ করে এগিয়ে যেতে হবে। হোল্ড করে স্ক্রিনে ধরে রেখে বিভিন্ন Stunt Perform করতে পারবেন।
চিন্তা করবেন না। আপনাকে কন্ট্রোলস বুঝিয়ে দেওয়া হবে গেমের ভিতরেই। গেমটিতে আপনি High Graphics এর Option পাবেন। আপনার ডিভাইস যত ভালো হবে ততই ভালো ভাবে গেমটি খেলতে পারবেন।
গেমটির Minumum Requirement 2 GB RAM থাকা লাগবে। এর থেকে নিচের ডিভাইসগুলোতে গেমটিকে Smoothly Run করতে পারবেন না।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটি রিভিউ করা হয়েছে ৬৩ হাজার+ বার এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।
গেমটিতে আপনি Multiplayer Mode ও পেয়ে যাচ্ছেন। গেমটিতে আপনি Photo Realistic Graphics পাবেন আর তার সাথে পাবেন Smooth Control। এর সাথেও গেমপ্লে এক কথায় অসাধারন।
মাখনের মতো Smoothly চলেছে আমার g35 Processor এ। এখন বেশিরভাগ মানুষই এর চেয়েও ভালো প্রসেসর এর ফোন ব্যবহার করেন। তাই গেমটি খেলতে কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
4) Game Name : Dan The Man
Game Developer : Halfbrick Studios
Game Size : 80 MB
Required OS : 4.4+
Game Released Date : October 4, 2016
Game Version : 1.10.41
Game Link : Playstore
Action Game এর কথা হচ্ছে আর এই ধরনের 2D Action Game এর কথা বলবো না তা কি করে হয়?
এটি একটি Retro Pixel Indie গেম যেখানে আপনি Action + Arcade + Adventure তিনটিরই স্বাদ পাবেন। শুরুতেই বলে দিই এখানে আপনি ভালো একটি স্টোরিলাইন পাবেন।
তার সাথে এখানে পাবেন বিভিন্ন Guns, Skins, Skills, Upgrades, Special Attacks ইত্যাদি। এছাড়াও এখানে বিভিন্ন ধরনের Game Mode পাবেন। যেমনঃ Campaign Mode, Endless Survival Mode, Adventure Mode, Multiplayer Mode।
এটি একটি Offline গেম। তাই আপনি গেমটির Offline Mod Version Download করে খেলতে পারবেন। Rexdl/Revdl এ এর Mod version পেয়ে যাবেন।
গেমটির mod version না খেললে এর মজা পাবেন না। কারন এখানে প্রচুর পরিমানে upgrades আছে। যা unlimited money ছাড়া possible না করা।
তাই গেমটির আসল মজা উপভোগ করতে চাইলে অবশ্যই এর mod version টি ডাউনলোড করে খেলবেন।
এবার আসি এর কন্ট্রোল + গেমপ্লে তে। গেমটি আপনি যেকোনো মোবাইলেই অনায়াসেই smoothly খেলতে পারবেন। যেহেতু এটি একটি 2D Retro Pixel Type Game। তাই এক্ষেত্রে কোনো অসুবিধা হবে না।
গেমপ্লে স্মুথই আছে আর তার সাথে এখানে location + details এর কোনো ঘাটতি নেই। এক কথায় অসাধারন একটি গেম। যারা 2D Games পছন্দ করেন তারা অবশ্যই গেমটি খেলে দেখবেন।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
3) Game Name : Hero Hunters
Game Developer : Deca Games
Game Size : 133 MB
Required OS : 4.4+
Game Released Date : January 31, 2018
Game Version : 5.6
Game Link : Playstore
এই গেমটি আমি সবাইকেই Recommend করবো। এই ধরনের গেম খুব কমই পাবেন। কারন গেমটি সব দিক দিয়েই অনেক ভালো।
প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা ছিল ১ লক্ষ ৬০ হাজার+। সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.0 ★। আমি মনে করি এই গেমের রেটিং At Least 4.5 ★ হওয়া উচিত।
ছিল আগে। এখন নেই। আবার হয়ে যাবে। কারন গেমের রিভিউ অনুযায়ী রেটিং উপরে নিচে উঠতে থাকে। তাছাড়া এই গেম 4.5 ★ পাওয়ার যোগ্য।
গেমটিতে আপনারা প্রচুর Characters পাবেন Play করার জন্যে। একসাথে ৫ জন Character নিয়ে খেলতে পারবেন আলাদা আলাদা কাজের জন্য।
যেমনঃ একজন শুধু Shooting করবে, আরেকজন Sniper এবং আরেকজন Wall Breaking এর জন্যে। এমন নানান ধরনের বৈশিষ্ঠ্য নিয়ে প্রচুর Character পেয়ে যাবেন যা আপনাকে আস্তে আস্তে Unlock করতে হবে।
তবে আমি এত Character খুব কমই দেখেছি বিশেষ করে এই ধরনের গেমস গুলোতে। আপনি গুনে শেষ করতে পারবেন না এতগুলো ক্যারেক্টার এখানে আছে ?।
গেমটিকে রেগুলার আপডেট করা হচ্ছে। আপডেট করতে করতে গেমটিকে অনেক ভালোভাবেই Optimize করা হচ্ছে। সাথে অনেক নতুন নতুন Features, Maps, Characters, Skills, Upgrades ইত্যাদি নিয়ে আসা হচ্ছে।
গেমটি ২০১৮ সালে যখন রিলিজ করা হয়েছিল তখন গেমটি অনেক সাড়া ফেলেছিল গেমারদের কাছে। আমি মনে করি এখনো এমন ধরনের গেম বেশ কমই পাওয়া যাবে।
গেমটি যদিও অনলাইনের তবুও মাত্র ১৩৩ এম্বির ভিতরে এমন গেম আপনি পাবেন না। পেলেও এতটা ভালো হবে না। এই ধরনের গেমের পিছনে At Least আপনাকে 1 GB+ Data খরচ করতে হবে।
তাই আমি বলবো যারা Mobile Data user আছেন তারা এই গেমটিকে অবশ্যই Try করে দেখবেন। কারন কম সাইজের ভিতরে এটা সেরাদেরও সেরা।
এছাড়াও গেমটি বিভিন্ন ধরনের Awards ও জিতেছে। গেমটি আছে নানান ধরনের Locations, Boss Fights, Characters, Gun skins, Upgrades, Special Skills, Healing Skills ইত্যাদি।
এছাড়াও গেমের আরো অনেক ফিচার আছে। যা লেখার ক্ষমতা আমার নেই ??। আপনি দেখে নিন। আমি দিয়ে দিচ্ছি।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
2) Game Name : Modern Ops
Game Developer : Edkon Games GmbH
Game Size : 476 MB
Required OS : 4.4+
Game Released Date : March 19, 2019
Game Version : 7.57
Game Link : Playstore
Action গেমের কথা বলছি আর Shooting এর কথা বলবো না তা কি করে হয়?
এটি একটি ভালো Optimized Shooting Game। গেমটি ২০১৯ সালে প্লে-স্টোরে রিলিজ করা হয়। গেমটি প্লে-স্টোরে ৫ কোটিবারেরও বেশিবার ডাউনলোড করা হয়েছে।
গেমটিকে ১০ লক্ষাধিকবারেরও বেশিবার রিভিউ করা হয়েছে এবং সেই সাথে রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.4 ★।
গেমটির গ্রাফিক্স + গেমপ্লে দুটিই বেশ প্রশংসাযোগ্য। কারন গেমটির গ্রাফিক্স মোবাইল গেমস এর তুলনায় অনেক ভালো।
সবকিছুরই ডিটেইল বেশ ভালো ভাবেই বিবেচনায় নিয়ে এসে গেমটিকে তৈরি করেছে ডেভেলপাররা।
এখানে আছে Multiplayer Mode, 5v5 Battles, Death Match সহ আরো বিভিন্ন ধরনের Game modes.
গেমটিতে ৩০টিরও বেশি Modern guns, pistols সহ ১০টিরও বেশি pvp action games পেয়ে যাচ্ছেন।
এছাড়াও গেমটিতে আপনারা বেশ ভালো গ্রাফিক্স পাচ্ছেন। গেমের Locations, Gun skins, Controls, Gameplay সব মিলিয়ে Overall অনেক ভালোই লেগেছে আমার কাছে।
তাই recommended থাকবে গেমটি খেলার জন্যে।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
1) Game Name : Badland
Game Developer : HypeHype Inc
Game Size : 178 MB
Game Type : Offline
Required OS : 4.1+
Game Released Date : November 28, 2013
Game Link : Playstore
এটি একটি Casual Type Adventure Game। এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে গেমের Sountrack + Graphics।
আপনি যদি Earphone কানে দিয়ে গেমটি Full Volume এ খেলেন তবে এক অন্যরকমের Feel পাবেন। গেমটির গ্রাফিক্স খুবই অপটিমাইজড।
গেমটির কন্ট্রোল খুবই সহজ। আপনাকে Tap করে করে এগিয়ে যেত হবে। অনেকটা Flappy Birds গেমের মতো।
নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ
তো এই ছিল আমাদের ১০ টি Multiplayer গেমস যেগুলো আশা করছি কেউ কেউ খেললেও সবাই খেলেননি। যারা খেলেছেন তাদেরকে Congratulations বলে বাকীদের সুযোগ করে দিতে চাচ্ছি।
ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং পরবর্তী পোস্টের জন্যে কোনো সাজেশন দিতে হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান।
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে ট্রিকবিডির সাথেই থাকুন।
ধন্যবাদ।
THIS IS 4HS4N
LOGGING OUT…..
2 thoughts on "৫ টি Multiplayer Android Games যেগুলোর গ্রাফিক্স অসাধারণ! (Part-2)"