আসসালামু আলাইকুম,

কেমন আছেন সবাই? আশা করছি মহান আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ অনেক ভালোই আছেন।

এই পোস্টে আমরা এমন কিছু Android Games নিয়ে কথা বলবো যেগুলো সেরা 10 টি Open World Games android এর এবং আমি আপনাকে আশ্বাস দিতে পারি এগুলো খেলে আপনি ভিষণ মজা পাবেন।

তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের টপিক।

10) Game Name : V4

Game Developer : NEXON Company
Game Size : 97 MB (ভিতর থেকে 3 GB+ Data Download হবে)
Required OS : 5.0+
Game Version : 1.30.422908
Game Released Date : July 22,2020
Game Link : Playstore

NEXON Company কে তো আপনারা চিনেনই। যারা Darkness Rises গেমটি খেলেছেন তারা অবশ্যই এই কোম্পানিকে চিনে থাকবেন।

কারন NEXON Company টিই Darkness Rises গেমটিকে তৈরি করেছে। এই কথাটা বলার কারন আস্তে আস্তে বুঝে যাবেন যদি পোস্টটি মনোযোগ দিয়ে পড়েন।

শুরুতেই বলে দিই গেমটির গ্রাফিক্স আপনাকে নিরাশ করবে না। MMORPG হিসেবে গেমটি আপনাকে একটি Normal Rpg গেমেরই স্বাদ দিবে। তবে এখানে আপনি অনেক Details পাবেন।

NEXON Company আর Darkness Rises দুটির কথা Mention করার কারন হলো এই গেমের Playstore এর Rating।

গেমটিকে প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১০ লক্ষাধিকবারেরও বেশি এবং গেমটিকে রিভিউ করা হয়েছে ৬৪ হাজার+ বার। কিন্তু গেমটির রেটিং Playstore এ দেখতে পাবেন 3.3 ★।

তাহলে এতো বাজে রেটিংওয়ালা গেম কেন সাজেস্ট করলাম? গেমটি তৈরি করেছে NEXON Company। আপনারা যারা Darkness Rises Game টি খেলেছেন তারা অবশ্যই জানেন গেমটির গ্রাফিক্স ও গেমপ্লে কতটা ভালো।

কোম্পানির নাম মেনশন করলাম এই কারনে যে আপনারা দ্বিধায় পড়ে যাবেন না যে আমি যেকোনো একটা Random Game Pick করে পোস্ট লিখে ফেলেছি। আবার NEXON Company এর গেম বলেই যে গেমটা ভালো হবে তাও না।

কিন্তু গেমটির রেটিং আমার কাছে অনেক কম বলেই মনে হয়েছে। গেমটি At least 4 ★ Deserve করে। কেন এই কথা বলছি?

শুরুতেই বলি Character Customization এর কথা। গেমটির Character Customization অনেক ভালো RPG Game হওয়ায়। গেমটিতে আপনি অনেক কিছুই করতে পারবেন। Character থেকে শুরু করে প্রচুর Tweaks Change করতে পারবেন।

এখানে অনেক বড় Open World Map আছে Travel করার মতো। আপনি যদি প্লে-স্টোরে এখন গিয়ে গেমটির রিভিউ দেখেন Average এর হিসাবে তখন দেখতে পাবেন এর 5-4 ★ Rating ই বেশি। আর রিভিউ গুলো পড়লেই বুঝতে পারবেন গেমটি আসলে যতটা Deserve করে ততটা পাচ্ছে না।

তাই এই গেমটিকে লিস্টে রেখেছি। এখানে অনেক ধরনের Options পাবেন খেলার জন্যে যার কারনে এখানে Details এর পরিমান বেশি হওয়ায় আপনি কিছুটা অগোছালো Screen দেখতে পারেন।

তবে সেগুলো Change করতে পারবেন সমস্যা নেই। অনেক কিছু থাকায় আর অগোছালো Screen থাকায় গেমটি অনেকের কাছেই ভালো লাগেনি।

তবে গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল + গেমপ্লে সবকিছুই ভালো। এতে কোনো সন্দেহ নেই। তাই গেমটি সাজেস্ট করবো তাদেরকে যারা সবকিছুই Try করে দেখতে চান। মানে এক জায়গায় বসে থাকেন না।

আপনার যদি wifi থাকে তবে গেমটিকে একবার Try করে দেখতে পারেন। data user রা এত mb খরচ করে ডাউনলোড করে পরে ভালো না লাগলে আমাকে আবার গালি দিয়েন না ??।

আমার কাছে ভালোই লেগেছে। তাই আমি লিস্টে এড করেছি। যদিও এর চেয়েও ভালো ভালো গেম আছে Rpg section এ তবুও একটু ভিন্ন কিছু try করলে ক্ষতি কি?

এছাড়াও এটি একটি নতুন গেম যা ২০২০ সালে রিলিজ করা হয়। তাই গেমটিতে অনেক কিছুই এড করা বাকী। তবুও যা দেওয়া আছে তা যথেষ্ট হবে বলে মনে হয়েছে আমার কাছে।

ডেভেলপাররা রেগুলার গেমটিকে আপডেট করছে। তাই ভবিষ্যতে ভালো করবে বলে আশা করা যায়।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেয়ে দিচ্ছিঃ

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

9) Game Name : Marvel Future Revolution

Game Developer : Netmarble
Game Size : 1.5 GB (ভেতর থেকে আরো 4 GB+ Data Download হবে)
Required OS : 6.0+
Game Version : 1.7.4
Game Released Date : August 22, 2021
Game Link : Playstore

এটি হচ্ছে Marvel এর প্রথম Open-World Action RPG Mobile Platform এ যেখানে আপনি Marvel এর প্রত্যেকটি Character কেই দেখতে পারবেন এবং তাদেরকে নিয়ে খেলতেও পারবেন।

এই গেমটিকে Regular Update করা হচ্ছে। যখনই Marvel এর নতুন কোনো Movie Launch হয় তখনই এই গেমে নতুন নতুন Characters, Special Events দেয়।

এই গেমটি বাকী ৪ টি গেমগুলোর তুলনায় সব দিক থেকে সবচেয়ে ভালো। কেননা এখানে আপনি Marvel এর সব Character ই পেয়ে যাবেন।

আপনার কাছে যদি ভালো একটি ডিভাইস থাকে তবে এই গেমটি Must Try করবেন। না হলে আপনি অনেক বড় কিছু Miss করে ফেলবেন।

একজন Marvel Fan হওয়ায় আমি আপনাকে অবশ্যই সাজেস্ট করবো গেমটি খেলার জন্য।

কি নেই এই গেমটিতে? Realistic Graphics + Smooth Control + Best Storyline + Amazing Gameplay সবকিছুই আপনি পাবেন।

যারা Endgame দেখেছেন তারা এই গেমটির সাথে অনেক কিছুই Relate করতে পারবেন। এর থেকে বেশি Hint দিবো না ?। বাকীটা আপনি নিজে খেলে দেখুন।

এখানে আপনি Iron man, captain america, doctor strange, black widow, starlord, groot, spiderman, captain marvel সহ ইত্যাদি আরো প্রচুর Characters পাবেন খেলার জন্যে।।

গেমটির Storyline + Gameplay আপনাকে মুগ্ধ করতে বাধ্য। গেমটিতে Thanos ও অন্যান্য অনেকগুলো Supervillain ও পাবেন।

সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এটি একটি Open World Game। জি, এটি একটি Open World Game। আপনি যেখানে ইচ্ছা ঘুরে বেড়াতে, Explore করতে পারবেন ইচ্ছামতো।

যে Storyline এখানে দেওয়া আছে সেটি MARVEL এর Original Stoy। আর প্রতিটি Superhero এর Costume থেকে শুরু করে তাদের Superpower গুলোও Original ই পাবেন যেমনটা আপনারা Movie/Comics/Cartoons এ দেখেছেন।

এখন পর্যন্ত Android Platform এ Best Marvel Game এটি। তাই অবশ্যই গেমটি খেলে দেখবেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

8) GAME NAME : BACKSTAB HD

GAME DEVELOPER : GAMELOFT
GAME SIZE : 700+ MB
REQUIRED OS : Android 2.1+
GAME LINK :

https://drive.google.com/file/d/1uKZa_m5E8md6b2SatkBuflCSMiW9qI0j/view?usp=sharing

যারা Gameloft এর Old Games গুলোর ভক্ত রয়েছেন তাদের কাছে এই গেমটি অবশ্যই ভালো লাগবে। এটি একটি Open World Story Mode Game কিছুটা Assassins Creed Style এর গেম এটি।

যারা Assassins Creed গেম খেলেছেন তারা এই গেমের আসল Feel টা পাবেন। গেমটি এক কথায় অসাধারন। গেমটির Graphics 2012 এর গেমের তুলনায় অনেক Advanced।

এই গেমটি তার সময়ের তুলনায় অনেক ভালোভাবেই তৈরি করা হয়েছিল। গেমটিতে Bugs থাকলেও খেলার মতো গেমটি। অবশ্যই Must Recommended থাকবে।

গেমটি একেবারেই Smoothly খেলতে পারবেন বর্তমানের যেসব ডিভাইস রয়েছে সেগুলোতে। Minimum 2 GB RAM থাকলেই enough বলে আমি মনে করি।

গেমটির Story War নিয়ে, Revenge নিয়ে। অনেকেরই এর Story ভালো লাগবে বলে আশা করছি। অবশ্যই ডাউনলোড করে খেলে দেখবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

BackStab HD

7) GAME NAME : Game Name : Radiation Island

Game Developer : Atypical Games
Game Size : 2 GB
Required OS : 5.0+
Released Date : December 7,2017
Game Type : Offline
Game Link : Playstore/ Pdalife (For Full Unlocked Version)

https://pdalife.com/radiation-island1-android-a24976.html

আপনার কি Survival Type Games ভালো লাগে? তবে এই গেমটির আপনারই জন্যে।

এটি একটি অনেক বড় Open World Game। এখানে আপনি আদিবাসীদের মতো জীবনযাপন করবেন। আমি এমন গেম খুব কমই পেয়েছি যেখানে আমার Actual Expectations Fulfill করতে পেরেছে কিছুটা হলেও।

কেন এমনটা বলছি? তাহলে শুনুন। এই গেমে bugs আছে। বিশেষ করে গেমের control + touch response এ। তা না হলে এই গেমটাকে আমি 1 number position এই রাখতাম। গেমটিকে এখনো অনেক আপডেট করা হচ্ছে। তবুও কিছু সমস্যা আছে।

তাই বলে কি খেলবেন না? অবশ্যই খেলবেন। Android এ এমন গেম খুব কমই পাবেন যেখানে আছেঃ

1) Beautiful Graphics (60 Fps Option)

2) Day + Night Vision (রাত ও দিন মানে ২৪ ঘন্টার সম্পূর্ণ সময়টাই এখানে দেখতে পাবেন real life এর মতো)

3) First Person viewing experience (এখানে আপনার মনে হবে আপনি নিজেই গেমের ক্যারেক্টারে আছেন সত্যি সত্যিই)

4) Night Stars + Moon + Astronomical View (রাতের আকাশটাকে এখানে যেভাবে Portray করা হয়েছে এতে আমি এখানে ১০/১০ দিবো।

5) Day Sky Viewing experience এও আমি একে ১০/১০ দিবো। কার এখানে সকাল + বিকাল + সন্ধ্যা + মেঘাচ্ছন্ন আবহাওয়া মানে সবধরনের আবহাওয়ায় দিনের আকাশটাকে কেমন দেখায় এখানে সবকিছুই Accurate Detail এ দেওয়া আছে।

6) Animals + Ocean সহ বিভিন্ন Objects যেমনঃ Trees, Grass, Flowers, Fruits, Sticks ইত্যাদি এগুলোকেও ভালোভাবেই Animate করতে পেরেছে Developer রা। যদিও মাঝে মাঝে কিছু Bugs দেখা যায়।

এছাড়াও আরো অনেক কিছুই আছে বলার মতো। কিন্তু আমি পোস্টটিকে বেশি বড় করতে চাচ্ছি না। তাই বাকীটা আপনি খেলে দেখলেই বুঝতে পারবেন। আর আমি স্ক্রিনশট তো দিয়েই দিবো। সেগুলোতেই দেখে নিবেন।

গেমটির কিছু স্ক্রিনশটসঃ

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

Screenshot image

6) Game Name : Mudness Offroad Car Simulator

Game Developer : Radomir Rotaru
Game Size : 878 MB
Required OS : 5.1+
Game Type : Offline
Game Released Date : March 31, 2022
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

আরো একটি নতুন Game। এই গেমের গ্রাফিক্স আগের গেমটির তুলনায় আরো বেশি High। এতটাই High যে আমি এর Screenshot তোলার মতোই Gameplay করতে পারিনি।

তাই আমাকে YouTube এ গিয়ে Gameplay এর Screenshot Collect করতে হয়েছে। তাই এই দিক দিয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

তবে YouTube এ Gameplay দেখে যতটা বুঝলাম এই Game আরো অসাধারন। আগামী কয়েক বছরে এই গেমটিতে আপডেট দিয়ে আরো বড একটি পর্যায়ে নিয়ে যেতে পারবে ডেভেলপাররা।

গেমটি Already ১ লক্ষ+ ডাউনলোড ক্রস করে ফেলেছে Google Playstore এ। আর গেমটিতে কোনো Detail এর কোনো Miss নেই।

I mean seriously. মনে হচ্ছে PC/Console এর কোনো Game সরাসরি Android এ Port করে দেওয়া হয়েছে।

মানে পানির Effect থেকে শুরু করে গাছপালাসহ প্রত্যেকটা জিনিসেরই এত সুন্দর ও High Graphics Android এ যে দেখতে পাবো তা আমি আজ থেকে ৫ বছর আগে কল্পনাও করতে পারিনি।

গেমটিতে আপনি বরফ থেকে শুরু করে জংগল সহ বিভিন্ন ধরনের লোকেশনে গিয়ে খেলতে পারবেন। গেমটির গ্রাফিক্স খুবই High তাই একটি ভালো ডিভাইস থাকা জরুরি।

গেমটি অবশ্যই Open World। তাই যেখানে খুশি ঘুরে বেড়াতে পারবেন কোনো সমস্যা ছাড়াই।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

5) Game Name : Goat Simulator

Game Developer : Coffee Stain Publishing
Game Size : 431 MB
Required OS : 5.0+
Game Type : Offline
Game Released Date : January 17, 2018
Game Link : Playstore/Rexdl/Revdl/Pdalife (For Mod + unlocked apk + data )

এটি আরো একটি Funny + Hilarious Type এর গেম। এই গেমে আপনি Action, Simulation, Open World, Adventure সবকিছুই দেখতে পারবেন।

গেমটির Graphics অনেক ভালো। আর এখানে Physics কে যেভাবে হত্যা করা হয়েছে তা দেখে আপনার হাসতে হাসতে পেট ব্যাথা করবে ??।

গেমটিতে আপনাকে একটি Goat বা ছাগলকে নিয়ে খেলতে হবে। সেখানে মানুষকে ভয় দেখানো থেকে শুরু করে তাদেরকে মাথা দিয়ে Headbutt দেওয়া, দৌড়ানো, লাভানো, ঘুরাঘুরি করা, এক Headbutt এর মাধ্যমে গাড়ি উড়িয়ে দেওয়া বা Blast করে ফেলা অনেক কিছুই দেখতে পারবেন।

এটিও একটি আজব Type এর গেম। এখানে বাস্তবের সাথে কোনো কিছুরই মিল পাবেন না। তবে এখানে আপনি সেসবই করতে পারবেন যা বাস্তবে করতে গেলে আপনাকে জেলের হাওয়া খাওয়া লাগবে ??।

মানে GTA Game গুলোতে আপনি যা যা করতে পারতেন তার Extra আরো অনেক কিছুই এখানে করতে পারবেন।

এখানে Swimming Pool থেকে শুরু করে চলন্ত বাস, ট্রেনের উপর চড়ে যাওয়া সবকিছুই আপনি করতে পারবেন।

গেমটিতে Details এর কোনো ঘাটতে নেই। মাটিতে ঘাস থেকে শুরু করে আসমানে প্লেন সবকিছুই এখানে ভালোভাবেই সুন্দর Detail এর মাধ্যমে তৈরি করা হয়েছে।

আর গেমটি আপনি Smoothly ই খেলতে পারবেন যদি আপনার কাছে ভালো একটি ডিভাইস থাকে। Controls খুবই Easy।

গেমটি প্লে-স্টোরে ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা রয়েছে ৫ লক্ষ ১৫ হাজার+ আর সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.5 ★।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

Screenshot image 1

Screenshot image 2

Screenshot image 4

Screenshot image 5

Screenshot image 6

Screenshot image 7

Screenshot image 8

4) Game Name : Gangstar New Orleans

Game Developer : Gameloft
Game Size : 1 GB
Required OS : 4.1+
Game Type : Online
Game Link : Playstore
Game Released Date : March 29,2017

যারা GTA Type গেমস পছন্দ করেন তাদের জন্যে এই গেমটি ও পরের গেমটি সাজেস্ট থাকবে।

প্লে-স্টোরে গেমটি ডাউনলোড করা হয়েছে ১ কোটিবারেরও বেশিবার এবং গেমটির রিভিউ সংখ্যা আছে ৭ লক্ষ ৭৯ হাজার+ এবং সেই রিভিউ অনুযায়ী গেমের রেটিং দাড়িয়েছে 4.1 ★।

এই গেমটিকে অনেক Hate করা হয়। তার কারন আমি দেখিনা। এই গেমটি খেলে দেখার পর আমার দৃষ্টিভঙ্গি পালটে যায় এই গেমটির প্রতি। কারন এই গেমটিকে যেভাবে Hate করা হয় তেমন Hate এই গেমটি প্রাপ্য নয়।

কারন এই গেমের যে Graphics + Controls + Gameplay আছে তা প্রশংসার দাবীদার। গেমটি অনলাইন হওয়ায় অনেকের সমস্যা হতে পারে। কিন্তু বর্তমানে বেশিরভাগ গেমই অনলাইন গেমস। আর ডেটার দাম এখন খুবই সস্তা।

আর একটু আগে যে বলেছিলাম না Gameloft এর বাজে কোম্পানি হয়ে যাওয়ার কথাটা? আসলে ঐ বিষয়টাও এই গেমসহ প্লে-স্টোরে থাকা Gameloft এর অনেক গেমস এর উপরই প্রভাব ফেলেছে। তাই মানুষ এই গেমগুলো এখন আর ভালো চোখে দেখে না।

যখন Gangstar Vegas গেমটি রিলিজ হয় এর পরেই এই গেমটি রিলিজ হয়। মানুষ Gangstar Vegas গেমটি খেলে অনেক Expect করে ফেলে এই গেমটির প্রতি।

কিন্তু ঐ গেমের ধারে কাছেও না যাওয়ায় মানুষ এই গেমটিকে Hate করা শুরু করে। তবে আপনি যদি অন্য একটি Perspective থেকে গেমটিকে দেখেন তবে এই গেমটি সত্যিই প্রশংসার যোগ্য।

এর গ্রাফিক্স আমার কাছে অন্তত খুবই ভালোই লেগেছে। Open world হওয়ার কারনে প্রচুর Cars, Helicopters, Weapons, Bikes, Locations ইত্যাদি আপনি পাবেন।

এখানেও একটি Story mode আছে। কিন্তু তা অবশ্যই পরের গেম Gangstar Vegas এর মতো epic level এর না।

তবে এই গেমটি অবশ্যই খেলার যোগ্য। এবং খেলে দেখুন ভালোই লাগবে।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

Screenshot image 1

Screenshot image 2

Screenshot image 3

Screenshot image 4

Screenshot image 5

3) Game Name : Gangstar Vegas

Game Developer : Gameloft
Game Size : 2.3 GB+
Required OS : 5.0+
Game Type : Online/Offline
Game Link : Playstore/Pdalife (For mod unlimited money version)

Android এ GTA Type Games এর ভিতরে Rockstar Games বাদে যদি অন্য কোনো কোম্পানি এই ধরনের Open World গেম তৈরি করে সফল হয়েছে তবে আমি Gameloft এর এই গেমটির কথাই বলবো।

এর গ্রাফিক্স + স্টোরিলাইন + কন্ট্রোল + গেম-প্লে সবকিছুই এক কথায় অসাধারণ। আমার কাছে এর Story টা সবচেয়ে বেশি ভালো লেগেছে।

গেমের শুরুতেই আপনাকে একটি Movie এর মতো Action Blockbuster Storyline দিয়ে শুরু করবে যেখানে Main Character Boxing Ring এ boxing করছে এমনটা দেখাবে। অবশ্যই আপনি সেই ম্যাচটি খেলবেন। এরপরে আবার এটি Side Mission এও পাবেন পুনরায় খেলার জন্য।

এরপর heist থেকে শুরু করে অনেক কিছুই এখানে দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece বলা চলে এই গেমকে। এই গেমটির সম্পূর্ণ মজা উঠাতে চাইলে আমি বলবো এর Mod Version টি খেলুন। সেখানে Unlimited Money পাবেন। যা ইচ্ছা তা করতে পারবেন।

গেমটির গ্রাফিক্সও অনেক প্রশংসার দাবীদার। অনেকেরই expectations fillup করতে পেরেছে এর গ্রাফিক্স (Android Games এর দিক দিয়ে)। আপনার কাছে একটি মোটামুটি ভালো লেভেলের মোবাইল ডিভাইস থাকলেই আপনি গেমটি Smoothly খেলতে পারবেন।

এতে ৩ ধরনের গ্রাফিক্স পাল্টানোর অপশন পাবেন। Low Graphics, Optimal Graphics, High Graphics। শুরুতেই সবসময়ই Optimal থাকবে। তবে আপনি Settings এ গিয়ে পালটে নিতে পারবেন।

গেমটির শেষের দিকের স্টোরিতে অনেক বড় ধরনের টুইস্ট পাবেন। তাই যারা খেলেননি অবশ্যই খেলে দেখবেন। একটি মুভি দেখার মতো Feel পাবেন। যেখানে সবকিছু আপনি নিজে কন্ট্রোল করছেন।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

Screenshot image 1

Screenshot image 2

Screenshot image 3

Screenshot image 4

Screenshot image 5

Screenshot image 6

Screenshot image 7

Screenshot image 8

2) Game Name : The Amazing Spiderman 2

Game Developer : Gameloft
Game Size : 1.15 GB+
Required OS : 5.1+
Game Type : Offline
Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-2-android-a9030.html

The Amazing Spiderman 1 এর পরে The Amazing Spiderman 2 Movie টি রিলিজ হয়। সেই Movie এর উপর ভিত্তি করেই এই গেমটিকে রিলিজ করা হয় Android এর জন্য।অন্যান্য প্ল্যাটফর্মেও রিলিজ করা হয়।

এটি The Amazing Spiderman 1 এর Next Updated Version বললেও ভুল হবে না। এই গেমটি Android এর Best Spiderman Game বললেও ভুল হবে না। কারন এটাই সত্য।

Android Platform এ এখন পর্যন্ত যতগুলো Spiderman Games Release করা হয়েছে তাদের ভিতরে এটাই সবচেয়ে বেস্ট। এখানে সব গর্তগুলো (সমস্যাগুলো) Fillup করা হয়েছে পূর্বের গেমগুলোর।

মানে এই গেমে আপনি সবই পাবেন যা আগের গেমগুলোতে Missing ছিলো। এখানে Venom, Electro, Green Goblin, Cat Women সহ আরো অনেক Villain এর দেখা আপনি পাবেন।

তাদের প্রত্যেককে নিয়েই আলাদা আলাদা Storyline সাজানো হয়েছে। যেখানে তাদের বাসে Boss Fight করতে পারবেন।

এই গেমের সবচেয়ে আকর্ষনীয় দিক হচ্ছে এর গ্রাফিক্স + কন্ট্রোল। আপনার কাছে যদি একটা মোটামোটি লেভেল এর মোবাইলও থাকে তবুও আপনি এই গেমটিকে smoothly খেলতে পারবেন।

এই গেমটির গ্রাফিক্স + কন্ট্রোল মাখনের মতো। এতটাই Smooth। পূর্বের the amazing spiderman 1 গেমে আপনি যা যা missing পেয়েছেন এখানে সবকিছুই improve করা হয়েছে।

এখানে আপনি climbing এর সময় running এর animation দেখতে পাবেন। detail এর দিকে অনেক focus করা হয়েছে গেমটিতে। যেমনঃ আপনি এমন জায়গায় web slinging করতে পারবেন না যেখানে শুধু পানি আছে বা এমন কোনো কিছু নেই যেখানে web আটকাবে।

মানে spiderman এর full character টাকে এখানে ভালো ভাবেই portrait করতে পেরেছে ডেভেলপাররা। এছাড়াও এখানে আপনি black spiderman, ultimate spiderman সহ আরো অনেকগুলো spiderman এর costume পাবেন নিয়ে খেলার জন্য।

আমি mod all unlocked লিংক দিয়েছি। তাই আপনি ইচ্ছামতো costume, upgrades ইত্যাদি purchase করতে পারবেন।

গেমটি ২০১৪ সালে রিলিজ করা হয়। সেই অনুযায়ী গেমটি আজকের অনেক ভালো ভালো গেমকে টক্কর দিতে সক্ষম। গেমটিকে সে সময়ের তুলনায় অনেক ভালো ভাবেই Optimize করা হয়েছে।

যারা এর the amazing spiderman 1 খেলেছেন বা যারা খেলেননি সবাইকে বলছি এটা অন্তত ট্রাই করে দেখতে। অন্তত যারা marvel fan/ spiderman কে ভালোবাসেন তারা অবশ্যই দেখবেন।

কারন Android এ যদি spiderman এর open world experience চান তবে এই গেমটি ছাড়া অন্য কোনো গেমে এমন মজা পাবেন না।

নিচে গেমটির কিছু স্ক্রিনশট দেওয়া হলোঃ

Screenshot image 1

Screenshot image 2

Screenshot image 3

Screenshot image 5

Screenshot image 6
1) Game Name : The Amazing Spiderman 1

Game Developer : Gameloft
Game Size : 1.5 GB+
Required OS : 9.0 (Supported Now)
Game Type : Offline
Game Link : Pdalife

https://pdalife.com/the-amazing-spider-man-android-a1459.html

 

The Amazing Spiderman Movie টি দেখেননি এমন মানুষ খুজে পাওয়া খুবই মুশকিল। তবুও যারা দেখেননি গিয়ে দেখে আসুন। অসাধারন একটি মুভি।

The amazing spiderman এর 1 no. Movie এর উপর ভিত্তি করেই এই গেমটি তৈরি করা হয়েছে। তাই এখানে সেই মুভিটিরই স্টোরিলাইন দেখতে পাবেন। ১০০% না। তবে অনেকটাই পাবেন।

এখানে আপনি spiderman character কে নিয়ে খেলবেন। ইচ্ছামতো swinging, jumping, fighting, web shooting, flying ইত্যাদি করতে পারবেন। ইচ্ছামতো web ছুড়তে পারবেন।

তার সাথে বিভিন্ন গাছে, বিল্ডিংয়ে ইত্যাদি জায়গায় Spiderman এর মতো ঝুলে থাকতে ও অন্যান্য কাজ করতে পারবেন।

আমি unlimited money mod এর লিংক দিয়েছি। এখান থেকে বিভিন্ন special equipments purchase করতে পারবেন আপনার ইচ্ছামতো। যা আপনাকে আপনার mission গুলোতে অনেক সহায়তা করবে।

এখানে Villain Fights গুলোতে আপনি প্রচুর মজা পাবেন। Nonstop Action এর সাথে পাবেন অনেক ভালো গ্রাফিক্স। 2012 সালে গেমটি রিলিজ হয়েছিল। সে তুলনায় আপনি অনেক ভালো গ্রাফিক্সই দেখতে পাবেন। Gameloft এর আরো একটি Masterpiece এই গেমটি।

The amazing Spider-Man

আশা করছি এই গেমগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হবে পরের কোনো পোস্টে।
ততক্ষনের জন্যে বিদায় ট্রিকবিডির সাথেই থাকুন।

ধন্যবাদ।
আসসালামু আলাইকুম।
THIS IS 4HS4N
LOGGING OUT….

8 thoughts on "সেরা 10 টি Open World Games Android এর জন্যে"

  1. shovonskd Contributor says:
    আপনার গেমিং পোষ্টগুলো দীর্ঘদিন ধরেই ফলো করি।। প্রায়সই পছন্দের গেমসগুলো থাকে আপনার পোষ্টে।। ধন্যবাদ আপনাকে।।
    1. 4HS4N Author Post Creator says:
      ধন্যবাদ
  2. RIXBOYRINKU Contributor says:
    ভাইয়া আমাকে একটু হেল্প করবেন?
    আমার আম্মু কুরআন তেলাওয়াত করার জন্য বলেছেন তো আমি কুরআন তেলাওয়াত করতে পারি না ?,কিন্তু আমারও ইচ্ছা কুরআন তেলাওয়াত করা।কিন্তু আমি ভালো কোনো অ্যাপ পাচ্ছি না।প্লিজ আমাকে একটা ভালো অ্যাপ এর লিংক দিন যেটা দিয়ে আমি অনেক দ্রুত কুরআন তেলাওয়াত করা শিখতে পারবো। প্লিজ ভাইয়া??
    1. imtiaz55 Contributor says:
      ইউটিউবে রিসার্চ করুন
    2. 4HS4N Author Post Creator says:
      আপনাকে প্রথমে শিখতে হবে ব্যাসিক থেকে। কেননা আপনি যদি অর্থ ও উচ্চারনসহ পড়তে যান তবে উচ্চারন যেগুলো বাংলায় লিখা থাকে সেগুলো সাধারণত শুদ্ধ হয় না (এটা বেশিরভাগই ওয়াজে হুজুরেরা বলে থাকেন)। আপনি যেটা করতে পারেন তা হচ্ছে ইউটিউবে বিভিন্ন কোরআন শিখানোর কোর্সগুলো দেখে দেখে নিজে নিজেই শিখে নিতে পারেন। Playstore এ অনেক Quran App with bangla translation apps পেয়ে যাবেন।

      আপনাকে যে উপদেশটি আমি দিবো তা হচ্ছে: আপনি শুরুতে যত পারেন ছোট সূরা গুলো মুখস্ত করে চর্চায় রাখা শুরু করেন। এরপর কায়দা, আমপারা এভাবে এক এক করে A,B,C,D এর মতো ব্যাসিক শিখা শুরু করেন। সময় লাগবে কিন্তু আপনি একবার শিখে গেলে জীবনেও ভুলবেন না ইনশাআল্লাহ।

  3. RIXBOYRINKU Contributor says:
    ইউটিউবে সার্চ করেও দেখেছি পায়নি??
  4. Gangstar rio download korar kono way ace???? 7-8ta website teke try koreo kaj hoinai
  5. 6no game ta playstore e passina

Leave a Reply