আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।
সময়টা ছিল ২০০৯ সালের দিকে, যখন মানুষ খুব একটা ইন্টারনেট ব্যাবহার করত না এখনকার সময় এর মত।
তখন বলতে গেলে বেশির ভাগ মানুষ অফলাইন গেম খেলতো,, অনলাইন গেম এর এত প্রচলন ছিল না।
তখন গুগল প্লে স্টোরে অ্যাংরি বার্ডস গেম টা লঞ্চ করা হয়,, তখন হুহু করে সেই গেম টি ডাউনলোড করা শুরু করেন মানুষজন।
বাংলাদেশে যখন ২০১৩ এর দিকে ইন্টারনেট এবং অ্যান্ড্রয়েড ফোন সবার হাতের নাগালে আসলো তখন বেশিরভাগ মানুষ এই গেম টা খেলতো।
বলতে গেলে একটা আবেগ ভালোবাসা লুকিয়ে ছিল এই গেম এর মধ্যে, এখনো অনেকই আছেন গেম টি খেলে থাকেন।
কিন্তু দুঃখজনক বিষয় ২৩ ফেব্রুয়ারি ২০২৩ থেকে এই গেম টি আর গুগল প্লে স্টোরে পাওয়া যাবে না। পাওয়া গেলেও আসল গেম পাওয়া যাবেনা।
এটি কে গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হচ্ছে, এটি গেম এর ডেভলপার কোম্পানি এক টুইটার বার্তায় জানায় যে তারা গেম টি গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দিবেন
তাই আগে যারা ডাউনলোড করেছেন তারা শুধু তাদের ফোনে গেম টি খেলতে পারবেন আর নতুন কেউ সেটি ডাউনলোড করতে পারবেন না গুগল প্লে স্টোর থেকে।
তবে গেমটি অ্যাপ স্টোরে পাওয়া যাবে তবে গেম এর নাম পরিবর্তন করে তারা “reds first fight” রেখেছে।
তবে আপনারা যারা সরাসরি প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারছেন না তারা এই লিংক থেকে ডাউনলোড করতে পারবেন আপনাদের পছন্দের এই গেম টি।
ডাউনলোড করতে ক্লিক করুন এখানে।
তো, বন্ধুরা এই ছিল বিস্তারিত ধন্যবাদ সবাইকে আমার পোস্টটি পড়ার জন্য,, trickbd তে থাকার জন্য ধন্যবাদ
যেকোনো প্রয়োজনে আমাকে পাবেন এই লিংকে
2 thoughts on "অ্যাংরি বার্ডস গেম গুগল প্লে স্টোর থেকে রিমুভ করে দেওয়া হবে?!! জেনে নিন কিভাবে ডাউনলোড করবেন"