গ্রাহকদের বিনামূল্যে
উইকিপিডিয়া ব্যবহারের সুযোগ
করে দিতে উইকিমিডিয়া
ফাউন্ডেশনের সঙ্গে যৌথ
উদ্যাগ
নিয়েছে দেশের শীর্ষস্থানীয়
টেলিকম সেবাদাতা প্রতিষ্ঠান
গ্রামীণফোন। উইকিপিডিয়া
(বিশ্বের সর্ববৃহৎ
অনলাইন এনসাইক্লোপিডিয়া)
সহ
বিশ্বের কিছু বিখ্যাত
রেফারেন্স প্রকল্প পরিচালনা
করেছে উইকিমিডিয়া
ফাউন্ডেশন। ইন্টারনেটের
মাধ্যমে
গ্রামীণফোন ও উইকিমিডিয়া
বাংলাদেশে মোবাইলে
ইন্টারনেট ব্যবহারকারীদের
জন্য তথ্যের এক অবারিত দ্বার
উন্মুক্ত করে দিবে। এর মাধ্যমে
সহজেই প্রয়োজনীয় বিষয়ে
সম্পর্কে জানতে পারবে
বাংলাদেশের মানুষ। রোববার
(১০ এপ্রিল)
গ্রামীণফোনের পক্ষ থেকে
পাঠানো এক সংবাদ
বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। অলাভজনক

দাতব্য প্রতিষ্ঠান
উইকিমিডিয়া ফাউন্ডেশন
বিনামূল্যে বিভিন্ন বিষয়ের
ওপর শিক্ষণীয় উপকরণ
অনলাইনে
সবার জন্য উন্মুক্ত করার কাজ
করে। বিষয়ভিত্তিক বিভিন্ন
শিক্ষণীয়
প্রকল্প বিনামূল্যে সাইটে
আপলোড করে সেগুলো উন্নয়নে
এবং
বিনামূল্যে সবার জন্য
শিক্ষাণীয় উপকরণ উন্মুক্তকরণে
কাজ করছে উইকিপিডিয়া।
পাশাপাশি শিক্ষামূলক বিষয়ে
উৎসাহও দিচ্ছে প্রতিষ্ঠানটি।
উইকিপিডিয়াসহ বিশ্বের কিছু
বিখ্যাত রেফারেন্স প্রকল্প
পরিচালনা করেছে
উইকিমিডিয়া
ফাউন্ডেশন। আগে zero.wikipedia.
org-এর
মাধ্যমে বিনামূল্যে
উইকিপিডিয়ার তথ্য ব্রাউজ
করতে পারলেও এখন থেকে
m.wikipedia.org ওয়েবসাইটে
গিয়ে বিনামূল্যে মোবাইল
থেকে উইকিপিডিয়া ব্রাউজ
করতে
পারবেন গ্রামীণফোনের
গ্রাহকরা। যদি কোনো গ্রাহক
ইন্টারনেটের
কোনো প্যাকেজ কিনে থাকেন
তবে
m.wikipedia. org ওয়েবসাইট
কিংবা উইকিপিডিয়ার অ্যাপ
ব্যবহারে কোনো ডাটা খরচ হবে
না। এ উদ্যোগ নিয়ে
গ্রামীণফোনের
প্রধান বিপণন কর্মকর্তা
ইয়াসির আজমান বলেন,
‘বাংলাদেশের মানুষের জন্য
বিনামূল্যে উইকিপিডিয়া
ব্রাউজ
করার সুযোগ করে দিতে
উইকিমিডিয়া ফাউন্ডেশনের
সাথে কাজ করতে পেরে
গ্রামীণফোন আনন্দিত।
গ্রামীণফোনের ‘সবার জন্য
জ্ঞান’ শীর্ষক উদ্যোগের
আওতায়
বিনামূল্যে উইকিপিডিয়া
ব্যবহার সুবিধা চালু করল।

তারাতারি ট্রিকবিডির নতুন সাইটে জয়েন করুন ফ্রিতে টিউনার
ট্রিকফাস্ট.কম

One thought on "গ্রামীণফোন গ্রাহকদের জন্য বিনামূল্যে উইকিপিডিয"

Leave a Reply