মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনে চলতি বছরের প্রথম ৬ মাসে ইন্টারনেট ব্যবহার বেড়েছে ১৮৬ দশমিক ৪০ শতাংশ। চলতি বছরের প্রথম পাঁচ মাসে কোম্পানিটি ৬১ লাখ ইন্টারনেট গ্রাহক যোগ করেছে। এতে তাদের ইন্টারনেট গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লাখে। আগের বছরের প্রথমার্ধের তুলনায় চলতি বছরের একই সময়ে ডাটা থেকে কোম্পানির রাজস্ব বেড়েছে ৬৪ দশমিক ৬৪ শতাংশ, যা তাদের মোট রাজস্বে প্রবৃদ্ধি ধরে রাখতে সহায়তা করেছে। সোমবার গ্রামীণফোন অর্ধবার্ষিক অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করে।
এ বছরের প্রথমার্ধে থ্রিজি বিস্তার, টুজি বিস্তার ও ধারণক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ১ হাজার ৩৬০ কোটি টাকা বিনিয়োগ করেছে। এদিকে দেশের বৃহত্তম করদাতা হিসেবে গ্রামীণফোন একই সময়ে কর, ভ্যাট, শুল্ক ও লাইসেন্স ফি আকারে রাষ্ট্রীয় কোষাগারে ৩ হাজার ৩১০ কোটি টাকা জমা দিয়েছে, যা প্রতিষ্ঠানের মোট রাজস্ব আয়ের ৫৯ দশমিক ৫ শতাংশ।
One thought on "☞ ইন্টারনেট থেকে গ্রামীণফোনের রাজস্ব বেড়েছে ৬৫ শতাংশ"