অনেকদিন হয়ে যাচ্ছে ট্রিকবিডিতে ফ্রিনেট আসছে না, যা ছিল আগের ট্রিকবিডির নিত্যদিনের পোস্ট। অনেকদিন পর মুটামুটি ভালো মানের একটি ফ্রিনেট অ্যাপ সেয়ার করছি। আপ্পটি প্লেস্টোরে আছে, আমি মূলত অ্যাপ এর মোড ভার্সন সেয়ার করতেছি যা মাই টেলিগ্রামে পেয়েছি। তাই অ্যাপ বা মড কোনো কিছুতেই আমার ক্রেডিট নাই।
মিদিয়াফায়ার লিংক থেকে অ্যাপ টি ইন্সটল করে নিবেন।
http://www.mediafire.com/file/cdxttrx2jwrruna/Gp_free_net.apk
এবার অ্যাপ টি ওপেন করে গ্রামীন ফোন ফ্রিনেট সার্ভার সিলেক্ট করে নিলেই চলা শুরু করবে আপনার ফ্রিনেট।
নেটওয়ার্ক স্পীদ টেস্ট।
স্পীদ আপনার এলাকার উপর নির্ভল করবে। এবং সকালের দিকে স্পীড ভালো পাবেন। তবে বিকাল থেকে রাত ১০ টা পর্যন্ত স্পীড কিছুটা কম আসবে।
জানি না এখানে পোস্ট করার পর এই ফ্রিনেট আর কয় দিন চলবে, তবুও যত দিনই চলুক সবাই মিলে চালাই এইটাই মজা।
লাইভ স্পোর্টস ম্যাচ বা লাইভ টিভি এর যেকোনো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত থাকতে পারেন ঃ BDIX TV Telegram Channel
14 thoughts on "GP Freenet এড ফ্রি অ্যাপ দিয়ে উড়াধুরা ফ্রিনেট"