আসলামুআলাইকুম,
আমি Trickbd তে নতুন। আশা করি আপনাদের ভাল কিছু দিতে পারব।অনেক দিন থেকে trickbd তে আছি। ভাবতাম সু্যোগ পেলে ভাল কিছু দিব।
আজকে আমার 1st পোস্ট তাই আপনাদের কিছু শেখাতে চলে এলাম।
বাংলাদেশে ফ্রী নেট এর অনেক কথা শোনা যায়। Trickbd তেও ভিপিএন এর অনেক পোস্ট আছে। সবাই আমরা Droidvpn সাথে পরিচিত। আজকে এর নতুন একটি সেটিংস নিয়া আসলাম। এই সেটিংসে সব Android ফোনে চলবে বলে আমি মনে করি।
আজকের পর্ব Droidvpn দিয়া কিভাবে 650+(3G) এবং 50/60+(2G)স্পীড পাওয়া যাবে।
#
#
শুরু করা জাক আজকের কাজের কথা। আসলে অনেকে এইটা দিয়া ফ্রী নেট চালাইছেন। কিন্তু মাঝে মাঝে এটি বন্ধ করে দেয়। তার সলুশেন আজকে দিব। এই নিয়মে আপনি কোনো সমস্যা ছাড়াই ভাল স্পীড পাবেন।
আসলে বাংলাদেশে GP ছারা অন্য কিছু দিয়া চালানো যায় না। তাই এর সারভার সেটিংস সঠিক রাখলে সব ঠিক থাকবে।
মনে হয় প্রায় সবাই জানি ভিপিএন সম্পর্কে।
সবাই DroidVpn.com থেকে এপটি ডাউনলোড করে নিন।

অথবা,
play store link: droidvpn.apk

#
#
নিচে দেয়া SS অনুযায়ী কাজ করুন।
প্রথমে message অপসনে গিয়া stop টাইপ করে 5000 এ পাঠান। ফিরতি এসএমএস এ আপনাকে এটা দিবে।
তারপর আবার message অপসনে গিয়া p1 টাইপ করে 5000 এ পাঠান। ফিরতি এসএমএস এ আপনাকে এটা দেওয়া হবে।
*#* এখন আসল কাজ শুরু।
# 1. আপনার ইউজার নাম র পাসওয়ার্ড দিন।
# 2. Setting এ গিয়ে UDP setting এ যান।
# 3. Remote UDP port 5000 করে দিন।
# 4. Choose UDP mode এ Mode 1 করে দিন।
# 5. TCount 5 করে দিন।
# 6. এবার Setting এ এসে ICMP setting এ যান।
# 7. এখানে ICMP connection Mode এ Static seq mode করে দিন।
ব্যাস সেটিংস এর কাজ শেষ।
এবার সবকিছু ঠিক হলে আসল পেজ এ আসেন। এবার সার্ভার দেন। Random দিলেও চলবে। আমার মতে 4 থেকে 8 এর মাঝে যেকোনো একটা সিলেক্ট করলে স্পীড ভাল পাওয়া যায়।
এখন strat করেন connected হলে মিনিমাইজ করে চালান র স্পীড এর মজা নিন।
#*# যদি কেউ স্পীড না পেয়ে থাকে তাহলে Devloper option এ গিয়া Don’t keep activity অন করে দিন।

#
#
বিঃ দ্রঃ সিমে কোনো টাকা বা এমবি রাখবেন না।
আমি নতুন তাই অত ভাল সাজিয়ে লিখতে পারিনাই। কিন্তু আসা করি পরবর্তিতে আর ভাল কিছু দিতে পারব। এই পোস্ট সম্পুর্ন আমার হাতে লেখা তাই কপি বলে গন্য করবেন না। আগে কোথাও এই setting
পোস্ট করা হয়নাই।
সম্পুর্ন ক্রেডিট: SuhanSM

Leave a Reply