আসসালামু আলাইকুম ,সবাই কেমন আছেন,আশা করি ভালে আছেন ।কারন ট্রিকবিডি সাথে থাকলে সবাই ভাল থাকে।
আজ শেয়ার করবো কিভাবে জিপি সিম দিয়ে আনলিমিটেড ফ্রি নেট চালাবেন, এর স্পিড পাবেন 1mbps তাই আর দেরি করবো না।
আমি যেভাবে কাজ করবো ঠিক সেভাবেই কাজ করবেন, তা না হয় স্পিড পাবেন না।
প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।
Dorid VPN
আর কথা বাড়াবো না নিম্নের স্কিনশট গুলো ফলো করুন।
প্রথম সার্ভারটি সিলেক্ট করে দিন।
তার পর Account-এ ক্লিক করে আপনার আগের অ্যাকাউন্ট থাকলে লগিন করুন, আর অ্যাকাউন্ট না থাকলে Sign Up Free- তে ক্লিক করে একটি অ্যাকাউন্ট খুলে নিন।
এখন সফটওয়্যারটির Settings এ চলে আসুন।
তারপর UDP Settingss-এ যান।
তারপর Remote UDP Setting এ গিয়ে 5000 করে দিন।
তারপর Choose Mode এ গিয়ে Mode1 দিন।
তারপর TCount-এ গিয়ে ওটা 500 করে দিন।
তারপর RCount-এ গিয়ে 114 করে দিন।
এখান কার কাজ শেষ।
এবার আবার মূল Settings-এ যান।
তারপর TCP and HTTP-তে যান।
তারপর Local TCP Port-এ গিয়ে 1 দিন।
এরপর আবার মুল Settings-এ যান ।
তারপর ICMP settingss- এ যান।
ব্যাস!!! Dorid Vpn-এর সেটিংস করা শেষ।
এখন আপনি আপনার মোবাইলের Setting-এ যান তারপর নিচ থেকে Developer Options-এ গিয়ে Don’t Keep Activity অন করে দিন ।
অনেকের মোবাইলের Developer Options এনাবল করা থাকেনা, যাদের মোবাইলের Developer options নাই তারা মোবাইলের Setting-এ গিয়ে নিচ থেকে About Phone- এ যান, তার পর Bulid Number-এ নাম্বারে সাত বার একসাথে টাচ করুন।
সব কাজ করা শেষ হলে Dorid Vpn – এ গিয়ে Start- এ ক্লিক করে কানেক্ট করে সব Apps ফ্রিতে ব্যবহার করুন।।
আর যে কোন সমস্যা হলে আমার ফেসবুকে এ message দিন।
MY FACEBOOK LINK
কেপিএন টানেলে জিপিতে আবার ফ্রি চলছো!আজ ইউটিউবে দেখলাম বাট সেটিংটা দেখাইলো না।???
ENGINE DID NOT RESPOND TO CONNECT COMMAND..,,লেখা দিচ্ছে।
আশা করি ভবিষ্যতে আর এরকম পোষ্ট করবেন না।
এমনিতেই ট্রিকবিডিতে অনেকবার এই পোষ্ট করা হয়েছে।
তাছাড়া,Hot Post এ ও আছে একটি।
একটু খেয়াল রাখবেন।ঠিক আছে?
আমার ১০০ ফেইসবুক mb আছে
ডয়েড vpn দিয়ে ফ্রি নেট ব্যবহার করলে
কি ফেইসবুক mb কেটে নিবে?
ENGINE DID NOT RESPOND TO CONNECT COMMAND..,,লেখা দিচ্ছে