আসসালামু-আলাইকুম।


আমরা ফ্রিতে Facebook চালাতে পারি (free.facebook.com এই লিংকে ডুকে)। তবে এর সমস্যা হচ্ছে ছবি দেখা যায় না। শুধু Text দেখা যায় এবং Profile Picture দেখা যায়।

ট্রিকবিডিতে ফ্রিতে ছবি সহ ফেসবুক চালানোর অনেক ট্রিক দেয়া হয়েছে। এই ট্রিকগুলো অনেকেরই কাজে লাগছে বা অনেকেরি লাগেনি।

আজ আমি নতুন একটি ট্রিক শেয়ার করবো, যার মাধ্যমে আপনারা (free.facebook.com) এ ছবি দেখতে পারবেন। আর এই কাজটি কোনো জামেলা ছাড়া করতে পারবেন। তবে কিছু কষ্ট করতে হবে।

এই কাজ করতে হলে আপনার লাগবে —

1. GP or Robi or Airtel Sim
2. Any Browser (Chrome is good)
3. Some work

প্রথমে free.facebook.com (GP, Robi বা Airtel সিম দ্বারা) এ ডুকুন।

তারপর যেকোন Page এ যান। (উদাহরণ)

উপরে দেখতে পাচ্ছেন, আমি এক Page এ গিয়েছি। সেখানে আমি কোন ছবি দেখতে পাচ্ছি না।

এখন ছবি দেখার জন্য আপনাকে কিছু কাজ করতে হবে। – প্রথমে ব্রাউজার কুকিজ Clean করতে হবে।

উপরের Browser History তে যান। তারপর “Clear Browsing Data” তে ক্লিক করুন।

ক্লিক করার পর উপরের মতো আসবে। এখানে আপনি “Cookies and sites data” তে ঠিক চিহ্ন দিন। তারপর “Clear Data” তে ক্লিক করে ক্লিন করুর।
(এখানে আপনি বাকি দুইটাতে ক্লিক করতে পারেন অথবা না করলেও হবে)

উপরে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ২৪ ঘন্টার Cookies Clean করা হচ্ছে। এখন আপনি যদি চান যে, মাত্র ১ ঘন্টার Cookies ক্লিন করতে, তাহলে নিচের মতো কাজ করুন। –

আগের ছবিতে দেখেছিলেন যে, BasicData Clean করা হয়েছে। এখন Basic থেকে Advance এ ক্লিক করুন।
তারপর “Cookies and sites data” তে ঠিক চিহ্ন দিয়ে “Clean Data“তে ক্লিক করুন।

***এখানে আরেকটা কথা, আপনি এই ভাবে কাজ করেও যদি Refresh দিয়ে দেখেন যে আপনি আগের মতো Free Facebook এ রয়েছেন, তাহলে নিচের মতো কাজ করতে হবে।

প্রথমে (আগের মতো) ব্রাউজিং ইতিহাস পরিষ্কার করার জন্য যে স্থানে গিয়েছিলেন, ঠিক আগের মতো এখনও যান। তারপর উপরে-ডানে Last 24 Hours বা Last Hour থেকে All Time করে দিন।
তারপর আগের মতো “Cookies and sites data” তে ঠিক চিহ্ন দিয়ে Clean এ ক্লিক করার পর উপরের চিত্রের মতো আসবে।

এখন উপরের চিত্রের মতো – Facebook এর ঠিক চিহ্ন দিন। তারপর “Clear Data” তে ক্লিক কেরুন।

— (কাজ শেষ)

এখন উপরের কাজগুলো শেষ করে আবার আগের Page (পাতা) এ ফিরে আসুন। এবং Page (পৃষ্টা) টি Refresh করুন।

উপরে দেখুন Page টি Refresh দেওয়ার পর ছবি এসেছে।

এখানে আপনি Next Page এ ক্লিক করে পরবর্তী Page দেখতে পারবেন না। এভাবে করলে Login করতে বলবে। আর Login করলে ছবি দেখা যাবে না।

এখন আপনি যদি সব ছবি (শুধু ছবি) দেখতে চান তাহলে নিচের মতো কাজ করুন।

প্রথমে যেকোন ছবিতে ক্লিক করুন।

ক্লিক করার পর উপরের মতো আসবে। এখন পরবর্তী ছবি দেখার জন্য “Next” ক্লিক করুন।

Next এ ক্লিক করার পর উপরের মতো ছবি আসলো। এখন আপনি যদি আগের ছবিগুলো দেখতে চান তবে “Previous” এ ক্লিক করুন।

আপনি যদি ছবি বড় করে এবং HD তে দেখতে চান তাহলে নিচের মতো View full size এ ক্লিক করুন।

ক্লিক করার পর উপরোর মতো বড় হয়ে এবং HD তে আসবে। আর আপনি চাইলে এটি HD তে ডাউনলোডও করতে পারবেন।

আপনি যদি চান যে Text সহ ছবি দেখবেন, তাও পারবেন। এর জন্য আপনাকে আরেকটা কাজ করতে হবে।
আপনাকে Free mode এ (যে Page এর দেখতে চান)(সে Page এর) “Show more” এ ক্লিক করে পরবর্তী পেজে যেতে হবে। আপনি যত পেজ পর্যন্ত Text সহ ছবি দেখতে চান, সে পেজ পর্যন্ত যাবেন।

তারপর আগের মতো Browser Data Clean করে আগের Page এ ফিরে এসে Refresh করেন। এখন Back এ ক্লিক করে আগের পেজ গুলো (ছবি সহ) দেখতে থাকেন। তবে পরবর্তী Page এ দেখতে পারবেন না, বরং পূর্ববর্তী Page দেখতে পারবেন।

আরেকটি কথা, আপনি যদি এরকম ভাবে কোন PAGE এর জিনিস দেখতে চান তাহলে পারবেন। আর কারো যদি Profile দেখতে চান, তাহলে About দেখতে পারবেন। বাকিটা আপনি দেখে নিবেন। আর News Feed আমি দেখতে পাচ্ছি না। আপনারা ট্রাই করতে পারেন। যদি দেখা যায় তাহলে ভালো।

 

আজ এই পর্যন্তই। দোয়া করবেন যাতে আগামীতে আরো ভালো পোষ্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পরি।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন – আর ট্রিকবিডি এর সাথেই থাকবেন। ধন্যবাদ

67 thoughts on "ফ্রি’তে ছবি সহ চালান Facebook (full new trick) (free.facebook.com এ ছবি দেখতে পারেন)…"

    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thank you
  1. Avatar photo MD Mizan Author says:
    কাজ হলে ভালো?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      কাজ হবে ইনশাল্লাহ। ট্রাই করে দেখেন।
  2. Avatar photo HashTrick Contributor says:
    eto kothin?
    er ceye address ta copy kore onno brows er paste korle hoye jay
    1. Avatar photo Labib Author Post Creator says:
      … হলে ত ভালো। আর কষ্টের ফল ভালো।
  3. Avatar photo Mr. Perfect Author says:
    dhur mia! Oi akoi trick
    1. Avatar photo Labib Author Post Creator says:
      (গালিগালাজ কেন?) আর কোন একই ট্রিক?
  4. Avatar photo mohdshoaibctg Contributor says:
    দারুন এবং কাজের একটা পোস্টের জন্য ধন্যবাদ।আচ্ছা ফেসবুকের মাধ্যমে আয়ের কোন উপায় আছে কি?লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করে আয় করার কোন উপায় থাকলে বলবেন প্লিজ জানালে উপকৃত হব!!!!
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ। আর ফেসবুকের মধ্যে আয়, এইরকম কোনকিছু আমি জানি না। আপনি ফেসবুকে বলতে পারেন।
  5. Avatar photo Näzmül Häqüë Søbüj Contributor says:
    onek jhamela….dorkar naii…!!
    1. Avatar photo Labib Author Post Creator says:
      এই আরেক পোষ্ট আছে মনে হয়। ঐটা দেখতে পারেন।
  6. Avatar photo IbRaHiM Contributor says:
    ?????

    এটা কি দিলের ভাই?
    আইডি তো লগআউট হয়ে যাবে,তাছাড়া পাবলিক পোষ্ট ছাড়া অন্য কিছুর দেখার সুযোগ নাই।

    1. Avatar photo Labib Author Post Creator says:
      হুম।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ?
  7. Avatar photo Fahad Contributor says:
    like na dite parle hobe???
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ? আপনার যাহা মর্জি।
  8. Avatar photo Aayan Imran Contributor says:
    Vai only ki page e dheka jai ??
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Page এবং পাবলিক সকল পোষ্ট ও ছবি দেখা যায়।
  9. Avatar photo Absiddik8815 Contributor says:
    jani,,,,,tobuo tnx
    1. Avatar photo Labib Author Post Creator says:
      জানলে ভালো। আর জানলে ত পোষ্ট করতে পারতেন।
  10. Avatar photo Ábdùr Râhmåñ Contributor says:
    bar bsr login korte hoi
    1. Avatar photo Labib Author Post Creator says:
      হুম।
    2. Avatar photo Ábdùr Râhmåñ Contributor says:
      tahole r ki lite e tu free
    3. Avatar photo Labib Author Post Creator says:
      সবার ত আর Facebook Lite দিয়ে ফ্রি চলেনা।
  11. Avatar photo Gangster Contributor says:
    Brother, free video dekha have na.??
    1. Avatar photo Labib Author Post Creator says:
      না। অন্য কোন উপায় থাকলে শেয়ার করবো, ইনশাল্লাহ।
  12. Avatar photo sadikur Contributor says:
    jani……. tobo thax
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ। জানলে ভালো।
  13. eto pecai bolar ki ace,,
    etaTo khubi simple,,
    apni pege giye, URL ta copy korun,, and log out korun,,
    tarpor URL box a past kore go din,, cole asbe,,, ar apni jodi sob photo dekhte can,, taile free.fb.com er modder free kete m.fb.com din,, tahole next page lagbe na,, sob photos ek pistai dekha jabe,,,

    ar eta niye amr post kora ache,,

    1. Avatar photo Labib Author Post Creator says:
      নিজে ট্রিকটি তৈরি করলাম! পেচিয়ে ত হবেই। আর আপনি যে এই নিয়মে একটি ট্রিক শেয়ার করেছেন তা আমি জানিই না, আর দেখিনিও মনে হয়।
    2. ??
      Somossa hoyce, amr mata ar apnar mata ektu mach tai,,
      ami free cailai,, tho hotat ekdin eta matai ascil,, ekta Gan er sutre ei trick ta ber korcilam,, ok, no problem,,
    3. Avatar photo Labib Author Post Creator says:
      ??
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
  14. Avatar photo Ex Programmer Contributor says:
    ভালো পোস্ট।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ।
  15. Mahbub Subscriber says:
    ভাই আইডি log out হয়ে যায় এর কোন সমাধান আছে কি?
    1. Avatar photo My_idiea Contributor says:
      কুকিজ & ডাটা ক্লিয়ার করলে তো হবেই
  16. Avatar photo Megatron Contributor says:
    এক্ষেত্রে শুধুমাত্র একটা পেজের ছবি দেখা যাবে,অন্য কোনো ছবি দেখা যায় না।
  17. Avatar photo Biplop Contributor says:
    এটা আরো বেশি খাঠুনি, আর ঐ একই ট্রিক,ঘুরে পেচিয়ে শিখছেন
    1. Avatar photo Labib Author Post Creator says:
      “আর ঐ একই ট্রিক, ঘুরে পেচিয়ে শিখেছে”!!
      মানে! এই ট্রিক আমি নিজে বের করলাম আর আপনি বলতেছে শিখেছি। আর কোন ট্রিক? আমি নিজেও জানি না যে এরকম একটা পোষ্ট আছে! উপরে কমেন্ট দেখে বুঝলাম যে এই রকম একটা পোষ্ট আছে।
      নিজে বের করে পোষ্ট করলাম, আর আপনি বলতেছে ঐটা দেখে ঘুরিয়ে পেচিয়ে পোষ্ট করেছি!
  18. Avatar photo Prince Contributor says:
    it’s not good post
    1. Avatar photo Labib Author Post Creator says:
      How? I create this trick and now I share it in Trickbd.
    2. Avatar photo Prince Contributor says:
      যেই কপাল সেই মাথা
    3. Avatar photo Labib Author Post Creator says:
      আর যার মাথা আছে, তার কপালও আছে।
  19. Avatar photo Prince Contributor says:
    picture free দেখার জন্য এই ট্রিকই যথেষ্ট https://https-trickbd-com.0.i.org/facebook-tricks/389857
    1. Avatar photo Labib Author Post Creator says:
      যথেষ্ট বলতে, নিয়ম এক! একটু ভালোভাবে দেখলে বুঝা যাবে। আর এটা আমি নিজে তৈরি করে শেয়ার করেছি, একটু কঠিন ত হবেই।
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thanks
  20. muhammad shuvo Contributor says:
    nice post but video ke daka jabe ai vabe ?
    1. Avatar photo Labib Author Post Creator says:
      ধন্যবাদ। এই ভাবে Video দেখা যাচ্ছে না। আমি ট্রাই করে দেখেছি। তবে পরে যদি দেখার ট্রিক বের করতে পারি, তাহলে শেয়ার করব – ইনশাল্লাহ।
  21. Avatar photo Labib Author Post Creator says:
    আলহামদুলিল্লাহ। প্রথমবারের মতো এই আমার পোষ্টটি “ফিচার্ড” ক্যাটেগরিতে উঠার সুযোগ পেয়েছে
    তা অবশ্য New Trickbd Theme এ বা Desktop Version এর Mod এ।
    আশা করি সামনে আরো ভালো মানের পোষ্ট নিয়ে হাজির হতে পারব।
  22. xboyh Contributor says:
    vai internet.org dia google.com e free te visite kora jay emn kono way nai… kichodin ageo jeto… vai parle ekata post dien..
    1. Avatar photo Labib Author Post Creator says:
      wlc
  23. Avatar photo Maruf Contributor says:
    Oh..nice post
    1. Avatar photo Labib Author Post Creator says:
      Thank you..
  24. Avatar photo Shahriar Ahmed Shovon Author says:
    ভাই, এতো ঝামেলার দরকার কি?? পেজ এ ক্লিক করে ধরে রেখে Incognito tab এ ঢুকলেই হয়। লগ আউট ও করা লাগে না
    1. Avatar photo Labib Author Post Creator says:
      তখন আপনার আইডিটা ছিলো না! এটা ২০১৮ এর এপ্রিলের!
      আপনি কমেন্ট করছেন ২০১৯ এ। 🙂

Leave a Reply