গ্রামীণফোনের যেসব গ্রাহক
এখনও
ইন্টারনেট ব্যবহার করেন না
তাদের জন্য ‘ইজি নেট’ নামে
নতুন
অফার চালু করা হয়েছে। এই
অফারের আওতায় গ্রাহকরা
কয়েকটি ওয়েবসাইট
বিনামূল্যে
ভিজিট করতে পারবেন।
সহজেই
কিনতে পারবেন ডাটা
প্যাকেজ।
আসুন জেনে নেই কি করে চালু
করবেন ইজি নেট।
গ্রামীণফোনের গ্রাহকদের

মধ্যে
যাদের ইন্টারনেট সমর্থন করে
এমন
হ্যান্ডসেট রয়েছে তারাই এই
সুবিধা পাবেন। এই সুবিধা
চালু
করার জন্য প্রথমে চালু ডায়াল
করতে হবে *৫০০০*৫৫#। ফিরতে
ম্যাসেজে একটা লিংক
আসবে।
লিংকটিতে ক্লিক করলেই
ইজিনেট পেইজটি ওপেন হবে।
এরপর
নির্দিষ্ট কিছু ওয়েবসাইট
ভিজিট
করতে পারবেন। ইউএসএসডি
ডায়াল
এবং ফিরতি এসএমএস-এর জন্য
কোনো চার্জ প্রযোজ্য হবে
না।
ইজিনেট চালু অবস্থায় কেউ
যদি
কোনো ডাটা প্যাক কেনার
সুযোগ আছে। তবে ফ্রি
ওয়েবসাইটের বাইরে
পছন্দমাফিক
ওয়েবসাইট ভিজিট করলে ‘পে
এ্যাজ ইউ গো’ কিংবা ডাটা
প্যাক থেকে চার্জ করা হবে।
Amr Site

One thought on "গ্রামীণফোনের ফ্রি ইন্টারনেট পাবেন যেভাবে"

Leave a Reply