দিন দিন মোবাইল ফোনের ব্যবহার বাড়ছে, প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে এর ব্যবহার শুধু বৃদ্ধি নয়, বরং অপরিহার্যও হয়ে উঠেছে জীবনযাপনের ক্ষেত্রে। সংগত কারণেই মোবাইল ফোন ব্যবহারসংক্রান্ত বিষয়াদি সুরক্ষিত ও নিরাপদ রাখতে যথার্থ পদক্ষেপ গ্রহণ করা আবশ্যক। সম্প্রতি সিম নিবন্ধনের বিষয়টি আবারো সামনে এসেছে। এরই লক্ষ্যে বাংলাদেশের সরকার সব মোবাইল ফোনের নিবন্ধন নিশ্চিত করার প্রক্রিয়াও শুরু করেছে। দেখা যাচ্ছে যে, বেশিরভাগ ব্যবহারকারী সঠিক তথ্য না দিয়েই সিম নিবন্ধন করে ব্যবহার করছেন। ফলে এতে ব্যবহারকারীদের নিরাপত্তার প্রশ্নে যেমন ঝুঁকি আছে, তেমনিভাবে অপরাধীরা আরো বেশি অপরাধপ্রবণ হয়ে ওঠাসহ নিজেদের পরিচয় গোপন করে অনাকাক্সিক্ষত পরিস্থিতি তৈরি করবে এমন সম্ভাবনাও বাড়ছে। ফলে নিবন্ধনের ক্ষেত্রে সঠিত তথ্য নিশ্চিত করার বিষয়টি অত্যন্ত যৌক্তিক।

এসএমএসে সিম নিবন্ধন করবেন যেভাবে
“”””””””””””””””””””””””””””””””””””””””'””””””””””””””””

এসএমএসে সিম নিবন্ধন করবেন যেভাবে
নিবন্ধিত ও অনিবন্ধিত সব সিমকার্ড পুনরায় নিবন্ধন করতে হবে বলে জানিয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। আর এ নিয়ে দুঃশ্চিন্তার কিছু নেই।

জেনে নিন এসএমএস এর মাধ্যমে যেভাবে নিবন্ধন করবেন আপনার সিম :

এয়ারটেল, বাংলালিংক, গ্রামীণফোন, রবি এবং টেলিটক গ্রাহকরা নিচের নিয়মে নিবন্ধন করবেন- প্রথমে NID নাম্বার, জন্ম তারিখ, নাম লিখে sms পাঠিয়ে দেন 1600 নাম্বারে।

xxxxxxxxxxxxx, 09 Oct 1988, Jubayer send 1600

2 thoughts on "এসএমএসে সিম নিবন্ধন করবেন যেভাবে “”””””””””””””””””””””””””””””””””””””””'””””””””””””””””"

  1. DjHasan Contributor says:
    nid munber pabo kivabe

Leave a Reply