“আসসালামু আলাইকুম”
কেমন আছেন সবাই। আশা করছি আপনারা সবাই ভালো আছেন।
বেশ কয়েক মাস আগে দেখলাম YouTube Vanced সমস্যা করতেছে। এর জন্য অনেকের YouTube চালাতে সমস্যা হচ্ছে। আবার অনেকে দেখলাম Bin ব্যবহার করে YouTube premium ব্যবহার করার চেষ্টা করছেন। যা আবার ১মাস পর অফ হয়ে যাচ্ছে। যার জন্য YouTube এর বিরক্তিকর ads আমাদের দেখতে হচ্ছে।

যদি এমন হতো, নিজের নামে Visa/MasterCard করে YouTube premium নেওয়া যায়।  তাহলে,  আপনাকে আর অন্যের কাছে হাত পাত্তে হবে না।

ঠিক এই সমস্যা সমাধান করে দিবে আজকের এই পোস্ট। আপনাকে Youtube premium এর জন্য দারে দারে আর ঘুরতে হবে না।

মাসে কিছুটাকা খরচ করে নিশ্চিন্তে ব্যবহার করবেন YouTube Premium।  তাও আবার নিজের email ও নিজের কার্ড দিয়ে।

চলুন তাহলে কাজের কথায় আসি।

যা যা লাগবে:
1. Redotpay Account ও কার্ড

প্রথমে আমি বলে দিচ্ছি বর্তমান YouTube এর সকল জনপ্রিয় Package এর নাম:
1. Student: যার দাম পড়বে প্রায় ১৩৯টাকা(+vat tax)
2. Individual: যার দাম প্রায় ২৩৯ টাকা (+vat tax)
3. Family: যার দাম পরবে ৪৪৯ টাকা +vat tax

আমি মনে করি এখান থেকে family প্যাকেজ আপনার জন্য উযুক্ত হবে। যার মাধ্যমে আপনি ছাড়াও আরো ৫জনকে যুক্ত করতে পারবেন, খুব সহজে।

এখন আসি Redotpay এর  International Card পেতে পারেন,  Without Passport এর ঝামেলা ছাড়া। এর জন্য এই পোস্টি দেখুন: 1. Account করার নিয়ম
2. কার্ড নেওয়ার উপাই

পোস্টি দেখে account করার পর যদি ডলার লোড করতে প্রয়োজন হয় তাহলে আমার সাথে যোগাযোগ করুন। নিচে টেলিগ্রাম লিংক পাবেন।

আর যদি আপনার Binance থাকে তাহলে, যেভাবে রিচার্জ করবেন তার নিয়ম দেখুন:
১. প্রথমে Redotpay apps Open করে Deposit অপশননে ক্লিক করুন


২. এর পর সিলেক্ট করুন USDT

৩. এখন binance pay সিলেক্ট করুন। আপনার শুধু ফোনে binance লগিন থাকতে হবে।

৪. এবার কত ডলার রিচার্জ করবেন সিলেক্ট করুন।

৫. চেক করুন সব,ঠিক আছে নাকি

৬. তারপর Continue করলে auto Binance থেকে ডলার কেটে নিবে।
ডলার কেটে নিলে এমন আসবে

৭. দেখুন ডলার যুক্ত হয়ে গেছে

এইভাবে ডলার রিচার্জ হয়ে গেলে,  এখন Google playstore এ যান। সেখানে গিয়ে আপনি যে email এ youtube চালান সেই email ডুকে Redotpay Visa কার্ড এর নাম্বার বসিয়ে সব অকে করে নিন। না বুঝলে আমাকে টেলিগ্রাম এ জানাবেন।

এখন আসুন YouTube premium নিয়ে ফেলি।

১. প্রথমে YouTube এর Settings Option থেকে Purchase and Membership অপশনে যান

২. ওখানে গেলে আপনাকে কিছু অফার দেখাবে। সেই অফারে ক্লিক করুন।।

৩. এখন প্যাকেট সিলেক্ট করুন

৪. যেহেতু আমি family প্যাকেজ ৩ মাস যাবত ব্যবহার করছি তাই সেটি রেখে Confirm করেছি। এবার Get Family Plan করুন


৫. এবার continue করলে Popup মেসেজে কত টাকা কাটবে তার সমস্ত ডিটেইলস দেখাবে
এখানে subscrib করুন

৬. ব্যাস কাজ শেষ।। দেখুন টাকা কেটে নিয়েছে

এবং YouTube premium active হয়ে গিয়েছে।।

এভাবে খুব সহজে youtube premium active করতে পারবেন। আর কারো হাতে পায়ে ধরতে হবে না।

কোন সমস্যা হলে Telegram/Facebook এ জানান:
Telegram
Facebook

20 thoughts on "নিজেই করে ফেলুন YouTube Premium, তাও আবার নিজের নামের কার্ড দিয়ে with Redotpay Card"

  1. mehedi.2 Contributor says:
    Free tei premium use kori,akta bin diya last 5month use kori tao Bangladeshi sever diya e
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      লিগাল ভাবে ব্যবহার করার উপাই বলেছি। bin এর পোস্ট আমার প্রফাইলে আছে দেখে আসুন।
    2. Fardin Ibteda Asad Contributor says:
      bin ta dewa jabe
    3. yousuf66 Contributor says:
      @Md. Omar Faruk kivabe bro ?
    4. Md Solaiman Islam Sobuz Contributor says:
      Vai bin ta diben plz
    5. Md.Mafejur Rahman Contributor says:
      আগে যে 10$ দিয়া যে কার্ড নিতে হয় সেটা বললেন না তো।
    6. sohanme420 Contributor says:
      ভাই বিন কি দেওয়া যাবে প্লীজ দিলে উপকার হতো
    7. Reza Author says:
      ek gmail e koy bar neya jay?
  2. Taskin Tamim Contributor says:
    Youtube premium aber Rk deya kena lage 🥱🥱
    1. Md. Omar Faruk Author Post Creator says:
      লিগাল উপাই দেওয়া হয়েছে। এটি বেশি নিরাপদ।।
    2. Smart Tricks - ST Author says:
      ভাই, পোস্ট ভালো হয়েছে, তবে ৪৪৯ টাকা খরচ না করলেই ভালো করতেন ।
      লিগ্যাল ভাবে দেখিয়েছেন, ধন্যবাদ
  3. Helim Contributor says:
    Great🤗
  4. Limon Sarkar Contributor says:
    Vai student I’d card make korat 1ta post dien please?
    1. lb.9647rafat Contributor says:
      https://t.me/Protubeco_bot

      Eikhane paben free tee

  5. MiniShuvo Contributor says:
    Vai binance e dollar er onk high rate
  6. lb.9647rafat Contributor says:
    Amar kase free YouTube Premium neoyar bot aseee
    Dekho kaj kore ki naaa , ami peyesi yt premium

    Ai holo bot link : https://t.me/Protubeco_bot

  7. Aziz Contributor says:
    Vai beshi busy naki
    Telegram e duidin jabot msg dicchi response koren na
  8. mdshariful1229 Contributor says:
    আমি ফ্রিতে youtuve প্রিমিয়াম করে ডেয়..” ২০ টাকা দিবেন করে দেবো.”১ মাস,
  9. Ashahjahan24 Contributor says:
    Ami o bin diye free te 1 Mounth er jonno Premium kore fellam.

Leave a Reply