আসসালামুয়ালাইকুম ! TrickBD তে সবাইকে স্বাগতম। কোনো ভুল হলে দয়া করে ক্ষমা করবেন। বেশি কথা না বলে শুরু করছি।

আমি সোহাগ আবারো হাজির হলাম আপনাদের মাঝে অন্য একটি পোষ্টে, আজকের পোস্ট শুরু করা যাক !

Samsung এর নাম কে শোনেনি ? Samsung এর প্রোডাক্ট আপনি সব জায়গায় পাবেন এটা বেশ পপুলার টেকনোলজি কোম্পানি।

কিন্তু আপনি কি Samsung এর ব্যাপারে কিছু অদ্ভুত এবং ইন্টারেস্টিং ফ্যাক্টস সম্পর্কে জানেন? তো আজকের পোস্টে আমি এই Samsung এর ব্যাপারেই কিছু বলবো যেগুলো অনেকেই জানে আবার অনেকেই জানে না।

Fact No – 1

আপনি Samsung এর প্রোডাক্ট যেমন Mobile, Laptop ইত্যাদি ইলেকট্রনিক প্রোডাক্ট হয়তো কখনো ব্যবহার করেছেন। কিন্তু আপনি কি জানেন Samsung এর মানে কি ? অনেকেই ভাবেন যে Samsung একটি ইংরেজী শব্দ। কিন্তু এরকম না আসলে Samsung একটি Korean শব্দ যেটা ২টি শব্দ মিলে তৈরি হয়েছে।

SAM = THREE এবং SUNG = STAR

তো এই বিষয়ে অনেকেই জানে না।

Fact No – 2

SAMSUNG আজকের সময়ে Top Multinational Company গুলোর একটি। কিন্তু আপনি কি জানেন যে এই কোম্পানি কবে শুরু হয়েছিল? কে করেছিলো ? হয়তো আপনি জানেন না।

তো এই কোম্পানি লি বিউং চুল (Lee Byung-chul) ১৯৩৮ এ শুরু করেছিলো।

হয়তো আপনি জানেন না লি বিউং চুল তখনকার সময়ে সবজি এবং নুডলস বিক্রি করতো ৪০ জন স্টাফ নিয়ে। হয়তো আপনার না জানা থাকতে পারে যে শুরুতে লি বিউং চুল সবজি এবং নুডলস বিক্রি করতো আর আজকের সময়ে Samsung কোম্পানির কাছে প্রায় ৩.৫ লাখের বেশি স্টাফ রয়েছে।

তাহলে ভাবুন এই কোম্পানি আজকের সময়ে কত বড় কোম্পানি। আজকাল আপনি Samsung এর সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং লোকজনের এই Samsung এর ওপর বেশ বিশ্বাস ও রয়েছে।

Fact No – 3

বুর্জ খলিফার ব্যাপারে তো অবশ্যই জেনে থাকবেন আপনি। এটা দুনিয়ার সবচেয়ে বড় বিল্ডিং যেটা দুবাই এ অবস্থিত।

কিন্তু আপনি কি জানেন বুর্জ খলিফার Construction এর কাজ সেটা Samsung সামলায়। হ্যাঁ বুর্জ খলিফার Construction এর যে ইম্পর্ট্যান্ট রোল প্লে করে সেটা Samsung এখন এর মানে এই না যে Samsung পুরো Construction এর কাজ করে, বুর্জ খলিফা এত বড় যে তার জন্য বেশ কিছু কোম্পানির প্রয়োজন পড়ে।

কিন্তু ঐ কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে টপ এ যেটা রয়েছে সেটা হলো Samsung এটার ব্যাপারেও অনেক কম লোক জানে।

Fact No – 4

Samsung আজকের সময়ে একটা বিশ্বস্ত ব্রান্ড। যেটাতে সবাই সহজেই বিশ্বাস করে নেয়। এই কোম্পানি সহজেই একটি ব্রান্ড হয়নি ! লোক এমনি এমনি এটার ওপর বিশ্বাস করে না।

এটা সন ১৯৯৫ এর কথা, যখন এই কোম্পানি তার উদ্ভাবন এর সিঁড়িতে পা রেখেছিলো। তো ঐ সময় Samsung তার ব্রান্ডকে আরো ভালো করার জন্য, এর মধ্যে Improvement করার জন্য তাদের সমস্ত কাস্টমারের থেকে মানে যতগুলো কাস্টমার ছিলো যারা Samsung এর সব ধরনের ইলেকট্রনিক প্রোডাক্ট কিনেছিলো সেই সমস্ত প্রোডাক্ট Samsung ফেরত নেয়।

এবং প্রায় ১.৫ লাখ মোবাইল এবং মেশিনের আশেপাশে যেসকল প্রোডাক্ট ছিলো সেই সব একত্র করে নষ্ট করে দেয়। ?

আর এই দৃশ্য দেখার জন্য সেখানে Samsung এর প্রায় ২ হাজারের বেশি স্টাফ ছিলো। তো এই বিষয়েও অনেকেই জানে না।

Fact No – 5

হয়তো আপনার বিশ্বাস হবে না যে দুনিয়ার প্রায় ৭০% স্মার্টফোনে Samsung এর তৈরি RAM ব্যবহার করা হয়। শুধু এটাই না Apple এর iPad এ যে রেটিনা ডিসপ্লে ব্যবহার করা হয় সেটাও Samsung তৈরি করে।

এছাড়াও Apple এর যতগুলো চিপ রয়েছে সেই সবগুলো Samsung কোম্পানি দ্বারা তৈরি। তাহলে আপনি ভাবতে পারেন যে একটা ছোট কোম্পানি যেটা সবজি এবং নুডলস বিক্রি করে এই Samsung কোম্পানি তৈরি করে সেটা আজ প্রায় সব টেক কোম্পানি গুলোকে তাদের প্রোডাক্ট সাপ্লাই করছে। দেখুন এই কোম্পানি কত ছোট লেভেল থেকে আজকে কোথায় পৌঁছেছে।

সব ঠিক আছে। মানলাম Samsung এর পণ্য ভালো তাই বলে সব পণ্যের দাম এত বেশি কেন ? এটা মানতে পারলাম না আমি। ? যাইহোক, এতক্ষণ পোস্ট পড়ার জন্য আপনাকে জানাই লি বিউং চুল এর তরফ থেকে ধন্যবাদ।

তো এই ছিলো Samsung এর বিষয়ে কিছু জানা অজানা তথ্য।

আরও পড়ুনঃ ফাইটন সিরাপ খাওয়ার নিয়ম | ফাইটন সিরাপ এর কাজ কি

আরও পড়ুনঃ জন্ম নিবন্ধন অনলাইন যাচাই

এই পোষ্ট এতটুকুই ! এতক্ষণ সময় নিয়ে পোস্ট পড়ার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। ?

কোনো সমস্যা অথবা কোনো প্রয়োজন হলে আমার Facebook I’d

12 thoughts on "SAMSUNG এর কিছু অদ্ভুত ফ্যাক্টস ! SAMSUNG মানে কি ? কবে শুরু হয়েছিল ?"

  1. Levi Author says:
    সুন্দর।
    1. Sohag21 Author Post Creator says:
      ধন্যবাদ
    2. Levi Author says:
      স্বাগতম।
  2. TAHER Author says:
    নতুন কিছু জানলাম,
    কিন্তু মোবাইল নষ্ট না করে আমাদের দিলেই হতো ??
    1. Sohag21 Author Post Creator says:
      নষ্ট করার কারণ হলো যেন ক্রেতাদের ভালো গুণাগুণ সম্পন্ন পণ্য দিতে পারে samsung।
    2. TAHER Author says:
      Amader dilei vlo hoto ?
  3. desibaul Contributor says:
    ধন্যবাদ
    1. Sohag21 Author Post Creator says:
      স্বাগতম
  4. Shakib Expert Author says:
    Good information ?
    1. Sohag21 Author Post Creator says:
      Thank you
  5. Uzzal Mahamud Pro Author says:
    SAMSUNG এখন বাঝে এক অবস্থা.!
    1. Sohag21 Author Post Creator says:
      Hmm

Leave a Reply